Breaking Bharat: নিজের ক্যান্সার লুকিয়ে ‘অমিতাভ বচ্চনকে টেক্কা দিয়েছিলেন বিনোদ খান্না’ (Vinod Khanna)! জানেন? কেনই বা সন্ন্যাস জীবন বেছে নিলেন বিনোদ? ‘বিনোদ খান্নার’ শেষ বয়সে মর্মান্তিক পরিণতি কি হয়েছিল? বিনোদ খান্নার জীবনী! যা জানলে আপনার চোখে জল আনবে।
বলিউড মানেই সুপারস্টার আর মেগাস্টারদের দাপট। প্রতি শুক্রবারের বক্স অফিস রিপোর্ট বদলে দেয় একেক জন তারকার ভাগ্য। কেউ উঠে যায় খ্যাতির শিখরে কেউবা মাটিতে মিশে যায়। আর কিছুজনের সারাজীবন ধরে লড়াই চলতে থাকে।
বিনোদ খান্নার জীবনী! আপনার চোখে জল আনবে:
এই অভিনেতার কথাও সেই প্রসঙ্গে সবার আগে উল্লেখ করা দরকার। সুদর্শন সুপুরুষ অভিনেতা দেড়শও বেশি ছবিতে অভিনয় করেছেন। আর সব থেকে বড় কথা চরম প্রতিদ্বন্দ্বী ‘অমিতাভ বচ্চনকে‘ টক্কর দিয়েছেন সমানে সমানে। “অমর আকবর এন্টনি”র অমর অর্থাৎ বিনোদ খান্নার কথাই বলছি আমরা।
দাঁতে দাঁত চেপে লড়াই আবার সাফল্যের শিখরে পৌঁছে অনাবিল হাসি সবটাই ঘটেছে, সুপারস্টার মেগা স্টার বিনোদ খান্নার (Vinod Khanna) জীবনকালে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ বহু বছর পরেও স্মৃতির পাতায় অমলিন সেই নাম।
বিনোদ খান্না কেন সন্ন্যাস নিয়েছিল?
চূড়ান্ত রোমান্টিক সিনেমা করার পর কি পরিমান একাকিত্বে ভুগতে পারেন একজন মানুষ সেটা বোধহয় বিনোদ খান্না কে না দেখলে বোঝা মুশকিল। তার মায়ের মৃত্যুর পর ভীষণভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ঘুরে দাঁড়াবার মতো সামর্থ্য ছিল না। সন্ন্যাস গ্রহণ করে সব ছেড়ে আমেরিকাতে চলে গিয়েছিলেন।
সেই সময় টয়লেট ক্লিনার হিসেবেও কাজ করেছেন এই অভিনেতা। ভাবতে পারছেন অভিনেতা এই কাজ করছেন বিদেশী গিয়ে? স্ত্রীর সঙ্গে সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে এবং বৈবাহিক বিচ্ছেদ হয় ঠিক এই সময়টাতেই। ১৯৯০ সালে ভারতে ফিরে ফের বিয়ে করেন (vinod khanna family)।
‘বিনোদ খান্নার’ শেষ বয়সে মর্মান্তিক পরিণতি:
অজস্র হিট ছবি উপহার দিয়েছেন, একের পর এক বলিউড নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন। প্রায় ১৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন যার অধিকাংশই সুপার-ডুপার হিট। তবু লড়াই যেন বেশি দিন চলল না। ক্যান্সার আক্রান্ত হয়ে পড়লেন। তবে কাউকে সেই বিষয়ে ঘুনাক্ষরেও টের পেতে দেননি।
আরো পড়ুন – দাদার কীর্তি! মাধুরী দীক্ষিতের সঙ্গে অভিনয় করেছিলেন তাপস পাল?
অসম্ভব যন্ত্রণাকে নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলেন তিনি পরিবারের উপর এতটুকু আঁচ পড়তে দেন নি ‘অভিনেতা বিনোদ খান্না‘। হয়তো ভাগ্যবিধাতার সামনে প্রমাণ করছিলেন তিনি কত বড় একজন অ্যাক্টর। শেষে তার মেয়ের চিকিৎসা করাতে গিয়ে তার রোগের কথা প্রকাশে আসে। জানা যায় দীর্ঘ প্রায় ছয় বছর ধরে এই রোগ লুকিয়ে তিনি কাজ করছিলেন (vinod khanna death reason)।
আরো পড়ুন – বলিউড স্টারদের লাইফস্টাইল সম্পর্কে জানেন কি? প্রেম হোক বা যৌনতা সবেতেই লাইমলাইটে তারা!
আসলেই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হবেন, কিন্তু হয়ে গেলেন অভিনেতা। তবে চুটিয়ে ব্যাটিং করেছেন বলিউডের পিচে সে কথা বলাই বাহুল্য। অভিনেতা হওয়ার জন্য বাড়ি থেকে মাত্র দু বছরের সময় ছিল তার মধ্যে নিজেকে প্রমাণ করেছিলেন
আরো পড়ুন – বিনোদ খান্না। Neelakurinji: নীলকুরিঞ্জি! যে ফুল ১২ বছরে একবার ফোটে, এমন ফুল সম্পর্কে জানেন কি?
কলেজে পড়ার সময় থেকেই ছিল থিয়েটারের প্রতি ভালোবাসা। শেষের দিকে জার্মানিতে গিয়ে তার চিকিৎসা করানো হলেও ভবিতব্য কে আটকানো যায়নি। দাবাং ছবির চুলবুল পান্ডের বাবা সকলকে ছেড়ে চলে গেলেন। রেখে গেলে নজস্র স্মৃতি আর তার সিনেমা কীর্তি।
আরো পড়ুন – রাতে ঘুমের মধ্যে কাশি আসে? আসলে ‘রাতের কাশি ঘুমের দফারফা’ করে দেয়। কিন্তু এর কারণ কী?
সাত এবং আটের দশকে যেভাবে অমিতাভ বচ্চনের মতো অভিনেতাকে টক্কর দিয়েছিলেন তিনি তার জন্য বলিউড তাকে চিরকাল কুর্নিশ জানায়।