Breaking Bharat: সেতুর ওপর দাবার বোর্ড! অর্থাৎ ‘চেন্নাইয়ের নেপিয়ার ব্রিজ’ দেখলে মনে হচ্ছে ‘দাবা খেলার বোর্ড’। যত সময় যাচ্ছে মানুষ তার চিন্তা-ভাবনা নিয়ে তত বেশি করে উন্নত হয়ে উঠছে সমাজের বুকে।
একটার পর একটা আবিষ্কারের নেশায় এমন কিছু কাজ মানুষ করছে যা হয়তো কয়েক বছর বা কয়েক দর্শক আগে পর্যন্ত কল্পনাতেও আনা যেত না। অথচ সবটা আজ সত্যি হয়ে দাঁড়িয়েছে। সভ্যতা কি এগিয়ে নিয়ে যেতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো যোগাযোগ ব্যবস্থাকে মজবুত করা।
চেন্নাইয়ের সেতু এবার সাদাকালো দাবার বোর্ড:
যারা রাজ্য তথা দেশ শাসন করে এসেছেন তারা প্রত্যেকেই এই দিকে সব থেকে বেশি নজর দিয়েছেন। একশন থেকে অন্য স্থানের যাওয়ার জন্য দুর্গম স্থান সেটা জঙ্গল হোক বা নদী তার ওপর দিয়ে তৈরি হয়েছে সেতু যাতে কম সময়ে এবং বাধাহীন ভাবে পৌঁছে যাওয়া যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
হয়তো ভাবছেন সেতু নিয়ে কেন কথা? কারণটা স্পষ্ট চেন্নাইয়ের যে সেতুর কথা বলছি আমরা সেটা দেখলে অবাক হয়ে যাবেন আপনি।
রঙিন জীবনের ব্যস্ততায় একটু থমকে দাঁড়াতে হলে সাদাকালো জেব্রা ক্রসিং এর কথা মনে পড়ে কি? তাহলে এবার সাদাকালো দাবার বোর্ডের কথাও ভাবতে পারেন। কারণ চেন্নাইয়ের নেপিয়ার সেতু নিয়ে এত আলোচনা এই স্পেশাল ডিজাইনের জন্য (Chennai’s bridge is now a black and white chess board)।
দাবা খেলার বোর্ড, যেন লেগেছে দাবা খেলার রং:
এমন ভাবে তৈরি হয়েছে একটা সেতু দূর থেকে দেখলে মনে হবে যেন দাবা খেলার বোর্ড। সম্প্রতি নেপিয়ার সেতুর নতুন সাজের নানা ধরনের ভিডিও ট্যুইট করেছেন তামিলনাড়ুর পরিবেশ ও বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাউ। এরপর থেকেই আলোচনা, সমালোচনা এবং বিশ্লেষণ শুরু হয়েছে।
আরো পড়ুন – Kambala festival : কর্ণাটকের কাম্বালা খেলা জানেন? কৃষকরা শুধু কৃষিকাজই করেন না, খেলতেও জানেন!
সকলেই জানেন দাবা ভারতের প্রাচীন খেলা। এই খেলার জন্ম হয়েছে ভারতবর্ষে। দাবা খেলার রাজধানী বললে চেন্নাই এর কথাই সবার আগে উঠে আসবে। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস এচেক্সের ৪৪ তম দাবা অলিম্পিয়াডের জন্য শহরের ভোল বদলে গেছে। চারিদিকে লেগেছে দাবা খেলার রং।
নেপিয়ার সেতু চেন্নাইয়ের কুভম নদীর উপর নির্মিত:
যারা ইতিহাস নিয়ে গবেষণা করতে ভালোবাসেন তাদের কাছ থেকে এই সেতু নিজেকে লুকিয়ে রাখতে পারেনি। পুরনো কালের এমন অনেক জিনিস ইতিহাসবিদরা আমাদের সামনে তুলে ধরেন যা আমরা আগে কল্পনা করতে পারি না। কিন্তু আজকাল এমন কিছু ভাস্কর্য বা স্থাপত্য তৈরি হয়েছে যা অভিনব তে চমকে দিচ্ছে দেশ এবং বিশ্বকে।
আরো পড়ুন – Haridwar : তীর্থ ভ্রমণে গিয়ে টাকার চিন্তা! এবার হরিদ্বার গেলে থাকা খাওয়ার কোন খরচ লাগবে না!
তেমনই এই সেতু। এক দুর্দান্ত সুন্দর শিল্পকলা নিদর্শন হয়ে উঠেছে এই কীর্তি। নেপিয়ার সেতু চেন্নাইয়ের কুভম নদীর উপর নির্মিত হয়েছে (Napier Bridge is built over the Coovum River in Chennai)। সেন্ট জর্জ দুর্গ এবং মেরিনা বিচকে যুক্ত করেছে এই নেপিয়ার সেতু । চেন্নাইয়ের তৎকালীন মাদ্রাজের গভর্নর ফ্রান্সিস নেপিয়ার নামেই ১৮৬৯ সালে নির্মিত সেতুটির নামকরণ হয়। সেতুর দৈর্ঘ্য ১৩৮ মিটার।
আরো পড়ুন – যৌন সুখ পেতে ‘মেয়েদের ভাইব্রেটর ব্যবহার’ ডাক্তার বলছেন ভাইব্রেটর ব্যবহার করতে?
১৯৯৯ সালে সেতুটি নির্মাণে কিছু পরিবর্তন আনা হয়েছিল। এতে রয়েছে ৬টি ধনুকের মতো স্ট্রিং এবং প্রায় ২ মিটার চওড়া ফুটপাথ। সেতু দেখে মুগ্ধ হয়েছেন ফিল্মস্টার থেকে শুরু করে বিখ্যাত সংগীত পরিচালকরা। তবে অনেকে সমালোচনা করেছেন।
বাবার বৌদির মত সেতুটি কে তৈরি করায় আর সুন্দর আলোকসজ্জার মাধ্যমে সবসময় সাজিয়ে রাখার ফলে রাতের দিকে গাড়ি চালকদের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এমনটাই মনে করছেন অনেকে। সে ক্ষেত্রে দুর্ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।
আরো পড়ুন – Sri Ramachandra : জানেন ভারতের কিছু পবিত্র তীর্থে স্বয়ং উপবিষ্ট হয়েছিলেন শ্রীরামচন্দ্র?
তবে নিঃসন্দেহে দর্শনীয় এক জায়গার মধ্যে চেন্নাইয়ের এই সেতু যে যথেষ্ট নজর কাড়ছে পর্যটকদের সেটা বলাই বাহুল্য (Napier Bridge in Chennai)।