Breaking Bharat: পৃথিবীজুড়ে ধনী-গরিবের বৈচিত্র। তবে এক জায়গায় সংখ্যা বেশি কেন? কোন সেই জায়গা ? আর সেখানেই মানুষ ধনী হন কী করে ?
কেউ বলেন “এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি সবই সত্যি।” আবার কেউ গান, “কতই রঙ্গ দেখি দুনিয়ায়।” তবে যাই বলুন জীবনের অন্যতম একটা উদ্দেশ্য বা লক্ষ্য হল পকেটে টাকা থাকা মানে ধনী হওয়া। এতে খারাপ কিছু নেই তবে এই বিষয়টা পেতে হলে খারাপ পথ অবলম্বন করাটাই খারাপ। অনেকে বলেন ভারত বর্ষ গরিবের দেশ। তাহলে বড়লোক বলবেন কাকে ? এইযে “মোনাকো”কে। আজ এই ধনী দেশ নিয়ে কথা, এখানে সবাই ধনী (Most people are rich)। কী কান্ড!
মোনাকো তে এত পরিমাণে ধনী মানুষ কী করে থাকেন?
এটি হল ট্যাক্স হেভেন। ছোট্ট একটা রাষ্ট্র। এখানে পৃথিবীর সবচেয়ে বড় পুলিশ বাহিনী আছে। জুয়া খেলার আদর্শ জায়গা। কিন্তু দেশের নাগরিকরা ক্যাসিনো ব্যবহার করতে পারেন না। অথচ লাখপতি কোটিপতি মানুষ এখানেই থাকেন। এখানে কিন্তু কোন গণতন্ত্র নেই মানে রাজনীতির গন্ধ নেই। আছে রাজার নীতি মানে রাজতন্ত্র। পৃথিবীর আবর্তন ধনী ব্যক্তিরা এখানে আসেন,। সম্পত্তি কেনেন। এত মিলিয়নিয়ার বিলিয়নিয়ারের আসা-যাওয়ায় দেশের জিনিসপত্র বিশেষ করে রিয়েল এস্টেট-এর দাম আকাশছোঁয়া।
আচ্ছা সাধারণ অ্যাপার্টমেন্টের দাম কত হতে পারে ?
আচ্ছা দাঁড়ান, এখানকার সাধারণ একটি অ্যাপার্টমেন্টে দামের কথা বলি। তারপর না হয় ক্যালকুলেটর বের করে হিসেব করবেন, যদি অবশ্য তাতে হিসেব করা যায়। সাধারণ মানের একটি অ্যাপার্টমেন্টের দাম মোনাকোতে প্রায় ৩০০ কোটি। বিষম খেয়ে গেলেন নাকি ? পৃথিবীর সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট এখানেই আছে, দাম জানতে চান? ৩ হাজার ৯২ কোটি টাকা।
আসলেই এই দেশের ট্যাক্স হেভেন হওয়াটা খুব কাজে দিয়েছে। ইউরোপে ট্যাক্স রেট অত্যন্ত বেশি। বিভিন্ন কোম্পানি এক্স এর হাত থেকে বাঁচতে এই দেশে মোনাকোতে নিজের কোম্পানিকে রেজিস্টার করে। ইউরোপের সব ধনীরা ট্যাক্স থেকে বাঁচতে তাই পাড়ি জমায় মোনাকোতে। বড় বড় ধনী ব্যক্তিরা এই দেশে পাড়ি জমায় (Big rich people migrated to this country) নিজের সম্পদ নিয়ে।
আরো পড়ুন- শুধু জল খাওয়ার জন্যই কি পুকুর খনন? তাও আবার খাস কলকাতার বুকে?
ফলে এই ছোট দেশটিতে অতি অল্প জনসংখ্যায় বহু ধনী ব্যক্তির যাতায়াত লেগেই আছে। আসলে যারা ব্যবসা করেন তারা সবসময়ই কর ফাঁকি দিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধির দিকে ঝুঁকবেন- এটাই ইতিহাস দেখিয়েছে। তাই যে দেশে যেটা বেশি সেই দেশে সেটা না করে, যেখানে কম সেই জায়গার উপর দিয়ে চালিয়ে দেবার একটা প্রবনতা আছে। এই ব্যাপারে একটা মজার উদাহরণ দেওয়া যাক ,একটু মন দিয়ে পড়বেন।
আরো পড়ুন- Kohinoor Diamond: অভিশপ্ত কোহিনূর! ইতিহাস সমৃদ্ধ এই হীরের গায়ে কেন এই কলঙ্ক?
ধরুন একটা লোকের কোম্পানি আছে লুক্সেমবার্গে কারণ লুক্সেমবার্গ এ কর্পোরেট ট্যাক্স নেই। কিন্তু তার বসবাস দুবাইতে কারণ লুক্সেমবার্গ এ ইনকাম ট্যাক্স আছে,যেটা দুবাইতে নেই।,আবার তিনি সম্পত্তি মানে বাড়ি গাড়ি কেনার সময় সিঙ্গাপুরকে (Singapore) বেছে নেন, কেন? কারণ দুবাইয়ে সম্পত্তির যিনি অ্যাসেট ট্যাক্স দিতে হয় কিন্তু সিঙ্গাপুরে সেই নিয়ম নেই।
আরো পড়ুন- একা একলা জীবন কাটানোর কী কী সুবিধা ও অসুবিধা আছে ? Breaking Bharat
বুঝলেন তাহলে কত বড় খেলা চলে বিশ্ব জুড়ে। এই তালিকায় এলেন মাস্ক থেকে শুরু করে আর কারা যে আছেন, সম্পূর্ন তালিকাটা আপনার সামনে রাখলে চক্ষুচড়কগাছ হয়ে যাবে।
ভাববেন এত কিছু সম্ভব? আমরা তো তেল ঝাল নুন আর ছুটির দিনে বাইরের খাওয়া, বড় ছুটিতে ঘুরতে যাওয়ার মাঝেই আছি। কিন্তু গুপি বাঘার কথার রেশ ধরে যে বলতে হয়, “দুনিয়ার কত আছে কী দেখার, কত কী জানার, কত কী বোঝার”