Breaking Bharat: ড্রাইভিং লাইসেন্স নিয়ে চিন্তায়? আর ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে (RTO office) যেতে হবে না। বড়সড় বদল আনছে মোদী সরকার, কবে থেকে লাগু হবে নয়া নিয়ম?
ড্রাইভিং লাইসেন্সের (Driving license) ক্ষেত্রে নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। যাঁরা ড্রাইভিং লাইসেন্স তৈরির জন্য আবেদন করার কথা ভাবছেন, তাঁদের জন্য বড় খবর। এবার আরও সহজে পাওয়া যাবে এই দরকারি ডকুমেন্টটি। নতুন নিয়মে কী বলা হয়েছে? কবে থেকে চালু হবে এই নিয়ম?
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নয়া নিয়মের মধ্যে কিছু পরিবর্তন ইতিমধ্যেই লাগু হয়েছে। পুরোপুরি নতুন নিয়ম জারি হলে তা দেশের সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে বলেই আশাবাদী কেন্দ্র। এই নিয়ম জারি হলে এবার আর ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে যেতে হবে না।
ড্রাইভিং লাইসেন্স পেতে আর RTO অফিসে গিয়ে ড্রাইভিং টেস্ট দেওয়ার ঝক্কি পোহাতে হবে না (No need to go to RTO office and take driving test)। নয়া নিয়ম কবে থেকে জারি হবে? সেক্ষেত্রে আবেদনকারীরা কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাবেন?
ATM : টাকা তোলার সময় এটিএম মেশিনে কার্ড আটকে গেলে কী করবেন?
প্রথমেই জেনে রাখা ভাল, 2022 সালের 1 জুলাই থেকে নতুন নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। আর এই নিয়ম লাগু হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া হবে সহজ (New driving licenses can be created)। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়া যাবে।
ট্রেনিং শেষে স্কুল থেকেও দেওয়া যাবে পরীক্ষা (Exams can also be given from school)। যে সব ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাঁদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট থেকেই নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরি করা যাবে। অর্থাৎ ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য যেতে হবে না আরটিও-তে।
Five rupee note : একটি পাঁচ টাকার নোটই বদলে দিতে পারে আপনার জীবন! কিভাবে?
তবে যেকোনও স্বীকৃত ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ নেওয়ার সময় মাথায় রাখতে হবে, লাইট মোটর ভেইকেলের জন্য 4 সপ্তাহের কোর্স এবং সেখানে অন্তত 29 ঘণ্টার প্রশিক্ষণ থাকতে হবে। যার মধ্যে 21 ঘণ্টা শহরের রাস্তা, গ্রামের রাস্তা, হাইওয়েতে গাড়ি চালানো পার্কিং ও রিভার্স গিয়ার সম্পর্কে প্রশিক্ষণ এবং বাকি 8 ঘণ্টা বিভিন্ন থিওরির প্রশিক্ষণ থাকতে হবে। (Driving license test can be given from driving school)
এই মোটর বাইকের দাম প্রায় ১৬ লক্ষ টাকা, কী কী ফিচার রয়েছে এই বাইকে?
শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেই নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার। একইসঙ্গে FasTag প্রক্রিয়া বন্ধ করার কেন্দ্রীয় সিদ্ধান্তের কথাও শোনা যাচ্ছে। অবশ্য তার বদলে টোল সংগ্রহে কোনও নয়া উপায় চালু করা হবে।