Breaking Bharat: জমির সঙ্গে নিজের বাড়ি? তাহলে আপনার জন্য ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্প। এই প্রকল্পে শুধু মাত্র ৫ শতক জমির মালিকানা নয়, পাশাপাশি সেই জমিতে বাড়িও করে দেবে সরকার। সেই সঙ্গেই আয়ের জন্য ওই জমিতেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। সবটাই করবে সরকার। তাহলে কি ভাবে করবেন আবেদন? (Nijo Griha Nijo Bhumi scheme in bengali)
সরকারের ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্প:
প্রত্যেকেই নিজের একটা বাড়ি যায় এমন একটা জায়গা যেটা তার একান্ত আপন হবে। সে জায়গাটা তুলনা অন্য কোন কিছুর সঙ্গে হবে না কারণ সেটাই হবে অন্যতম প্রিয় আশ্রয়।
ঠিকই ধরেছেন আমরা বলছি প্রিয় জায়গা মানে নিজের বাড়ির কথা। সরকার থেকে গৃহহীনদের গৃহ দেওয়ার একাধিক ব্যবস্থা করা হয়েছে। কোথাও জমি দেওয়া হচ্ছে যাতে আপনি বাড়ি করে নিতে পারেন। কিন্তু এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কী করে জমির সঙ্গে বাড়িও পেয়ে যেতে পারেন? আপনি আর সরকারি কোন প্রকল্পে কী ভাবে আবেদন করলে এই সুযোগ মিলবে।
সরকারি ঘরের জন্য আবেদন দরখাস্ত:
প্রকল্পের নাম নিজ গৃহ নিজ ভূমি। প্রতিটি নিজের একটা বাড়ির আশা সব সময় করেন যেখানে মানুষ পরিবারকে নিয়ে নির্ঝঞ্ঝাটে কাটাতে পারবে। আসলে যতই হোক না কেন ভাড়া বাড়িতে থাকার একটা আলাদা রকমের ঝামেলা আছে। বছরের পর বছর কেউই সেই ঝামেলা ভোগ করতে চান না।
তবে একটা বাড়ি তৈরি করার যথেষ্ট খরচ আছে আর সেটা সকলে যোগাড় করে উঠতে পারেন না। ঠিক এই ভাবনা থেকে সরকার একাধিক প্রকল্পের মাধ্যমে গরিব মানুষদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আজকের প্রতিবেদনে ‘পশ্চিমবঙ্গ সরকারের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে‘র কথা বলছি যেখানে জমির মালিকানা একেবারে বিনামূল্যে সরকারের কাছ থেকে পেয়ে যেতে পারেন আপনি (Nijo Griha Nijo Bhumi Scheme)।
এই বিষয়ে গত ২০১১ সালে রাজ্যের সরকার গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বছরেই ১৮ অক্টোবর পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ও ত্রাণ দফতরের সাহায্য নিয়ে চালু করা হয় ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্প। সরকারি নিয়ম বলছে এই প্রকল্পে একটি পরিবার ৫ ডেসিমেল জমি পাবে।
আরো পড়ুন – স্প্যাম ফোন কলে জেরবার? WhatsApp এর স্প্যাম কল থেকে মুক্তি দেবে Truecaller
এখন আপনি বুঝতেই পারেন এই প্রকল্পে আপনার কী সুবিধা হবে। তাহলে আপনাকে জানিয়ে রাখি এই প্রকল্পে শুধু মাত্র ৫ শতক জমির মালিকানা নয়, পাশাপাশি সেই জমিতে বাড়িও করে দেবে রাজ্য সরকার।
একসঙ্গে জমি এবং বাড়ি পাওয়ার পরই যদি ভেবে থাকেন আপনার সব পাওয়া শেষ হয়ে গেল তাহলে ভুল ভাবছেন কারণ সেই সঙ্গেই আয়ের জন্য ওই জমিতেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। সবটাই করবে পশ্চিমবঙ্গ সরকার।
আরো পড়ুন – Pure EV ePluto: চলে এল সেভেন জি স্কুটার? নয়া স্কুটার লঞ্চ করল ‘পিউর ইভি’। সিঙ্গেল চার্জে 150 কিমি?
সরকারের ‘নিজ গৃহ নিজ ভূমি’ এই প্রকল্পের সুবিধা কারা পাবেন?
যে কেউ চাইলেই বিনা মূল্যে জমি বাড়ি পাবেন এটা ভাববেন না। এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে যা আপনাকে মানতে হবে। সরকারি নিয়ম অনুসারে মূলত কৃষি কাজ, পশুপালন, মাছ চাষ, হস্তশিল্প, কুটির শিল্পের পেশার সঙ্গে যুক্ত যে মানুষদের নিজস্ব জমি ও বাড়ি নেই তাঁদেরকেই এই প্রকল্পে বাড়ি তৈরি করে দেবে পশ্চিমবঙ্গ সরকার।
আরো পড়ুন – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রবেশ করে অবাক সলমন খান! কেন জানেন?
আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করতে এবং মানুষের জীবনযাত্রার মান বাড়িয়ে তুলতে এবার সেই সব বাড়িতে বিদ্যুৎ সংযোগ, জলের লাইনের কানেকশন সবই সরকার করে দেবে। পেশার জন্য ওই জমিতে প্রয়োজনে পুকুর খনন করা, হস্তশিল্প ও কুটির শিল্পের কাজের জন্য কাঁচামাল কিনে ওয়ার্কশপ তৈরি করে দেওয়ার প্রশ্ন করা হবে।
আরো পড়ুন – Motorola Edge+2023! মটোরোলা স্মার্টফোনে সেলফি ক্যামেরাতে ৬০ মেগাপিক্সেল! ভাবা যায়?
এই প্রকল্পে আবেদন করার জন্য স্থানীয় বিএলআরও (BLRO) অফিসে যোগাযোগ করতে হবে আপনাকে। তবে নদী নিকটবর্তী এবং ঝুঁকিপূর্ণ জমি কখনোই এসবের জন্য ব্যবহার করা হবে না।