Motion Sickness : গাড়ি চললেই বমি বমি ভাব! যাত্রাকালে বমি ভাব বা অস্বস্তি তৈরি হয়? উপায় কি?এখানে ওখানে যেতে বাস বা গাড়ি চড়তে হয়? খুব স্বাভাবিক, কিন্তু সমস্যা কোথায়? গাড়ি চললেই বমি বমি ভাব কেন? আর এর থেকেই বমি ভাব বা অস্বস্তি তৈরি হয় যাত্রাকালে (Nausea while driving)।
এক জায়গা থেকে অন্য স্থানে যেতে এখন গাড়ি না চড়ে উপায় নেই। একটা সময় ছিল যখন মাইলের পর মাইল মানুষ হেঁটে যাতায়াত করতেন। আজকাল সেই সুযোগ বা সময় কোনটাই নেই। অগত্যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গাড়ি চড়তেই হয়।
তাছাড়া দূরে কোথাও যেতে হলে তখন তো গাড়িতে না চড়ে বসলে আপনার যাওয়ার কোন উপায় থাকবে না। আর এখানেই সমস্যা। সমস্যার বৈজ্ঞানিক নাম মোশন সিকনেস (Motion Sickness)। এই রোগে কমবেশি প্রত্যেকেই আক্রান্ত হন। দীর্ঘস্থায়ী হলে বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। আর এর থেকেই বমি ভাব বা অস্বস্তি তৈরি হয় যাত্রাকালে (Nausea or discomfort)।
আমাদেরই সঙ্গে প্রতিমুহূর্তে যা ঘটে তার সবটাই মস্তিষ্ক দ্বারা পরিচালিত। এই যে আমরা গাড়ি করে যাই তখন মাথা বা ব্রেন বুঝিয়ে দেয় যে আমরা চলমান গতিতে আছি। এই ভাবনার সঙ্গে যদি অন্য কোন ভাবনার দ্বন্দ্ব তৈরি হয় তখনই শুরু হয়ে যায় বিভ্রান্তি।
আর সেখান থেকেই মোশন সিকনেস শুরু। এটা একটু উদাহরণ দিয়ে বললে আপনার বুঝতে সুবিধা হবে। ধরে নিন আপনার যাত্রাকালে আপনার সঙ্গে দুজন আছেন একজন অন্তঃকর্ণ অপরজন চোখ। আপনি যখন গাড়ি করে কোথাও যান এরা দুজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে।
আর এদের মধ্যে যদি বোঝাপড়া ঠিক না হয় তাহলে ফল ভুগতে হয় আপনাকে মানে, বমি শুরু। ধরুন আপনি গাড়িতে উঠে বসলেন কোনও একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে গাড়ি চলতে শুরু করল। আপনি আরাম করে নিজের জায়গায় বসে আছেন।
এরপর আপনার অন্তঃকর্ণ মস্তিষ্ককে আপনার চলমান অবস্থার কথা জানিয়ে দিল। কই না তো চারপাশে সবাই তো বসে আছি মানে স্থির আছি। বেশ মাথা গেল ঘেঁটে। মস্তিষ্কে বিভ্রান্তি তৈরি হয়। এই চোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার নাম ” মোশন সিকনেস”।
এ অবস্থার কারণেই মূলত বমি হয় (Vomiting occurs)। অনেকের বলেন অন্য কোন কাজ করলে? মানে মনটা অন্যদিকে রাখলে এই ভাবনা দূরে চলে যায়। কিন্তু আপনি যতই মনোনিবেশ করে অন্য কিছুতে নিজেকে যুক্তি রাখার চেষ্টা করুন না কেন চোখ আর কানের এই কথোপকথন মস্তিষ্কের কাছে গিয়ে পৌঁছবেই।
আরো পড়ুন- Chhau Dancer : আমি নৃত্য প্রেমী! নাচ দেখতে ভালোবাসি, কিন্তু ছৌ নৃত্যশিল্পীদের ব্যাপারে জানতে চাই?
অনেক ক্ষেত্রে যদি বিষয়টা আপনার অভ্যাসের মতো হয়ে যায় তাহলে এই সমস্যা থেকে রেহাই মিলতে পারে। আবার অনেক ক্ষেত্রে যদি গল্প আড্ডার মধ্যে আপনার চোখ আর কান ব্যস্ত থাকে, কথোপকথনের মধ্যে থাকে, তাহলে পরিস্থিতি নিয়ে আলাদা করে ভাবার সময় তারা পাবে না ।
আরো পড়ুন- Ila Majumder : মহিলা ইঞ্জিনিয়ার কেন নয়? ইলা মজুমদার, তিনিই ছিলেন বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার
ফলে মস্তিষ্কের কাছেও সেই বার্তা যাবে না আর আপনি দেখবেন গল্প করতে করতে অনেকটা দূর চলে এসেছেন কিন্তু মোশন সিকনেস হয়নি।
আরো পড়ুন- শ্রেষ্ঠ বাঙালি নারীর তালিকা! সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় নারী। সর্বকালের শ্রেষ্ঠ কোন নারীরা ?
তবে শুধুমাত্র এই কারণেই যে বমি হচ্ছে এমনটা নাও হতে পারে। অনেক ক্ষেত্রে হজমের সমস্যা থেকে অ্যাসিডিটি হলে তাহলেও বমি হওয়ার সম্ভাবনা (Possibility of vomiting) থেকে যায়।