Breaking Bharat: বিবাহিত জীবনে সুখী নন? আপনার স্ত্রী কি অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ছেন? সময় থাকতে পরিস্থিতি সামলান (Not happy in married life)!
সাতটা পাক ঘুরে তৈরি হওয়া সাত জন্মের বন্ধন কি সহজে ভেঙে ফেলা যায়? অনেক সময় সেই রাস্তায় বাধ্য হয়ে হাঁটতে হয়। দাম্পত্যকে ভালো রাখার উপায় কি আমাদের হাতে নেই? উত্তরটা হলো হ্যাঁ অবশ্যই আছে। শুধু সঠিকভাবে তার প্রয়োগ দরকার। জীবন সবসময় স্বাভাবিক ছন্দে এগোবে না।
প্রতিকূল পরিস্থিতি আসতেই পারে। তবে আগে থেকে তৈরি থাকুন। মাথায় রাখা দরকার দুটো মানুষের মধ্যে দূরত্ব বাড়লে সেই জায়গা যে কেউ দখল করে নিতে পারে। তাই নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখা দরকার।
আপনার স্ত্রী অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে?
আজকাল পরকীয়া ব্যাপারটা বড্ড বেশি করে জীবনে এবং মানসিকতায় প্রবেশ করছে। এই ব্যাপারে একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে এক ছাদের তলায় যখন থাকতে চায়, কখন নিশ্চয়ই অন্য কাউকে জায়গা দেবার কথা তার মাথায় থাকে না।
তাহলে সেখানে অন্য একজন প্রবেশ করে কী করে? সম্পর্কে গাফিলতি থাকলে তবেই না বাইরের লোক সুযোগ নেবে। অনেক সময় এরকম হয় প্রেমের সম্পর্ক ভেঙে জোর করে বিয়ে। সেক্ষেত্রে অবশ্য বিষয়টাকে অত্যন্ত যত্নশীল হয়ে দেখা দরকার। মানে শুরুতে একটা বন্ধুত্ব ধরে এগোনোর পরে দাম্পত্যে প্রবেশ প্রয়োজন।
প্রথমত অকারণে সন্দেহ করবেন না:
কিন্তু যদি দেখেন আপনার স্ত্রী অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাহলে মন খারাপ হতেই পারে মাথা খারাপ করবেন না। শান্ত ভাবে গোটা বিষয়টা দেখে নিন। প্রথমত অকারণে সন্দেহ করবেন না। যদি দেখা যায় আপনার স্ত্রী আপনার থেকে বেশি সময় অন্য কাউকে দিতে চাইছেন, তাহলে নিজের মনে প্রশ্ন করুন আপনি কি কোথাও নিজের গুরুত্ব হারাবার জন্য নিজেই দায়ী নন?
আরো পড়ুন – Abu Abdullah : ৬৩ বছরের এক ব্যবসায়ী ৫৩ বার বিয়ে করেছেন। ভাবা যায়! নাম আবু আবদুল্লাহ্
এক্ষেত্রে সবথেকে ভালো উপায় একে অন্যকে সময় দেওয়া আর কথা বলা। মান অভিমান করে একে অন্যের থেকে দূরে চলে গেলে সমস্যার সমাধান হবে না। অযথা চিৎকার করবেন না। ঠান্ডা মাথায় সবটা বুঝুন তারপর বিচার করুন। মনে রাখতে হবে আপনার স্ত্রী আপনার নিজের মানুষ তাই ব্যক্তিগত কথা অন্য কারো সাথে শেয়ার করে তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না।
বিশেষ করে পরকীয়াতে শরীরের ভূমিকা:
শুরুতেই পরিবারের সকলকে জানানোর প্রয়োজন নেই। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করুন না। পরকীয়া কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু সম্পর্কের ফাটলটা তো মেরামত করতে হবে। আর সেটা চিৎকার করে হয় না। এসব ক্ষেত্রে অনেক সময় শারীরিক সম্পর্ক একটা বড় জায়গা নেয়।
আরো পড়ুন – Speak only Hindi : ইংরেজি নিয়ে টেনশন করবেন না, হিন্দি দিয়ে সহজে কাজ চালান!
বিশেষ করে পরকীয়াতে শরীরের একটা ভূমিকা থাকে। নিজে আগে নিশ্চিত হয়ে নিন সেই সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের সম্পর্কে আছে কিনা । অকারণে আপনার স্ত্রী এর ব্যক্তিত্ব জিনিস জীবন নিয়ে ঘাটাঘাঁটি করবেন না। কথায় কথায় তার বাপের বাড়ির লোককে এই ব্যাপারে জড়াবেন না।
আরো পড়ুন – যেখানে প্রায় দুই মাসের বেশি সময় ধরে রাত হয় না! মানে সূর্য অস্ত যায়না। জানেন কোথায়?
সমস্যা যদি গুরুতর দিকে যাচ্ছে বলে মনে হয় তাহলে অবশ্যই বিশেষ উক্তির পরামর্শ নিয়ে ফেলুন। আজকাল এরকম অনেক থেরাপিস্ট আছেন যারা এই বিষয় নিয়ে কাজ করছেন। সেখানে যাওয়াটা লজ্জার কোন বিষয় নয়।
আরো পড়ুন – বন্ধুবান্ধব এমনকি বয়সে ছোট ভাইয়ের প্রেমিকা জুটেছে, আপনার জোটেনি তো?
সবশেষ একটা কথা বলা দরকার, নিজের মানুষকে ভালোবাসার কথাটা ঠিকমতো বুঝিয়ে উঠতে পারা খুব প্রয়োজনীয়। একে অন্যকে শ্রদ্ধা করতে শিখুন তবে সম্পর্ক বাঁচবে। আর মাথায় রাখবেন অসম্ভব বলে কিছু হয় না। চেষ্টা করুন অবশ্যই সব সামলে উঠতে পারবেন আপনি।