Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিং ধোনি আসলে কতটা ধনী জানেন কি? সব মিলিয়ে কত টাকার মালিক ধোনি? চাষবাস থেকে শুরু করে সিনেমা প্রযোজনা সবটাই করেন মহেন্দ্র সিং ধোনি! আপনি জানেন কি?
চেন্নাই সুপার কিংস এর মালিক আজও হলুদ জার্সি পড়ে মাঠে নামলে শুধুমাত্র তাকে দেখার জন্য একটা গোটা স্টেডিয়াম ভরে যেতে পারে সেটা কলকাতা হোক কিংবা গুজরাট। আইপিএল ২০২৩ শেষ হয়েছে। পঞ্চমবারের জন্য ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস ।
মহেন্দ্র সিং ধোনি মানেই সানিদের মনে জমে থাকা একরাশ প্রত্যাশা যে এবার বোধহয় সত্যি সত্যি একটা মিরাকেল হবে। আসলেই বাস্তবে মিরাকল করে দেখাতে পেরেছেন ধোনি আর সেই কারণে প্রত্যাশার পারদ বারবার তুঙ্গে ওঠে। ২২ গজের তার চেনা ছন্দকে সকলেই চেনেন কিন্তু খেলার বাইরে আরো কত কিছুর সঙ্গে যুক্ত মাহি সে ব্যাপারে আপনি জানেন কি?
মহেন্দ্র সিং ধোনির কি কি ব্যবসা আছে?
এক কথায় বলতে গেলে চাষের কাছ থেকে সিনেমা প্রযোজনা সবেতেই নিজের মুন্সিয়ানা প্রমাণ করেছেন এই সুপারস্টার। বলিউডের তারকারাও তার ফ্যান ফলোয়িং এর কাছে হার মানেন। এর সঙ্গে আবার জুড়েছে ফুটবল দলের মালিকানা । তারমানে খেলার জগতের বাইরেও বহু বিনিয়োগ, ধোনি ঠিক কতটা ধনী?
চেন্নাই ক্রিকেট বোর্ড সূত্রে খবর দলকে পঞ্চম বারের জন্য আইপিএল ট্রফি উপহার দেওয়ার দক্ষিণা হিসাবে মাহির পকেটে নাকি ১২ কোটি টাকা ঢুকেছে। ভাবতে পারছেন ৪১ বছর বয়সেও ঠিক কতটা দাপট দেখাতে পারেন এই ক্রিকেটার।
অবসর নিয়ে জল্পনাকে বাঁচিয়ে রেখেছেন আপাতত হাসপাতালে হাঁটুর অপারেশন করে সুস্থ হওয়ার দিকে এগোচ্ছে মাহি। আন্তর্জাতিক খেলা ছেড়ে দিয়েছেন তবে আইপিএলের মঞ্চ ছাড়াও আয়ের নানা পথ খুলে রেখেছেন মহেন্দ্র সিংহ ধোনি। দেশকে দু দুবার ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন।
একবার কুড়ি ওভারের খেলায় আর একবার পঞ্চাশ ওভারের খেলায়। ২০১৪ সালে এই টেস্ট ক্রিকেট কে বিদায় জানিয়েছিলেন তবে তারপরও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৭ সালে সেই ফরম্যাট থেকেও সরে যান কিন্তু আইপিএল খেলে গেছেন।
আরো পড়ুন – ChatGPT: চ্যাটজিপিটি স্মার্টফোন আনছে Infinix? বিস্তারিত জানলে চমকে উঠবেন!
অনেকেই বলছেন ধনবান ধোনি না না দিক দিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন। জানা যাচ্ছে একটি স্পোর্টস ম্যানেজ়মেন্ট সংস্থায় স্বত্ত্ব রয়েছে ধোনির কাছে। জানেন কি আইপিএলে তাঁর প্রতিদ্বন্দ্বী দল বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি এই সংস্থার গ্রাহকদের তালিকায় রয়েছেন?
আরো পড়ুন – Hero HF Deluxe: হিরো ক্যানভাস ব্ল্যাক এডিশন মোটরসাইকেল এবার প্রকাশ্যে! কী চমক যুক্ত হল?
২০১৬ সালে পোশাক ও জুতোর নিজস্ব ব্র্যান্ড খুলেছিলেন ধোনি, পাশাপাশি খাদ্য ও পানীয়ের একটি ব্র্যান্ডের মালিকও ধোনি। সেই স্টার্ট-আপ ব্র্যান্ড শুধু নয়, একটি চকোলেট ব্র্যান্ডের মালিকানা রয়েছে তাঁর। নিজস্ব ব্র্যান্ডের মালিকানা ছাড়া আরও একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে।
ক্যাপ্টেন কুল অবশ্য শিক্ষাক্ষেত্রেও বিনিয়োগ করেছেন। বেঙ্গালুরুতে একটি স্কুল খুলেছেন আর এর জন্য মাইক্রোসফটের সঙ্গে সম্পর্ক করেছেন। তাকে নিয়ে যেমন সিনেমা তৈরি হয়েছে তেমনি তাঁর সংস্থা ইতিমধ্যেই ‘লেটস গেট ম্যারেজ’ নামে একটি তামিল সিনেমা তৈরি করেছে।
আরো পড়ুন – এই সুন্দরী লিয়ার সঙ্গে প্রেম,পরকীয়া, যৌনতা সবকিছুই করতে পারবেন! কে এই সুন্দরী?
এটি হকি দলের মালিকানা রয়েছে তার। ড্রোন তৈরির সংস্থায় মানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করেছেন পাশাপাশি হোটেলের ব্যবসাও খুলেছেন। সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, ধোনির সম্পত্তির পরিমাণ ১ হাজার ৩০ কোটি টাকা।