Uses of tea leaves: চা খাওয়ার পরে ‘চা পাতার’ কি হয়? ‘চায়ের পাতার ব্যবহার’ জানলে আপনি অবাক হবেন! চা খেয়ে প্রাণটা জুড়ায় তাই না? কিন্তু তারপর সেই চা পাতার কী হয়, আর খোঁজ নিয়ে দেখেছেন?
চা খেতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি। সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে জুড়িয়ে যায় যদি চা এসে হাজির হয়। আতিথে তাই হোক কিংবা নিজের ভালো থাকা বা রিফ্রেস মুড তৈরি করা সবেতেই চায়ের জুড়ি মেলা ভার।
চা খাওয়ার পরে ‘চায়ের পাতার’ কি হয়?
চা খাওয়ার স্বাদ টুকু মুখে এবং মনে লেগে থাকে ঠিকই কিন্তু আমাদের চা খাওয়ার পরে চায়ের পাতার কি হয় সেই নিয়ে কোন খোঁজ খবরও নিই না আমরা, আর পাতার পর পাতা কোনো খাতায় লেখা হয় না সেই নিয়ে। অথচ এর থেকেও নানা উপকারী ঘটনা ঘটাতে পারি নিজের জীবনে।
আমাদের প্রতিটি প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যা আপনার ব্যবহারিক জীবনে কোনো না কোনো ভাবে কাজে লেগে যাবে। আজকে বলব ব্যবহার করা চা পাতাকে কত ভাবে কাজে লাগাতে পারেন আপনি।
‘চায়ের পাতার ব্যবহার’ জানলে অবাক হবেন আপনি!
কাজের চাপ দিন দিন যত বাড়ছে ততই টেনশনের ঠেলায় চোখের তলায় বাড়ছে কালি। খুব স্বাভাবিক ব্যাপার কারণ যেভাবে রাতের পর রাত কাজ করতে হচ্ছে তাতে চোখের আর দোষ কি। অতএব ত্বকের যত্ন নিন (used tea leaves for skin)।
ক্লান্তি ভাব লাগলে চা খেয়ে দে ফ্রেশ যেমন করে নেবেন ঠিক তেমনি চায়ের পাতাকে চোখে লাগিয়ে চোখের তলার কালিও দূর করতে পারেন আপনি। চোখের যন্ত্রণা হোক বা ধরুন চোখের কোণ লালচে হয়ে যাওয়া কিংবা চোখের তলায় কালি।
আরো পড়ুন – কারো ঠিকমত খাবার জুটছে না, আবার কেউ দিনের পর দিন ‘খাবার অপচয়’ করছে! এটাই কি বাস্তব?
সমস্যা যাই হোক না কেন ব্যবহার করা টি ব্যাগ ফ্রিজে বা ঠান্ডার মধ্যে খানিকক্ষণ রেখে দেয়ার পর সেটিকে চোখের উপর লাগিয়ে বা ধরে রাখুন। মিনিট পনেরো এভাবে রাখতে পারলে, নিজেই তফাৎটা বুঝতে পারবেন আর চোখ আরাম পাবে (medicinal uses of tea leaves)।
যখন ত্বকের সমস্যার কথাই বললাম তখন তো ব্রণের সমস্যার দিকেও চোখ দিতে হয়। কিছুতেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না অথচ বাজার থেকে গাদা গাদা রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করে নিজের ত্বকের অবস্থা আরো খারাপ করছেন।
আরো পড়ুন – Potatoes: আলু ধোয়া জল! জামা কাপড়ের দাগ তুলতে ‘আলু ব্যবহার’ করুন।কিভাবে জানেন?
এবার ব্যবহার করা চা পাতা কে বারবার খুঁচিয়ে ঘন লিকার তৈরি করুন আর তা আপনার ত্বকে প্রয়োগ করুন। সান ট্যানের কারণে তৈরি হওয়া কালচে ভাব দূর করার জন্যে ‘ঠান্ডা চায়ের লিকার‘ তুলো ভিজিয়ে লাগান। এক্ষেত্রে অবশ্য ব্যবহৃত টি ব্যাগও ফ্রিজে রেখে ঠান্ডা করে লাগাতে পারেন। জ্বালা ভাব কমে যাবে অনেকটাই। আর যদি প্রত্যেকদিন ব্যবহার করেন তাহলে ত্বকের দাগ দূর হবে।
আপনি কি গাছপালা ভালোবাসেন? বাড়িতে ছোটখাটো বাগান আছে? জানেন কি ‘ফোটানো চায়ের পাতা‘ দারুণ সার হিসেবে কাজ করে। মানে চায়ের পাতা রোদে শুকিয়ে নিয়ে তার পর গাছের গোড়ায় গুঁড়ো গুঁড়ো করে যদি দিয়ে দেন তাহলে কিন্তু গাছের জন্য সেটা বেশ উপকারী (used tea leaves for plants)।
আরো পড়ুন – ডিমের খোসা ফেলে মারাত্মক ক্ষতি করছেন না তো? জানেন ‘ডিমের খোসা’ কি কাজে লাগে?
‘চায়ের পাতায় দারুন এন্টিঅক্সিডেন্ট থাকে‘। তাই কাজ করতে গেলে যদি কেটে যায়, চক্করে চায়ের পাতা ভালো করে ধুয়ে নিয়ে কেটে যাওয়া বা আঘাত লাগা জায়গায় লাগিয়ে ফেলুন। বুঝতে পারবেন কতটা আরাম হচ্ছে আর কত সহজে সেরে উঠবে আপনার ক্ষত তা টের পাবেন না।
আরো পড়ুন – কাঁচা লঙ্কা! দিন দিন লঙ্কা শুকিয়ে যাচ্ছে? তাহলে ‘কাঁচা লঙ্কা টাটকা রাখার উপায়’ জেনে নিন।
বর্ষাকালির স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে আলমারিতে জামা কাপড়ের মাঝে টি ব্যাগ রাখা থেকে শুরু করে, চায়ের পাতাকে টিস্যু পেপারে মুড়ে জুতার মধ্যে রেখে দেওয়া – এই সবেতে কিন্তু খারাপ গন্ধ দূরে চলে যাবে। উপকার পেলে অবশ্যই জানাবেন।