Motorola Edge+2023! মটোরোলা স্মার্টফোনে সেলফি ক্যামেরাতে ৬০ মেগাপিক্সেল! ভাবা যায়? তাহলে ভাবতে পারেন বাজারে এসে গেল ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা! এবার আরো আধুনিক হয়ে উঠুন আপনিও কারণ জনপ্রিয় মোবাইল কোম্পানি Motorola বাজারে এবার নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক স্মার্টফোন।
স্মার্টফোন বাজারে আসার পর থেকে ক্যামেরার চাহিদা কমেছে। লেন্স এখন যেভাবে মুঠোফোনে বন্দী হয়েছে তাতে যে কোন মুহূর্তই সহজে যে কোন মানুষের লেন্স বন্দি হয়ে যাচ্ছে অতি দ্রুত। আগে মোবাইলের ব্যাক ক্যামেরা নিয়ে প্রশ্ন ছিল সেটা কত মেগাপিক্সেল তা জানতে হইচই পড়ে যেত।
কিন্তু সেলফি শব্দটা আসার পর সমীকরণটাই বদলে গেছে। মানুষ এখন অন্যের ছবি কম আর নিজের ছবি বেশি তোলেন। ঠিক সেই কারণে স্মার্টফোন কোম্পানিগুলো সেলফি ক্যামেরার দিকে একটু বিশেষ নজর দিচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র-সহ নির্বাচিত কয়েকটি দেশের বাজারে Motorola Edge+ (২০২৩) লঞ্চ করা হয়েছে। এই ফোনের বিশেষত্ব হলো এতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আপনি হয়তো জানলে অবাক হবেন যে এতে ১৬৫Hz পোলেড ডিসপ্লে এবং ৬৮W ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচার দেওয়া হয়েছে।
Motorola Edge+ (২০২৩) ফোনের ফিচার:
- তাহলে চলুন দেরি না করে এই নতুন মটোরোলা ফোনের কয়েকটা ফিচার আপনাদের জানিয়ে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রে Motorola Edge+ (২০২৩)-এর ৮ GB + ৫১২ GB ভ্যারিয়েন্ট মডেলের দাম রাখা হয়েছে ৭৯৯.৯৯ ডলার। মানে ভারতীয় মুদ্রায় এর দাম দাঁড়ায় ৪৮,৫০০ টাকা (Motorola edge 2023 price in india)।
- Motorola Edge+ (২০২৩) ব্ল্যাক শেড ভ্যারিয়েন্টে চালু করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে জানা গিয়েছে যে ২৫ মে থেকে Motorola Edge+ (২০২৩) স্মার্টফোনের বিক্রি শুরু হবে। যদিও ভারতে এই ফোন লঞ্চ করা হবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না।
আরো পড়ুন – ONDC: জলে দরে খাবার পেতে চান? ওএনডিসি ফুড অর্ডারে মিলছে দারুন ছাড়!
- এই ফোনে রয়েছে Android ১৩ ভিত্তিক MyUX, ১,৩০০ nits পিক ব্রাইটনেস এবং ১৬৫ Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের কথা তো আগেই বলেছি। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হল ফটোগ্রাফির জন্য এই ফোন আপনার প্রথম পছন্দ হতে চলেছে।
- কারণ এতে একটি ৫০ MP প্রাথমিক ক্যামেরা, ৫০ MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১২ MP পোর্ট্রেট ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি ৬০ MP ক্যামেরা রয়েছে। Motorola Edge+ (২০২৩) ফোনের মেমোরি ৫১২ GB। এই ফোনটি P68 রেটেড।
আরো পড়ুন – স্প্যাম ফোন কলে জেরবার? WhatsApp এর স্প্যাম কল থেকে মুক্তি দেবে Truecaller
- তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এর দামের সঙ্গে ফিচার কে মানানসই করে তোলার চেষ্টা করেছে মোবাইল কোম্পানি। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সঙ্গে আবার ১৫W ওয়্যারলেস চার্জিং ব্যবহার করা হয়েছে।
- আধুনিক প্রযুক্তির কথা মাথায় রেখে কানেকটিভিটির দিক থেকে এতে 5G, 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax/k/v/r, Bluetooth 5.3, GPS/ A-GPS, LTEPP, SUPL, Glonass, Galileo অন্তর্ভুক্ত রয়েছে , এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট রাখা হয়েছে।
আরো পড়ুন – গুগল পিক্সেল 7a ফোনে এক চার্জেই ৭২ ঘন্টা নিশ্চিন্ত! গুগল ফোনের মূল বৈশিষ্ট্য কী কী?
তাহলে বুঝলেন তো এই ফোনটা আগামী প্রজন্মের জন্য এবং এই প্রজন্মের তরুণদের জন্য কতটা আকর্ষণীয় হতে চলেছে। এই ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজে।