Mobile Network: কাজের সময় যখন তখন মোবাইলের নেটওয়ার্ক উড়ে যাওয়া নিয়ে সমস্যায় রয়েছেন? হাতের কাছেই রয়েছে সমাধান!
আজকালকার দিনে মোবাইল ফোনে কাজ করার প্রবণতা অনেকটা বেড়েছে। শুধু যে অফিশিয়াল ইমেইল চেক করা তা নয়, এখন ভিডিও এডিট থেকে শুরু করে অডিও রেকর্ডিং কিংবা নিজের অফিসিয়াল সাইটে প্রয়োজনীয় তথ্য বা ডেটা আপলোড থেকে আপডেট সবটাই হয় মোবাইলের মাধ্যমে।
বাসে ট্রামে রাস্তায় সবসময় ল্যাপটপ নিয়ে কাজ করা যায় না। অথচ প্রয়োজনীয় কাজটা ফেলে রাখলে বসের কাছ থেকে বকুনি শুনতে হবে। মোবাইলে সেই কাজ সেরে ফেলতে চান সকলে। কিন্তু কাজ করতে করতে বা প্রয়োজনীয় কথা বলতে বলতে যদি ঘনঘন নেটওয়ার্ক উড়ে যায় তাহলে তো মহা সমস্যা।
সব কিছু তো আর ড্যাশবোর্ডে সেভ করা থাকে না। তাহলে উপায়? নতুন করে আবার খাটুনি। ইন্টারনেটের এই সমস্যার কারণে বিপাকে পড়তে হয় অনেককেই। বেশ কিছু টিপস মানুন, দেখবেন নেটের স্পিড তড়তড়িয়ে দৌড়াচ্ছে।
মোবাইলে ইন্টারনেট সমস্যা নতুন কিছু নয়। আগে মানুষ এই ধরনের সমস্যার ক্ষেত্রে ফোন রিস্টার্ট করতেন, বা অনেক সময় ব্যাটারি খুলে রেখে খানিকক্ষণ বাইরে রাখতেন ফোনটা। ইদানিংকালে ফোনের মেকানিজম একটু অন্যরকম হয়। তবে নেটওয়ার্ক যদি কোনোভাবেই না মেলে তাহলে প্রাথমিকভাবেই ফোন থেকে সিম বের করতে হবে এবং নতুন করে আবার ইনসার্ট করতে হবে।
অনেক ক্ষেত্রে এই কাজটা করলে নেটওয়ার্ক ফিরে আসে। দেখবেন বাইরে ঘুরতে বেড়াতে গেলে অনেক সময় দেখা যায় বেশ কিছু জায়গায় গিয়ে নেটওয়ার্ক চলে যাচ্ছে। তখন না পারা যায় কারো সঙ্গে যোগাযোগ করতে আর না হয় অন্য কোনও কাজ।
আরো পড়ুন – iPhone 16 features: আপনি কি iphone 16 কেনার কথা ভাবছেন? তাহলে পুজোর আগেই সুখবর!
এরকম সমস্যার ক্ষেত্রে আপনার স্মার্টফোনের ফ্লাইট মোড অন করুন। কিছুক্ষণ পর অফ করে দিন। দেখবেন নতুন নেটওয়ার্কে সিগন্যাল ভাল পাওয়া যাবে। সাধারণত জানলার ধারে বা খোলা জায়গায় ভালো নেটওয়ার্ক মেলে। কিন্তু যদি তাতেও কাজ না হয় তাহলে ফোনের নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক রিসেট করুন।
আরো পড়ুন – ভাইরাল উরফি জাভেদের জীবনযাত্রা নিয়ে কৌতুহল আছে? কত টাকা উপার্জন করেন মডেল?
এই প্রসঙ্গে বলে রাখা দরকার উপরে উল্লেখিত সবকটা পদ্ধতি অবলম্বন করার পরও যদি দেখেন নেটওয়ার্ক খুব দুর্বল, তবে অন্য নেটওয়ার্কে সুইচ করুন। যেমন LTE থেকে 3G বা WiFi নেটওয়ার্কে সুইচ করুন। অনেক ক্ষেত্রে দেখা গেছে মোবাইল নেট সফটওয়্যার আপডেট না করা থাকলে সমস্যা হয়। তাই যখনই আপডেট নোটিফিকেশন আসবে দেরি না করে সেই কাজটি করে ফেলুন।
মোবাইলে নেটওয়ার্ক সেটিং ব্যান্ড ঠিক করতে ফোনের সেটিংয়ে অপশনে যান, ম্যানুয়াল ৩জি, ৪জি বা ৫জি নেটওয়ার্ক সিলেক্ট করুন। আশা করি এই পদ্ধতি গুলোও আপনার জন্য কার্যকরী হবে।