Breaking Bharat: সেলেবদের মত ছুটিতে মরিশাস বা মলদ্বীপ যেতে চান? মাত্র ১ লাখে এবার মলদ্বীপ ভ্রমণ! (Maldives tour) দ্বিতীয়টিকে চয়েস করুন , বাকিটা আমরা জানাব
মালদ্বীপ ভ্রমণ প্যাকেজ (maldives tour package):
সিনেমার হিরো হিরোইনদের মতো থাকতে কার না ইচ্ছে করে? কিন্তু ওই যে ইচ্ছেটুকুই সার, ভাগ্য সহায় না হলে কি আর এসব হয়? তবুও আশায় বাঁচে চাষা। তাই মধ্যবিত্ত গরিব দিন আনা দিন খাওয়া মানুষও স্বপ্ন দেখতে ছাড়েন না। সেই স্বপ্নে দীঘা, পুরী বা দার্জিলিং কেন আসবে বারবার? মাঝেমধ্যে বিদেশ ভ্রমণের কথা মনে আসা কি অন্যায়? মোটেই নয়।
খুব বেশি দূরে নয় অল্প বাজেটের মধ্যে আজ মলদ্বীপের কথা বলব আপনাকে, সেলিব্রেটিদের স্বর্গরাজ্য বটে। সাদা বালুকা রাশির সমুদ্র সৈকত, নীল জল, বিলাসবহুল ওয়াটার ভিলা এবং রিসর্ট। ঠিক যেন স্বপ্নের মতন তাই না? তবে স্বপ্ন সত্যি করতে গেলে একটু পরিশ্রম করতে হয় ।
সেটা যদি করতে পারেন তাহলে এই ঠিকানাও আপনার হাতের মুঠোয় চলে আসবে। সেলেব দের মত রোজ নাই বা গেলেন একবার তো যাওয়াই যায়। ৫০ হাজার থেকে ১ লাখের বাজেটেই থাকার দারুন বন্দোবস্ত হতে পারে।
মালদ্বীপ ভ্রমণ কাহিনী (maldives tour package):
প্রথমেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, আকার, আয়তন এই নিয়ে পড়াশোনা করা দরকার। ভারত মহাসাগরে অবস্থিত সুন্দর ছোট্ট দেশ হল মলদ্বীপ। আয়তনে কম হলেও নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই দেশ। নয়নাভিরাম এই দেশটি তার অসাধারণ সব দর্শনীয় স্থানের জন্য বিশ্বব্যাপী পরিচিত।
সমগ্র মালদ্বীপের ৯৮ শতাংশই হচ্ছে জলভাগ এবং স্থলভাগ মাত্র ৩০০ বর্গ কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন চারিদিকে জল আর জল মাঝে এক খন্ড জমি। ভাবনা ভাবা মাত্রই একটা সিনেমাটিক থ্রিল আসবে মনে। দেশটি শ্রীলঙ্কা থেকে প্রায় ৯৮৩ কিমি এবং ভারতের লাক্ষাদ্বীপ থেকে প্রায় ৭১৭ কিমি দূরে অবস্থিত।এটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ । সমুদ্রের মাঝে রাষ্ট্র তাই কখনো ভয়ঙ্কর সুনামি হলে দেশটির ডুবে যাওয়া বা অস্তিত্ব হারানোর দুশ্চিন্তা রয়েছে।
যারা সমুদ্র ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে এই স্থান। মলদ্বীপ ভ্রমণের অফ সিজন হল এপ্রিল থেকে জুন মাস। পারলে সেই সময়ের টিকিটই কাটুন। ভারতে যখন গরম তখন ওই দেশের আবহাওয়া দারুন মনোরম। একটু আগে থেকে দেখে নিয়ে প্লেনের টিকিট টা কাটবেন । মানে কোন সময় একটু সস্তা হবে সে বিষয়টা আগে থেকে জেনে বুঝে নেওয়াটাই ভালো (maldives trip cost)।
৫০ হাজার থেকে ১ লাখের বাজাটেই মালদ্বীপ ভ্রমণ (maldives package price):
তবে সত্যি কথা বলতে কি মলদ্বীপ ভ্রমণ আজকাল অনেকটাই আয়ত্তের মধ্যে এসেছে। ৫০ হাজার থেকে ১ লাখের বাজাটেই মালদ্বীপ থেকে ঘুরে আসা যায়। মলদ্বীপ ঘোরার জন্য পর্যটকরা প্রধানত জলপথকেই পছন্দ করেন। এক্ষেত্রে অনেকেই ব্যক্তিগত স্পিড বোট ভাড়া করেন। এগুলির ভাড়া বেশ বেশি।
তার চেয়ে স্থানীয় ফেরি করে ঘুরলে খরচ কম হবে। সেক্ষেত্রে টিকিটের মূল্য ৫০-২০০ টাকা মধ্যে। সেগুলি করে প্রায় সব দ্বীপেই ঘুরে পারবেন। প্রত্যেকেরই নির্দিষ্ট প্যাকেজ থাকে। থাকা খাওয়া নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। এখানে নানা বাজেটের রিসর্ট বা ভিলা রয়েছে। মলদ্বীপে দুই ধরনের দ্বীপ রয়েছে।
ব্যক্তিগত এবং সর্বজনীন। ব্যক্তিগত দ্বীপ গুলি সাধারণত সেলিব্রেটিরা ব্যবহার করেন। সাধারণের জন্য আছে সর্বজনীন । আর সর্বজনীন দ্বীপগুলিতে যে সমস্ত রিসর্ট বা গেস্ট হাউস রয়েছে সেগুলির ভাড়া মোটামুটি হাজার পাঁচেকের মতো । মানে এগুলো আপনাকে একদিনের হিসেবে বলা হলো। দারুণ সাজানো গোছানো এবং আধুনিক রুম।
আরো পড়ুন- Tarkeshwar Mahadev : ভোলে বাবা পার করেগা! তারকেশ্বরে বাবা তারকনাথের ইতিহাস জানেন?
ব্রেকফাস্ট, গরম জল সহ অন্যান্য সুবিধে মেলে। সর্বজনীন দ্বীপগুলির মধ্যে মাফুশি, ধারাভান্ধু, গুরাইধু সেরা। আবার গেস্ট হাউজ এবং ভিলার খরচও আলাদা আলাদা। ভিলার ভাড়া বেশি। গেস্ট হাউজের ভাড়া তুলনামূলক অনেক কম। যে জায়গা যাচ্ছেন সেখানকার স্পেশাল মেনু চেখে দেখবেন না তাও কি হয়, সেটা অবশ্য সাধ্যের মধ্যেই থাকবে (make my trip maldives)।
আরো পড়ুন- Broken Marriage : নীল ছবির কারণে বিয়ে ভাঙছে ? সুখী দাম্পত্যে থাবা বসাচ্ছে পর্ন! তাহলে উপায় ?
যারা ভাত খেতে ভালোবাসেন তাদের জানিয়ে রাখি এখানে বেশ ভালো ফ্রাইড রাইস পাওয়া যায়। ওয়াটার স্পোর্টস্-এর জন্য এই দ্বীপ বিখ্যাত। ওয়াটার ডাইভিং, স্নরকেলিং-এর মতো অ্যাডভেঞ্চার গেমের ব্যবস্থা রয়েছে দ্বীপের প্রায় সর্বত্র। আর বলাবাহুল্য ব্যক্তিগত দ্বীপের এসবের খরচ অনেক বেশি (maldives tour package for couple)।
তবে তা সত্ত্বেও ওয়াটার ড্রাইভিং-এর খরচ জন প্রতি ১০,০০০ টাকার মতো। এবং স্নোরকেলিং-এর খরচ জন প্রতি ৩,০০০ থেকে ৫,০০০ টাকা। যদিও করোনা পরবর্তী সময়ে দামের কিছুটা হলেও হের ফের হতে পারে । সেক্ষেত্রে একটু বেশি বাজেট রাখাই বাঞ্ছনীয়।