Nokia 4G: মাত্র ১২৯৯ টাকায় নোকিয়ার নতুন 4G ফোন? সাথে পেয়ে যাবেন ইন-বিল্ট UPI ফাংশন। আপনি কি নোকিয়া ফোনের উপর বেশি ভরসা করেন? হা ঠিকই দেখছেন মাত্র ১২৯৯ টাকায় নতুন 4G ফোন।
মোবাইল আসার পর সব থেকে আগে মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছিল যে মোবাইল সংস্থা তারা হলো নোকিয়া। মানুষের কোনটা প্রয়োজন তা আগে থেকে বুঝেই সেই মতো ফিচারস তৈরি করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এই ফোন নজর কেড়েছিল।
বাজারে এল নোকিয়ার নতুন 4G ফোন:
যদিও অন্যান্য ফোন বিশেষ করে স্মার্টফোনের দাপাদাপিতে Nokia কিছুটা পিছনে করতে বাধ্য হয়। কিন্তু এবার বাজারে এল নোকিয়ার নতুন 4G ফোন যেখানে আপনি পেয়ে যাবেন ইন-বিল্ট UPI ফাংশন। আর সব থেকে বড় ব্যাপার হলো এই ফোন একেবারে আপনার সাধ্যের মধ্যে মানে চাইলে যে কোন স্কুল পড়ুয়াও নিজের পড়াশোনার প্রয়োজনের জন্য এই ফোন ব্যবহার করতে পারেন।
এর দাম মাত্র ১২৯৯/ টাকা। এতক্ষণে আপনার মনে এই ফোন সংক্রান্ত একাধিক প্রশ্ন উঁকি দিয়েছে আশা রাখি। তাহলে আপনাকে জানাতে চাইডিজিটাল জমানায় পেমেন্ট করার এখন সবচেয়ে বড় মাধ্যম ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস, যাকে সংক্ষেপে বলে ইউপিআই।
Nokia 105 এবং Nokia 106 4G ফোন:
তবে এই সুবিধা ফিচার ফোনে ব্যবহার করা বেশ শক্ত। তাই সেই কাজ সহজ করতেই ইন-বিল্ট অপশনের সঙ্গে নতুন 4G ফিচার ফোন হাজির করল HMD গ্লোবাল। হ্যাঁ, বাজারে এল Nokia 105 এবং Nokia 106 4G ফোন।
নতুন জিনিস যতই আধুনিকতার সঙ্গে বাজার দখল করুন পুরোনো কে কোনদিনই ভুলে গেলে চলবে না। ঠিক এই কথা কি মাথায় রেখে নস্টালজিয়ানায় ভরা পুরনো T9 কী প্যাড রয়েছে এই ফিচার ফোনে। একবার চার্জ দিলে সারাদিন ব্যাটারি নিয়ে আপনাকে আর ভাবতে হবে না।
নোকিয়ার নতুন 4G ফোনের দাম:
আমাদের দেশে ইতিমধ্যেই এই দুই ফিচার ফোনের বিক্রি শুরু করে দিয়েছে সংস্থা। তাহলে ফিচারস আর দাম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাক। Nokia 105 ফোনের দাম ১২৯৯ টাকা এবং Nokia 106 মডেলের ফোনের দাম ২১৯৯ টাকা রাখা হয়েছে কোম্পানি তরফ।
আরো পড়ুন – বাড়ির বউ করার জন্য মেয়ে খুঁজছেন? অথচ বিজ্ঞাপন দিয়েও পাত্রী পাচ্ছেন না?
Nokia 105 মডেলের জন্য তিনটি রং বেছে নেওয়া হয়েছে আর সেগুলো হলো চারকোল, সিয়ান এবং রেড। অন্যদিকে Nokia 106 রয়েছে চারকোল এবং ব্লু ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনি । ইতিমধ্যেই কিন্তু বাজারে এই ফোন এভেইলেবল পাশাপাশি কোম্পানির ওয়েবসাইট থেকেও সোজাসুজি অর্ডার করে দেবার সুযোগ থাকছে।
নোকিয়ার এই ফোনে কী কী ফিচার্স রয়েছে?
প্রথমেই জানিয়ে দিই Nokia 105 এ রয়েছে 1.8 ইঞ্চি ডিসপ্লে ও QQVGA রেজোলিউশন।এই মডেলের ফোনে ব্যাটারি রয়েছে 1,000mAh। সংস্থার তরফ থেকে জানতে পাওয়া যাচ্ছে যে এতে প্রায় 12 ঘণ্টা টকটাইম ও 22 দিন স্ট্যান্ডবাই মোড পাওয়া যাবে।
আরো পড়ুন – Amazon Jungle: অ্যামাজন জঙ্গলে ১৩০০ প্রজাতির পাখি, ৩০০০ প্রজাতির মাছ রয়েছে জানেন?
পাশাপাশি এতে রয়েছে সিরিজ 30+ (S30+) অপারেটিং সিস্টেম, কানেক্টিভিটির জন্য রয়েছে মাইক্রো USB পোর্ট। এছাড়া 3.5 মিলিমিটার হেডফোন, এফএম রেডিও, ইউপিআই সাপোর্ট এবং 2G কানেক্টিভিটি তো আছেই।
এবার বলি Nokia 106 ফোনে থাকছে 1.8 ইঞ্চি QQVGA রেজোলিউশন। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে একটু বেশি 1,450mAh r এবং অপারেটিং সিস্টেম রাখা রয়েছে সিরিজ 30+ (S30+)। আকর্ষণীয় বিষয়টি হলো এফএম রেডিওর সঙ্গে এতে পাবেন 4G কানেক্টিভিটি এবং MP3 প্লেয়ার।
আরো পড়ুন – Vespa Scooter Price: ভেসপা লঞ্চ করল 125 এবং 150 সিসির দুর্দান্ত লুকের দুটি স্কুটার! দাম কত?
3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, চার্জিংয়ের জন্য USB পোর্ট তো অবশ্যই পাবেন। আজকালকার দিনে ফোনের মাধ্যমে পেমেন্ট করার দিকে মানুষের আগ্রহ বেড়েছে। আপনাদের জানিয়ে রাখি এই দুই ফিচার ফোনেই রয়েছে UPI123PAY সুবিধা।
আরো পড়ুন – Redmi A2 এবং Redmi A2 Plus: কম বাজেটের মধ্যে রেডমির দারুন ফোন! এক চার্জে ৬ দিন?
IVR, অ্যাপ ভিত্তিক পেমেন্ট, মিসড কল পেমেন্ট এবং প্রক্সিমিটি সাউন্ড বেসড পেমেন্টের মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু একটু মাথায় রাখবেন যে এই সুবিধা নেওয়ার জন্য ইউজারদের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে লিঙ্ক করে একটি UPI আইডি তৈরি করতে হবে। মানে যেমনটা অন্যান্য ফোনে হয়ে থাকে।