Breaking Bharat: বিদেশে গিয়ে অর্থ লাভ? স্বপ্ন সত্যি করতে এই দেশগুলির উপর নজর রাখুন। বিদেশে অনেকেই যান চাকরি নিয়ে সেক্ষেত্রে দেশ থেকেই বিদেশে যাওয়ার অফার দেয়া হয় (Offer to go abroad from the country)। বিশ্বের এমন কিছু দেশ আছে যারা তাদের দেশে থাকার জন্য আপনাকে টাকা দিতে রাজি। এত সুন্দর অফারের কথা আগে শোনেননি তো?
বিদেশে গিয়ে কোটি কোটি টাকা রোজগারের স্বপ্ন:
আবার অনেকেই আছেন যারা বিদেশে গিয়ে কোটি কোটি টাকা রোজগারের স্বপ্ন দেখেন। আপনিও যদি সেই দলে থাকেন তাহলে নজরে রাখতে হবে বিশেষ কয়েকটি দেশকে (earning crores of rupees by going abroad)।
রবীন্দ্রনাথের কবিতার লাইনটা মনে আছে, “মনে কর যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে”। ছোট্ট খোকার স্বপ্নে উঠে এসেছিল বিদেশের কথা। সালটা অনেক আগের, কিন্তু কথাগুলো আজ একই রকম। আজকের খোকাবাবুরাও বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন।
বিদেশে গিয়ে থাকতে অনেক টাকা খরচ?
সিনেমায় গল্পে দেখে পড়ে বিদেশ সম্পর্কে একটা ধারণা সকলের আছে। এমন এক জায়গা যেটা এই দেশের থেকে অনেকাংশে ভালো এই ধারণা নিয়েই বিদেশের স্বপ্ন দেখা। স্বপ্ন দেখা খারাপ নয় কিন্তু স্বপ্ন দেখতে গেলে সাহস দরকার হয় সেটা জানেন তো?
সকলেই জানেন বিদেশে গিয়ে থাকতে অনেক টাকা খরচ হয়। সেই ভয়ে অনেকে স্বপ্ন পূরণ করার সাহস দেখাতে পারেন না। এ বিষয়ে একটা কথা বলা দরকার, বিশ্বের এমন কিছু দেশ আছে যারা তাদের দেশে থাকার জন্য আপনাকে টাকা দিতে রাজি (Willing to pay you to stay in the country)। এত সুন্দর অফারের কথা আগে শোনেননি তো?
দেশে থাকার জন্য দু লক্ষ থেকে ৭ লক্ষ টাকা দেওয়া হবে:
অবাক হওয়ার এখনো অনেকই বাকি। অবাক লাগবে যখন জানতে পারবেন এই সমস্ত দেশে থাকার জন্য আপনাকে দু লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে (2 lakhs to 7 lakhs will be given for stay in the country)। একেই বলে সোনায় সোহাগা অফার। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশে এই দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন আপনি।
আরো পড়ুন – গ্রামের বাড়িতে গুগল? অলিগলিতে ওবামা? সামনেই থাকে সুপ্রিম কোর্ট! অবাক হচ্ছেন?
এই বিষয়ে প্রথমেই আমরা বলব গ্রীসের কথা (Greece)। দারুন সুন্দর এই দেশটি দেখলে চমকে যেতে হয়। সাম্প্রতিককালে এত সিনেমার শুটিং হয়েছে এখানে যে মন ভরিয়ে দেওয়া কিছু ডেসটিনেশনের খোঁজ পেয়েছি আমরা। আজকে যে জায়গার কথা বলব তার বিশদ বিবরণ দেয়া হলো।
অ্যান্টিকিথেরার সুন্দর গ্রীক দ্বীপ:
অ্যান্টিকিথেরার সুন্দর গ্রীক দ্বীপ (The beautiful Greek island of Antikythera)। মাত্র জনা ২০ বাসিন্দা রয়েছেন এখানে। তালে বুঝতেই পারছেন বসতি বাড়াতে হলে এখানে অনেক বেশি লোক দরকার। ঠিক সেই কারণে এখানে আপনি যদি গিয়ে থাকতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে আমন্ত্রণ জানানো হবে।
আরো পড়ুন – Twins are born : প্রতি ঘরেই জন্ম নেয় যমজ শিশু। এই প্রতিবেদনে স্পষ্ট হবে যমজ সন্তান জন্মের রহস্য!
আপনাকে ৩ বছরের জন্য প্রথম একটি জমি দেয়া হবে। এবং মাসিক ৪৫ হাজার টাকা করে পেয়ে যাবেন ভাবতে পারছেন? নতুন কোন জায়গায় গিয়ে ব্যবসা করতে চান? তাহলে তো সবার আগে আয়ারল্যান্ডের নামটা লিখে রাখুন।
আয়ারল্যান্ড এন্টারপ্রাইজ (Ireland Enterprises):
আয়ারল্যান্ড এন্টারপ্রাইজ (Ireland Enterprises) আয়ারল্যান্ডের একটি প্রকল্প চালু করেছে, যেখানে এটি 2020 সালে ব্যবসা শুরু করার জন্য €120 মিলিয়ন দেওয়া হয়েছে এক এক জন ব্যক্তিকে। এটার জন্য আপনাকে আয়ারল্যান্ডের অধিবাসী হতে হবে না। তবে সেখানে ব্যবসা করবেন এই বিষয়টা নিশ্চিত করে নেবেন তারা। এপ্লাই করার আগে নিয়ম করে নিতে ভুলবেন না।
আরো পড়ুন – আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়? তাহলে আগুনের উপর কী করে বাসস্থান গড়ল মানুষ?
স্বপ্নের দেশ ইতালি (Italy):
স্বপ্নের দেশ ইতালি (Italy) কেমন লাগে? এবার ঠিক সেখানে যাওয়া যাক। জায়গা হল ক্যান্ডেলা। এটি ইতালির দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত একটি গ্রাম । এখানে বসতি গড়ার জন্য দম্পতিদের এবং অল্প বয়স্কদের জায়গা দেয়া হয়। যুবকদের প্রায় ৭৫ হাজার টাকা এবং তরুণ দম্পতিদের এক লক্ষ টাকা দেয়া হয়। যদি দেখেন তিন জনের পরিবার তাহলে অর্থের পরিমাণটা প্রায় ২ লক্ষের কাছাকাছি।
আরো পড়ুন – ৬০ ডিগ্রী ঝুঁকে আছে পাথরের তৈরি আগ্রার কেল্লা, কিন্তু কেন জানা আছে কি?
তবে শর্ত হচ্ছে দামি একটা চাকরি করতে হবে আপনাকে। ইতালির সিসিলি তে একইভাবে টাকা দেয়া হয়। স্পেনের না নিশ্চয় শুনেছেন এখানে নিয়মটা একই। উত্তর স্পেনের পার্বত্য অঞ্চলের একটি ছোট গ্রাম আছে যার নাম পোঙ্গাও । তরুণ দম্পতিদের জন্য এখানে অনেক কিছু করা হয়েছে।
অর্থাৎ কনসেপ্ট টা ভীষণ পরিষ্কার এখানে যেহেতু জনবসতি কম বিশেষ করে এই দেশগুলোতে সুতরাং আপনাকে আমন্ত্রণ জানানো হয়। টাকা দিয়ে আপনাকে থাকার জন্য রাজি করানো হয় যাতে বসতি এগিয়ে যেতে পারে। প্রতিবেদন শুনতে শুনতে মনে হচ্ছে তো তাহলে আর যাদের গৃহহীন বলে কষ্ট তারা তো এদেশে গেলেই কেষ্ট লাভ তাই না?