Breaking Bharat: এই পৃথিবী জুড়ে প্রতিমুহূর্তে ঘটে নানা কান্ড। কিছুটা আমরা বুঝতে পারি, কিছুটা অবুঝ করেই রেখে দেয় আমাদের। আর তখনই পৃথিবীর অনেক কঠিন দূর্ভোগ চোখের সামনে ধরা দেয়। আকাশ বাতাস গাছপালা সবুজ মাঠ নদীর জল এসব কাব্যে খুব সুন্দর। কিন্তু যখন পেটে খিদের জ্বালা তখন কি আর সাহিত্যচর্চা মানায় ? ঠিক এই কথাটাই বোঝার বোঝানোর চেষ্টা আজ।
সব থেকে বড় কথা হল পকেট ভর্তি টাকা:
পৃথিবীর সব থেকে বড় কথা হচ্ছে পকেট ভর্তি টাকা থাকা। সেটা যদি থাকে তাহলে আপনি রাজার রাজা। তখন দেখবেন চারপাশটা এমনিতেই খুব সুন্দর লাগছে। লোডশেডিং এর মধ্যে বাতি জ্বালিয়ে কষ্ট করার মধ্যে যন্ত্রণা আর দারিদ্র্যের বাধ্যবাধকতা আছে, এসি চালিয়ে রেখে ঘর ঠান্ডা করে আলো নিভিয়ে ক্যান্ডেল লাইট ডিনার (Candle light dinner) করার জন্য টাকা লাগে। সবথেকে বড় জালা পেটের জ্বালা। জীবনের সব সুখ আনন্দ কল্পনা রোম্যান্স তৃপ্তি এক লহমায় ভ্যানিশ হয়ে যায় যদি আপনি গরীব হন।
তাই তখন পূর্ণিমার চাঁদের মধ্যে রোমান্টিসিজম বা সাহিত্য কোনোটাই পাওয়া যায় না। সারা দিন, সারা সপ্তাহ, বা সারা মাস না খেতে পাওয়া মানুষের কাছে, যদি আপনি সাহিত্য চর্চা করেন তাহলে কি তার পেট ভরবে ? উত্তরটা যথারীতি না। তাইতো পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি ছাড়া অন্য কিছু মনে হয় না । জঠর জ্বালার আগুন সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। কবি যেন সেই ছন্দের বাঁধনে তুলে ধরেছেন।
আরো পড়ুন- Drink Water: খেয়ে উঠেই জল খান? সাবধান! এতে বিপদ বাড়তে পারে
আরো পড়ুন- কেন বাড়ছে পরকীয়া ?কেন ভাঙছে বিয়ে? কী করে অটুট থাকবে সংসারের বন্ধন?
আরো পড়ুন- Corporate Sector : কর্পোরেট দুনিয়ার মিস্টার পারফেক্ট হওয়া যায় কী করে? আজ বলব আপনাকে
জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব যখন জীবনকে জর্জরিত করে তোলে (Lack makes life miserable), সেই জীবনের কাছে সৌন্দর্যের ভূমিকা মলিন। তখন আর ছন্দ থাকে না জীবনটা তারকাটা গানের কলি হয়ে দাঁড়ায়, সে সুর বাঁধতে পারে না, আর বাঁচতে পারে না। জীবনের অনেক সত্যি সোজাভাবে বলা সম্ভব হয় না । তাই কবির লেখনীতে সাহিত্যের দক্ষতায় তা পৌঁছে যায় মানুষের মননে। এই দুটি লাইন যেন তার উজ্জ্বল সাক্ষ্য বহন করছে ।