Breaking Bharat: নিজের বউয়ের থেকে পরের বউয়ের দিকে বেশি চোখ যায় তাই না? পুরুষের মধ্যে এই স্বভাবটা কেন লক্ষ্য করা যায়?
ছোটবেলা থেকে একটা বাংলা প্রবাদ আমাদের মনে বিশেষ জায়গা নিয়ে আছে। আমরা যেটা চাই সেটা ভুল করে চাই, যেটা পাই সেটা চাই না। অর্থাৎ মানুষ কখনোই নিজের বর্তমান অবস্থানে খুশি থাকতে পারে না। ছোটবেলায় বাংলা বইয়ের পাতায় আরো দুটো লাইন জ্বলজ্বল করতো ।
” নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস”
অর্থাৎ আমরা সব সময় নিজেদের কাছে কী রয়েছে তার থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি অন্যের কাছে কী কী আছে। এই ঘটনা সবথেকে বেশি ঘটে সম্পদ আর সম্পত্তির সম্পত্তির ক্ষেত্রে । এবার আপনি ভাবতেই পারেন যে এই দুয়ের ক্ষেত্রেই বউ কীভাবে উঠে আসে? কারণ টা খুব সাধারণ আর সহজ ।
সুন্দরী বউ খোঁজেন সকলেই?
আসলে নারী পুরুষের সম্পর্কে যত বেশি করে শারিরীক আকর্ষণ ততই সেখানে সুন্দর শব্দ আর সুন্দরী রূপের প্রাধান্য। পুরুষ সব সময় তাঁর প্রিয়তমার মধ্যে সেরা ব্যাপারটা খুঁজতে চায়। আর নারীর ক্ষেত্রে সেটা তার বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করা হয় আজও। এটাই দুর্ভাগ্য হলেও এখনো নারীর ভবিতব্য।
সুন্দরী বউ খোঁজেন সকলেই। কিন্তু সুন্দরের সংজ্ঞা কেউ বলতে পারে না। কেউ অপসরা বলতে ঐশ্বর্য বা মাধুরীকে বোঝান কেউ বা আজকের স্মার্টনেস মাথায় রেখে ‘দীপিকা বা আলিয়ার‘ কথা বলেন । তবে নিজের বউয়ের মধ্যে সেই গ্ল্যামার খুঁজতে চায় সবাই।
নিজের বউকে সকলেই সুন্দরী নায়িকার মত পেতে চায়?
মানে বাড়ীর বউ রান্না করবে মায়ের মতো কিন্তু পার্টনার হিসেবে লোকের হিংসার কারণ হয়ে উঠবে। তাই নিজের বউকে সকলেই সুন্দরী নায়িকার মত পেতে চায়। এবার সবার মধ্যে তো সব গুণ একসঙ্গে থাকতে পারে না সেটা সম্ভব নয়।
আরো পড়ুন – শাহরুখ খান কে এখনো অপছন্দ করেন সানি দেওল? দূরত্ব বাড়তে শুরু করে শাহরুখ আর সানির মধ্যে?
তাই আজ যে মানুষটার মধ্যে আপনি ভালো ভালো দিক খুঁজে পেয়ে তাকে নিজের পছন্দের মানুষ বলে মনে করছেন, কাল সেটাই হয়তো খুব একটা পছন্দ নাও হতে পারে। তখন আপনার অন্যদিকে মন দিতে ইচ্ছে করবে। এটা সাধারণ মানুষের স্বভাবের মধ্যে পড়ে। আমাদের কাছে যা আছে আমরা তাতে সন্তুষ্ট নই। সেটা নিজের কাপড় হোক বা আসবাবপত্র কিংবা নিজের স্ত্রী। মানে এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই পণ্য।
আরো পড়ুন – ভারতের কোন অভিনেতা সব থেকে বেশি পারিশ্রমিক নেন জানেন? ৫ লক্ষ টাকা প্রতিদিন?
মানুষের মধ্যে ভাল আর খারাপের বিচার করাটা তার রূপ দিয়ে হওয়ার মধ্যে কোন অন্যায় নেই। কিন্তু রূপের আয়ু তো খুবই কম আর সেটা বিজ্ঞান নিয়েই। সেক্ষেত্রে আপনাকে মানুষের গুণের উপর বেশি ভরসা করতেই হবে। তাই সেই দিক দিয়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করার মধ্যেই মানুষের আসল পূর্ণতা লুকিয়ে আছে।
আরো পড়ুন – বাংলাদেশে ভালো বাংলা ছবি তৈরি হচ্ছে না? বাংলাদেশের সিনেমায় শিল্পী সংকট বড় সমস্যা?
আর একজন স্ত্রী আপনার পরিচয় আপনার বাড়িতে আছেন সুতরাং তার জন্য প্রাপ্য সম্মানে আপনি যদি অন্য কোন হিসেব বা মানে খুঁজতে যান তাহলে সেটা নারীত্বকে অপমান করার সমান। আসলে ৩৬৫ দিন এক ছাদের তলায় সংসার করতে করতে থাকতে কোথাও একটা এডেমি তৈরি হলে সাময়িক সময় মোহ আসে বটে। কিন্তু যে কোন ক্ষেত্রে আপনার নিজের কাছে যা আছে তার বাইরে গিয়ে অন্যের পরিবারের বা মানুষের দিকে তাকানোটা সঠিক নয়।