Breaking Bharat: সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিশ্চয়ই দেখেন আপনাকে কেমন দেখতে লাগছে ? কিন্তু তার জন্য তো ঘরে একটা আয়না দরকার। যদি সেটা না থাকে তাহলে কী করবেন? চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক।
আসলে আয়নার ব্যবহার (use of mirrors) চলে আসছে সেই মেসোপটেমিয়া যুগ থেকেই। তখন হয়তো এখনকার মত এত স্বচ্ছ সুদর্শন আয়না পাওয়া যেত না, কিন্তু একেবারেই আয়না পাওয়া যেত না একথা ভুল। জানা যায় ১৮৩৫ সালে জার্মানিতে প্রথমবারের মতো আধুনিক ‘সিলভার গ্লাস’ এর প্রচলন শুরু হয়, সেই থেকেই চলে আসছে আয়না।
আয়নাতে মুখ দেখবো না, বলতে পারবেন এ কথা?
কিন্তু ধরুন আয়না নেই মানে ওই নামে কোন বস্তুই জগতে নেই। তাহলে? কুছ পরোয়া নেহি বলে জলের উদাহরণ দেবেন তো? মানে বলবেন জলে মুখ দেখব, প্রতিবিম্ব সেখানেও তো পড়ে। কিন্তু বিষয়টা আয়না ও জলের নয় বিষয়টা প্রতিফলন এর। প্রতিফলন যদি না হয় তাহলে কোনও ভাবে আলোর বিচ্ছুরণ ঘটবে না। আমরা দেখতে পাব না নিজেদের ছবি বা প্রতিকৃতি।
তবে শুধুই কি নিজের মুখ আর রূপ দেখার জন্যই আয়না? আর কোন কাজ নেই তার? আধুনিক যানবাহন চলাচলে আয়নার প্রয়োজনীয়তা ভীষণ। ফ্যাশন (Fashion), ডিজাইন, ফটোগ্রাফি (Photography)ছাড়াও বৈজ্ঞানিক অনেক যন্ত্রাংশের একটা গুরুত্বপূর্ণ অবলম্বন এটি। তবু অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে দেখতে পছন্দ করেন না (Don’t like to see yourself) । মনে করেন তারা নিজেরা সবথেকে বেশি কুৎসিত। কিন্তু আসল কথা হলো রূপ মানুষের বাইরের একটা আচ্ছাদন মাত্র।
আরো পড়ুন- Tea shop: বাঙালি মানেই আড্ডা,হুল্লোড়, তবে চায়ের দোকানে আড্ডা স্পেশাল, কেন জানেন?
এর সাথে আসল মানুষটার কোনও সম্পর্ক নেই , যেটুকু যোগাযোগ সেটা মানসিক। মানুষ মনে করেন সে সুন্দর বা কুৎসিত এর কোন বাস্তব ভিত্তি নেই। কারণ সুন্দর বা খারাপ এই শব্দগুলো আপেক্ষিক মাত্র ধ্রুবক নয়।
আরো পড়ুন- Avoid these people: এই ধরনের মানুষদের কখনো পাত্তা দেওয়া উচিত নয়, কেন জানেন ?
ধরুন আপনার চোখে কোন একজন সুন্দর না সুন্দরী, অন্যের চোখে সেটা নাও হতে পারে। কুৎসিত বা খারাপ বিশেষণ এর ক্ষেত্রেও এই তত্ত্ব খাটে। কারণ এই বিশেষণগুলোর পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই।
আরো পড়ুন- Stop Spam call: বারবার স্প্যাম কল আসছে ? কী ব্যবস্থা নিয়েছেন? জানেন কারা করছে এই কাজ?
সবটাই মনের ধারণা। তাই শুধুমাত্র নিজেকে দেখতে পাবো কি পাবো না এই ভাবনার জন্য আয়নাকে বিচার করা বোধহয় ঠিক নয়। আবারো বলি এই প্রতিবেদনের মতামত লেখকের অত্যন্ত ব্যক্তিগত। আমরা কোনও কিছুকে সমর্থন বা কারো বিশ্বাসে আঘাত করছি না।