Breaking Bharat: আসলে ঘুরতে বেড়াতে যাবার কথা বললে সবার আগে যে দুটো অপশন আমাদের মনে আসে একটি পাহাড় একটি সমুদ্র। আর এইখানে একটু দ্বিধা বিভক্ত হয়ে যাওয়া ,কেউ বলবে পাহাড় কেউ বলবে না সমুদ্র। এটা কেন আপনার পছন্দ, সেটা তো ব্যক্তিগত ব্যাপার। তবে সমুদ্রের ভালবাসেন যারা তারাও কিন্তু পাহাড়ের টান অস্বীকার করতে পারেন না। আর পাহাড় ভালোবাসার মানুষের কাছে থাক চিরকাল শুধুই বরফে মিশে যাওয়া।
পাহাড় বললে সবার আগে কি মনে হয় ?
না ঘরের কাছের কোনো ডেস্টিনেশনের কথা বলছি না । আসলে পাহাড় শব্দটা শুনলেই হিমালয়ের সেই বিশাল শ্বেতশুভ্র বরফের কথা মনে পড়ে তাই না? ইস্তান তাই আলাদা সেটা আপনি ঘরের কাছের দার্জিলিং (Darjeeling) বলুন কিংবা একটু দূরে সিমলা (Shimla) কিংবা গ্যাংটক (Gangtok), কুলু মানালি কিংবা ধরুন লাদাখ বা কাশ্মীর (Ladakh or Kashmir)। বিদেশে এখন না হয় গেলাম না। আসলে কি বলুন তো সৌন্দর্য যখন ভয়ঙ্কর হয় তখনই তার পূর্ণতা।
পাহাড়ের প্রেমে না পড়ে থাকাই যায় না:
রয়েল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) ভয়ঙ্কর বলেই না সুন্দর। পাহাড়ের প্রকৃতির কোলে (The nature of the mountains) একটা অজানা অচেনা আশঙ্কা রয়েছে। আপনি জানেন না পরের মুহূর্তে কি হবে। এ যেন একটা নেশার মত, একদিকে আসক্তি অন্যদিকে আশঙ্কা। বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের যত কাছে পৌঁছে যাবেন,যেন নিজেকে ততটাই ফুরফুরে মনে করতে থাকবেন। যত দুশ্চিন্তা যত মাথাব্যথা থাকুক না কেন ,পাহাড়.. এমনই তার গুণ রূপ যে সে আপনার মন জয় করবেই। পাহাড়ের প্রেমে না পড়ে থাকাই যায় না (Love the mountains)। আর এতেই এই প্রতিবেদনের আরও একটা দিক খুলে গেল।
সদ্য বিবাহিত দের প্রিয় হানিমুন ডেস্টিনেশন পাহাড়:
পাহাড় আর প্রেম (Mountains and love)। সদ্য বিবাহিত দের প্রিয় হানিমুন ডেস্টিনেশন পাহাড়। পাহাড়ের কোলে যে ঠান্ডা তার মাঝে প্রিয় মানুষকে জড়িয়ে ধরার উষ্ণতা, তাতেই তো প্রেম পরিণতি পায়। দমকা হিমেল হাওয়া, পর্বতের গুহা, মন্দির, সাদা বরফ – বিধাতার কোলে যেন সব রকমের ভালো লাগা মিলেমিশে একাকার পাহাড়ের দোরগোড়ায়। পাইন, রডোডেনড্রন, চেরি ব্লসম এসব তো আছেই।
শহুরে হট্টগোল থেকে অনেক দূরে অন্য জীবন, তবে একটু কঠিন। তবে পাহাড় কিন্তু সব সময় সুন্দর নয় কখনও ভয়ঙ্কর কখনও মারাত্মক নিষ্ঠুর। এক নিমেষে আপনার প্রিয় মানুষকে এক ধাক্কায় এতটা নিচে ফেলে দিতে পারে, যে তাকে আর দেখা তো দূরের কথা চিহ্নটুকু খুঁজে পাবেন না আপনি, শুধুমাত্র একটু অসাবধানতায়। একটা ভুল পা ফেলা মানে সব শেষ। তবু পাই পাই অনেকটা দূর হেটে যাওয়া বা বলা যায় উঠতে চাওয়া।
আরো পড়ুন- Statue of Liberty: বিশ্বের বিস্ময় স্ট্যাচু অব লিবার্টির রহস্য উন্মোচন করব আজ
আরো পড়ুন- আপনার জীবনের সেরা সময় বা সেরা মুহূর্ত কোনটা? নাকি বুঝতেই পারছেন না?
আসলে কি বলুন তো সমুদ্রের ঢেউ আপনাকে ওলটপালট করবে বটে, কিন্তু আপনি সমতলেই থাকবেন। তবে পাহাড় আপনাকে উপরে উঠিয়ে নিয়ে যাবে। যারা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন (Dream of touching the sky) পাহাড় তাদের বড্ড কাছের। চোখ খুলি একটা ঠান্ডা পরশ, প্রকৃতির দেওয়া উপহার আপনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না, মন ভালো হবেই।
আরো পড়ুন- রাজা মানেই কি রাজ্যপাট ? ভারতের এই রাজার কোনো রাজ্য ছিল না!
পাহাড়ে খাবার একটু সমস্যা আছে বটে, সেইটুকু ম্যানেজ করতে পারলে আর গরম পোশাক থাকলে পাহাড় আপনার দারুণ প্রিয় হবে। একটা প্ল্যান করে ফেলুন, একটু টাকা জমিয়ে অফিস থেকে ছুটি নিয়ে প্রিয় মানুষ বা পরিবারকে নিয়ে ঘুরে আসুন পাহাড়ের কোল থেকে। সম্পর্ক আরো বেশি রোমান্টিক হয়ে উঠবে, কথা দিলাম।