Breaking Bharat: দেশের প্রথম ‘গিয়ার ই-বাইক’ কিনতে রেকর্ড ভিড় কেন? মাস খানেকের এর মধ্যে প্রায় 40 হাজার বুকিং? দেশের প্রথম গিয়ারড ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে কার্যত লাইন লাগিয়েছেন বাইক প্রেমিক এবং গ্রাহকরা। কী বিশেষ ব্যাপার রয়েছে সেটা এবার একটু বোঝা দরকার।
মাস খানেকের এর মধ্যে প্রায় 40 হাজার বুকিং জমা পড়ল ভাবা যায়? আমরা কথা বলছি গিয়ার বাইক নিয়ে। জ্বালানি চালিত মোটরসাইকেল কে সমানে টক্কর দিচ্ছে এই ইলেকট্রিক বাইক। যেভাবে দূষণ বাড়ছে এবং জ্বালানির দাম বাড়ছে এই সব কিছু থেকে রেহাই পেতে হলে ইলেকট্রিক গাড়ির দিকে মানুষের আগ্রহ বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়।
Matter Aera এবার সেই চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছে। রাস্তাটা কঠিন কিন্তু দেশের ইলেকট্রিক যানবাহন প্রস্তুতকারী সংস্থাগুলি জানে এই ইলেকট্রিক বাইক হবে আগামী দিনে পরিবহনের ভবিষ্যৎ। তবে এই বাইক অদ্ভুতভাবে লঞ্চ হওয়ার মাত্র এক মাসের মধ্যেই চল্লিশ হাজার বুকিং এর গোটা শেষ করে ফেলেছে।
এমন কোন কোন বিশেষ ব্যাপার রয়েছে যে কারণে এই বাইক এত দ্রুত মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে সেটা এই প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব।
দেশের প্রথম গিয়ারড ইলেকট্রিক মোটরসাইকেল:
পরিবেশের কথা মাথায় রেখে বলুন কিংবা নিজেদের পকেটের দুশ্চিন্তায়, পেট্রল চালিত মোটরসাইকেল ছেড়ে ভারতের প্রথম গিয়ারড ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে কার্যত লাইন লাগিয়েছেন ভারতীয় বাইক প্রেমিক এবং গ্রাহকরা। কী বিশেষ ব্যাপার রয়েছে সেটা আবার একটু বোঝা দরকার (matter electric bike)।
তবে আপনাকে জানিয়ে দিতে চাই যে অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকেও এই বাইকের অগ্রিম বুকিং নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে (matter electric bike booking)। তাহলে বুঝতেই পারছেন যে বাড়ি বসেই ইলেকট্রিক বাইক প্রি-বুক করার সুবিধা পাবেন ক্রেতারা। গুজরাটের প্রস্তুতকারী সংস্থা বলছে বর্তমানে এই বাইকের দুটি ভেরিয়েন্ট ছাড়া হয়েছে – Matter Aera 5,000 এবং Matter Aera 5,000+ ।
আরো পড়ুন – অতিরিক্ত চুল পড়ার সমাধান!ছেলেদের টাক মাথায় চুল গজানোর উপায়। রইল ঘরোয়া টোটকা!
দুটি মোটরবাইকেই এক ব্যাটারি প্যাক এবং ইলেকট্রিক মোটর রয়েছে। প্রস্তুতকারী সংস্থা তরফে জানানো হয়েছে যে এই বাইকের পাওয়ার আউটপুট 10 কিলোওয়াট এবং মাত্র 6 সেকেন্ডে 60 কিমি গতি স্পর্শ করতে পারে। নিরাপত্তার কথা মাথায় রেখে ব্রেকিংয়ের ক্ষেত্রে Matter Aera-তে পাবেন দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ।
হাই-এন্ড স্পোর্টস বাইকে যে ধরনের বিশেষ ফিচারস দেয়া হয় এই গাড়িতেও সেই সব কিছু রাখা হয়েছে। সঙ্গে জুড়ে দেয়া হয়েছে স্মার্টফোন কানেক্টিভিটির মতো ফিচার্স। এতে রাখা হয়েছে 5 kwh ব্যাটারি প্যাক যা মাত্র দু’ঘণ্টাতেই ফুল চার্জ হয়ে যায় (matter electric bike specifications)।
আরো পড়ুন – Rachna Banerjee: দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জী নতুন ব্যবসা খুলছেন? কি সেই ব্যবসা?
এবং এই ফুল চার্জে ইলেকট্রিক মোটর বাইক প্রায় 125 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। আপনি এতে পেয়ে যাবেন হাইপারশিফট 4 স্পিড ম্যানুয়াল গিয়ার এবং 4টি রাইডিং মোড।
আরো পড়ুন – মানুষের মাথার কথা বুঝবে মেশিন? কী ভাবে মস্তিষ্কের ভাবনা লেখায় প্রকাশ হয়? কি বলছে AI?
এবার একটু দামের কথা বলা যাক। আপাতত যা জানা যাচ্ছে তাতে, Matter Aera 5,000 এবং 5,000+ মোটরসাইকেল দুটির দাম রয়েছে যথাক্রমে – 1 লক্ষ 74 হাজার টাকা এবং 1 লক্ষ 84 হাজার টাকা। দুটি ক্ষেত্রেই আমরা এক্স শোরুম দাম আপনাদের সামনে উল্লেখ করলাম ।
আরো পড়ুন – ২১ বছর আগের নস্টালজিয়ায় কেন সুপারস্টার জিত? কী ঘটেছিল ২০০২ সালে?
এটা কোনমতেই অন রোড প্রাইস নয়। তাই যদি ইলেকট্রিক বাইকের দিকে নজর থাকে যেটা আগামীতে প্রত্যেকের কাছেই প্রায় পৌছে যাবে তাহলে আপনি এখন থেকে ভাবনা চিন্তা শুরু করতে পারেন।