Breaking Bharat: ‘রাম তেরি গঙ্গা মইলি’ মানেই মন্দাকিনীর (Mandakini) সাহসী দৃশ্য! বিতর্কের ৩৭ বছর পর মুখ খুললেন নায়িকা । সিনেমা দেখতে কে না ভালোবাসেন! আসলে বাস্তবে যা যা করা অসম্ভব সিনেমায় অতি সহজেই সেই সবকিছু সম্ভব হয়ে যায়। তাই সিনেমার প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যায়।
যদিও সিনেমার বাস্তব ভিত্তি কিন্তু সেই বাস্তবের জীবনই। কিন্তু কখনো কখনো বিনোদনের কেন্দ্রবিন্দুতে বিতর্ক মাথা তুলে দাঁড়ায়। সিনেমার শুরুর সময় থেকেই এই ঘটনা ঘটে আসছে। এতে অভিনেতা অভিনেত্রীরা যেমন মানসিকভাবে আহত হন তেমনি ক্ষতিগ্রস্ত হয় সিনেমার ব্যবসাও।
Ram Teri Ganga Maili – Mandakini on Bold Scenes:
আশির দশকের ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’ মানেই মন্দাকিনীর সাহসী দৃশ্য (Mandakini’s bold scene) যা আজও ভুলতে পারিনি আপামর ভারতবাসী। প্রায় তিন যুগ কেটে গেছে সিনেমা মুক্তি পাওয়ার পর তবু আজও বিতর্ক আর সেই দৃশ্য নিয়ে হাসাহাসি, অযথা মন্তব্য করা বন্ধ হয়নি। এবার মুখ খুললেন নায়িকা।
বিনোদন জগত সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থেকেছে বরাবরই। কখনো নায়ক নায়িকাদের পোশাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, আবার কখনো সিনেমার গল্প চুরি বা সঠিক চিত্রায়ন নিয়েও সিনেমা নির্মাতারা প্রশ্নের মুখে পড়েছেন।
‘রাম তেরি গঙ্গা মইলি’ বিতর্ক নিয়ে জবাব মন্দাকিনীর:
অনেকেই মনে করেন সিনেমা মুখতি আগে বিতর্ক তৈরি হওয়া মানেই সেটাও এক ধরনের পাবলিসিটি স্টাইল। নেগেটিভ পাবলিসিটি থেকেও সিনেমা দেখার প্রতি মানুষের আগ্রহ বাড়ে । কেন সিনেমা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে এই ভাবনা-চিন্তা থেকেও অনেকে সিনেমা দেখতে যান।
বিনোদনের সবথেকে একটা বড় আঙ্গিক যার সমালোচনার শিরোনামে আসে তা হলো যৌনতা এবং তা নিয়ে চর্চা। সিনেমার জন্য দৃশ্য আছে কিনা বা কতটা আছে তার প্রতি ছোট বড় সকলের একটা আগ্রহ থাকে। কথায় বলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে বেশি।
ঠিক সেটাই এখানে প্রমাণিত হয়েছে। এক থেকে যৌনতাকে বিনোদনের মোড়কে মুড়ে নিয়ে বিক্রি করেন পরিচালক, আবার কী করে পবিত্রতার অমলিন স্পর্শে সেই যৌনতাকেই শ্রেষ্ঠত্বের আসনে বসানো যায় তাও দেখাতে পারেন সিনেমার নির্মাতারা। আজকের সিনেমার নাম ‘রাম তেরি গঙ্গা মইলি’ (Ram Teri Ganga Maili)।
‘রাম তেরি গঙ্গা মইলি’-র বোল্ড অভিনেত্রী মন্দাকিনী:
এক বলিউডি নায়িকার আত্মপ্রকাশ এই সিনেমা দিয়ে আর প্রথম ছবিতেই বিতরকের শিরোনামে তিনি। মুক্তি পাওয়ার পর আটের দশকে ১৯ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি । এখনকার বাজারে হিসাব দাঁড়ায় প্রায় ৩১৫ কোটিরও বেশি। ঝরনার সামনে দাঁড়িয়ে ভেজা শরীরে নবাগতা মন্দাকিনীর যৌন আবেদন ভারতীয় দর্শকের মন ছুঁয়ে গেছিল।
১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল রাজ কাপুর পরিচালিত ছবি রাম তেরি গঙ্গা মইলি। পাঁচ দশক পরেও ওই দৃশ্য নিয়ে বিতর্কের শেষ নেই। এই পরিস্থিতিতে এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী মন্দাকিনী। মন্দাকিনী আজ থেকে ৩০ বছর আগে যা করেছিলেন তখনকার দিনে তা ছিল অতিমাত্রায় সাহসী দৃশ্য (Mandakini bold scene from Ram Teri Ganga Maili)।
‘রাম তেরি গঙ্গা মইলি’র বুকের দুধ খাওয়ানোর দৃশ্য:
সন্তানকে মা বুকের দুধ খাওয়াচ্ছেন এ যেন স্বর্গীয় দৃশ্য। কিন্তু ভারতীয় সিনেমা জগতে নারীর উর্ধাঙ্গ প্রদর্শন অশ্লীলতার সমান বলেই ধরা হয়। অতএব যৌনতার আবেদনের সুরসুরি দেওয়া এই দৃশ্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ভাবতে পারেন এত পবিত্র এক দৃশ্য যা কিনা প্রত্যেক নারীর জীবনে কমবেশি সত্য,
তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে দ্বিধাবোধ করেননি, সেই সময়কার ভারতীয় সিনেমার দর্শকরা। অভিনেত্রী নিজে বলেন “ওই ব্রেস্টফিডিং সিনটি অত্যন্ত পবিত্রতার সঙ্গে শ্যুট করা হয়েছিল।”জি প্লিজ দেখানো নিয়ে এত বিতর্ক মন্দাকিনী বলছেন আজ তো কাপড়ের সুতো ওইটুকুই আটকে থাকে বর্তমান নায়িকাদের দেহের সঙ্গে।
অথচ ওই দৃশ্য যারা শুটিং করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে এবং পবিত্রতাকে বজায় রেখে দৃশ্যায়নকে বাস্তবায়িত করেছিলেন। কিন্তু যখনই তা দর্শকদের সামনে চলে এলো তা হয়ে গেল অশ্লীলতা। পরিচালক RK গঙ্গা চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন।
আরো পড়ুন – female child : কেন বাড়ছে শিশু কন্যা হত্যা? নির্লজ্জের মত বাড়ছে পুত্র সন্তানের চাহিদা?
আর মন্দাকিনীর সেই নিষ্পাপ সৌন্দর্য রাজ কাপুরকে বুঝিয়ে দিয়েছিল এই মেয়েটি হবে তার ছবির নায়িকা। কাজটা সহজ ছিল না, শুটিং করার সময় কিছুটা ইতস্তত বোধ অভিনেত্রীর মধ্যেও ছিল। কিন্তু সিনেমার প্রয়োজনে কতটা প্রয়োজনীয় ছিল ওই দৃশ্যটি সেটা তাকে বোঝাবার পর তিনি অকপটে রাজি হয়েছিলেন।
আরো পড়ুন – Eating Rice : প্রতিদিন কতটুকু ভাত খাওয়া উচিত? জানেন ভাতেই লুকিয়ে আছে অমরত্বের স্বাদ!
মন্দাকিনী পাঁচ দশক পর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান আজকাল সিনেমায় যে ধরনের যৌন তাকে দেখানো হয় তার মধ্যে পবিত্রতার লেশমাত্র থাকে না অনেক ক্ষেত্রেই। কিন্তু সেগুলো নিয়ে বিতর্ক গুলোও মানুষ ভুলে যায় অথচ আটের দশকের ছবি দৃশ্য আজও মানুষের মনে চরমভাবে গেঁথে আছে।
আরো পড়ুন – PMJDY : বাড়ি বসেই লাখপতি? ‘জন ধন যোজনা’র মাধ্যমে এই কাজটি করে দেবে ব্যাংক!
সিনেমা বিশেষজ্ঞরা মনে করেন আসলেই সেই সময় দাঁড়িয়ে ওই দৃশ্য করাটা যথেষ্ট সাহসিকতার পরিচায়ক ছিল। আর সময় বদলেছে চারপাশ বদলেছে, সঙ্গে পাল্টেছে মানসিকতা তাই এই সবকিছু অনেক সহজেই গ্রহণযোগ্য হয়েছে। আজকের তরুণ প্রজন্ম অবশ্য সেই দৃশ্য নিয়ে খুব একটা চিন্তিত নয়।
আরো পড়ুন – Bandhan Bank : চন্দ্রশেখর ঘোষের ‘বন্ধন ব্যাঙ্ক’ তৈরির পেছনের কঠিন লড়াই জানেন?
কিন্তু সেই সময় বিনোদন হাতের মুড হয়েছিল না। ফল তো একটা ছবি তার মধ্যে যদি বিতর্ক জন্ম নেয় তাহলে তার রেশ অনেক দূর গড়াতে পারতো আর মন্দাকিনীর অভিনীত দৃশ্য ঘিরে ঠিক সেটাই হয়েছিল। তবে এই দৃশ্য করার পর পরবর্তী যা যা ছবিতে মন্দাকিনী অভিনয় করেছেন সেখানে প্রত্যেকেই বলেছেন নিঃসন্দেহে বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রীদের তালিকায় তার নাম রাখা যেতেই পারে।।