New Honda Shine 100cc: হন্ডা সাইন বাইকের দাম কমেছে? যারা হন্ডার বাইক পছন্দ করেন তাদের জন্য বিরাট সুখবর! গ্রাহকদের জন্য সুখবর নিয়ে আসতে পছন্দ করেন বিভিন্ন বিক্রেতা সংস্থা। গত কয়েক বছরে নানা অফার কিংবা এক্সচেঞ্জে সুবিধের সংক্রান্ত বিভিন্ন আপডেট দিয়ে একই পর এক চমক দিয়েছে বাইক কোম্পানিগুলো।
আমরা আপনাদেরকে আজকে জানাতে চাই হন্ডার আপডেট কারণ সেখানে একদিকে যেমন কম দামে বাইক কেনার সুযোগ অন্যদিকে আবার ১০ বছরের ওয়ারেন্টি পাওয়ার অফার দিচ্ছে আপনাকে কোম্পানি।
তাহলে কোন কোন রাজ্যে বিশেষ বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে এবং কিভাবে আপনার পুরনো গাড়ি বদল করতে পারবেন আপনি সেই সংক্রান্ত আপডেট জানতে সম্পূর্ণ পড়ুন এই প্রতিবেদন।
হন্ডা বাইকের ১০ বছরের ওয়ারেন্টি:
আপনাকে জানাতে চাইবো যে হন্ডা সাইন এই প্রজন্মের কাছে খুব প্রিয় বাইক। এই বাইকের স্পেসিফিকেশন থেকে শুরু করে লুক সবটাই নজর কাড়তে পারে। আপনি যদি এই কমিউটার বাইক কিনতে চান তাহলে কোম্পানির তরফ থেকে পাবেন টানা ১০ বছরের ওয়ারেন্টি।
সেই সংক্রান্ত আপডেট নিয়ে একাধিক রাজ্যে বিশেষ দামের ঘোষণা করল সংস্থা। আপনাকে জানিয়ে দিতে চাইবো নতুন লঞ্চ হওয়া কমিউটার মোটরবাইক হন্ডা সাইনের উপর এই ওয়ারেন্টি দিচ্ছে জাপানি সংস্থা। ভাবতে পারছেন একটা গাড়িতে দু’বছর কী পাঁচ বছর নয় একেবারে দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাওয়ার সুযোগ।
100 সিসির বাইক হন্ডা সাইন:
মানে নতুন লঞ্চ হওয়া মডেলে তিনবছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি আরো সাত বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার । সেক্ষেত্রে ‘100 সিসির হন্ডা বাইক সাইনে‘ এই সুবিধা পাবেন ক্রেতারা। এই গাড়ি যখন প্রথম লঞ্চ হয় যখন তখন এটিতে 6 বছর ওয়ারেন্টি দেওয়ার কথা জানিয়েছিল হন্ডা।
আরো পড়ুন – Vespa Scooter Price: ভেসপা লঞ্চ করল 125 এবং 150 সিসির দুর্দান্ত লুকের দুটি স্কুটার! দাম কত?
এক লাফে সেই মেয়াদ অনেকটা বেড়ে গেল। মাথায় রাখবেন অন্য কোন কোম্পানি বা এই কোম্পানির অন্য কোন মডেলের কিন্তু এত বড় সুযোগ আগে মেলেনি। আরো একটা চমক আছে। ওয়ারেন্টি যেমন বাড়ানো হয়েছে পাশাপাশি একাধিক রাজ্যে বাইকের দামে বাড়তি ২০০০ টাকার ছাড় দেওয়ার কথাও জানিয়েছে হন্ডা। এবার সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট করা যাক।
হন্ডা সাইন 100 এর এক্স-শোরুম দাম:
দেখুন হন্ডা সাইন 100 এর এক্স-শোরুম দাম 64,900 টাকা যার উপর কোন রকমের শর্ত ছাড়াই ২০০০ টাকা ছাড় পাবেন ফলে আপনার জন্য সঞ্চয় করার সুযোগ। এবার দেখে নেয়া যাক কোথায় কোথায় এই সুবিধা আছে।
আরো পড়ুন – Yamaha MT-15: ইয়ামাহা বাইক নিয়ে নস্টালজিয়া? এবার Yamaha গাড়ির নতুন অফার!
কোম্পানি তরফে বলা হয়েছে তিনটি বড় রাজ্যে এই সুবিধা পাওয়া যাবে, সেগুলো হলো রাজস্থান, উত্তর প্রদেশ এবং বিহার । আপনারা সকলেই জানেন ভারতের উচ্চ প্রতিযোগিতামূলক কমিউটার বাইকের বাজারে গত মার্চ মাসে আসে হন্ডা সাইন 100।
কম টাকা খরচ করবেন অথচ রাইডাররা দুর্দান্ত মাইলেজ পাবেন সেই আশা নিয়ে এই বাইক নিয়ে আসে হন্ডা। মোটরসাইকেলটি প্রতি লিটারে ৬৫ কিমির বেশি মাইলেজ দিতে সক্ষম। বাইকের ইঞ্জিন প্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে এতে 100 সিসি ফুয়েল ইনজেকটেড বিএস6 মোটর রয়েছে।
আরো পড়ুন – SUV গাড়ি Tata Punch: টাটা পাঞ্চের ইলেকট্রিক ভার্সন বাজারে আসছে সে কথা জানেন?
আর এর সঙ্গে 4 স্পিড ম্যানুয়াল গিয়ার। সর্বোচ্চ 7.28 ব্রেক হর্সপাওয়ার তৈরি হয়। বাইকের কার্ব ওয়েট 99 কেজি ।দু চাকাতেই ড্রাম ব্রেক রয়েছে।