Breaking Bharat: সখী ভালোবাসা কারে কয়, (what is love) ? সে কি কেবলই যাতনাময়? প্রেম মানেই স্বর্গীয় এক অনুভূতি। কাব্যে সাহিত্যে শাস্ত্রে লোকাচারে প্রেম নিয়ে নানা কথা আলোচনা। কিন্তু তবুও এক জীবনে প্রেমকে যায় কি চেনা? কত গল্পই না অসমাপ্ত থেকে যায়। আসলে প্রেমের পূর্ণতা যেন শেষ হয়েও না শেষ হওয়া অনুভূতিতে।
ভালোবাসা শব্দ টার প্রকৃত অর্থ বোঝা খুব কঠিন (love relationship test)। কারণ এই একটা শব্দের জেরে বেঁচে আছে সৃষ্টি, সভ্যতা। যুগের পর যুগ আর প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গিয়েও এই একটা শব্দ সঠিকভাবে অনুধাবন করতে পারল না কেউই। দুজন দুজনকে ভালোবেসে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়াটাই পূর্ণতা নাকি দূরত্ব অনুরাগের পরিপূরক, বোঝা দায়! প্রথম দেখাতেই হৃদপিণ্ডের ভিতরে হঠাৎ এক অস্থিরতা কিন্তু প্রেম নয়, আকর্ষণ মাত্র। এরপর পূর্বরাগ পর্যায় থেকে প্রেমের পরিচয় (relationship)।
শুধু একবার সেই মানুষটিকে দেখার জন্য বুকের ভেতরে তৈরী হওয়া বেদনাটাই আসল প্রেম। একবার তাকে ছুঁতে পারার আকুলতায় বুক ফেটে চোখ দিয়ে গড়িয়ে পড়া কান্নার নাম প্রেম। আর এখানেই দ্বন্দ্ব প্রেম আর ভালোবাসার। অনেকেই বলেন প্রেম ক্ষণিকের মোহ, সাময়িক অনুভূতির দাপাদাপি যাতে আদপে চাপা পড়ে যায় ভালোবাসার ঘনত্ব। সত্যিই কি তাই? তাহলে প্রথমেই সুখানুভূতির নেশা কেন ঘোর হয়ে লেগে থাকতে চায় চোখে। কেন মেসেজ আর ফোনের তরঙ্গে বুকে বাজে মিষ্টি সিম্ফনি? (love relationship quotes)
এই উত্তর প্রেমে পড়েও সঠিক ভাবে দেওয়া যায় না (love relationship series)। আসলে প্রেম মলাট মাত্র, যা ভালোবাসার ললাট লিখনকে মোড়কে আগলে রাখে। পাছে বুঝি তার আঘাত লাগে, সে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই একাই সব দুর্যোগ সামলে নেওয়া। পরিণত হলে মনের প্রবেশ ভালোবাসার ঘরে। তখন আর সে ঘর ভাঙার ভয় থাকে না। তবুও দুর্ঘটনা ঘটে, তাসের ঘর ভেঙে যায় চোখের সামনে (romantic relationships)। আচ্ছা প্রেম মানে কি শুধুই যন্ত্রণা (Is love only pain) ? বিরহ যাতনার মধ্যে লুকিয়ে থাকা ব্যথার মধ্যে আনন্দের একটা বিশেষ অনুভূতি রয়েছে, এটা প্রেমে আঘাত না পেলে, প্রিয় মানুষ ব্যথা না দিলে বোঝা যায় না।
কোথাও আত্মত্যাগের আনন্দ, কোথাও আবার নিজের সবটুকু নিংড়ে শেষ হয়ে যাওয়ার সুখানুভূতি। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। এই বন্ধন অটুট, তা কখনই জীবন আর সম্পর্কের উন্নতির ক্ষেত্রে ফাঁস নয়। মায়ার এক বাঁধন যার কোনও সংজ্ঞা নেই, শুধু আছে অনুভবের স্পর্শ। প্রেম আর ভালোবাসা যেন একে অন্যের পরিপূরক (benefits of love relationships)।
আরো পড়ুন- Earphone : ইয়ারফোন ব্যবহার করেন? তাহলে অবশ্যই ইয়ারফোন কেনার আগে এই বিষয়গুলো জেনে নিন
আরো পড়ুন- Molasses : গুড়ের মিষ্টি গন্ধ আর স্বাদ মানুষের মন কেড়ে নেয়, কিন্তু সাবধান ! ভেজাল গুড় খাচ্ছেন না তো?
এমন একটা স্বর্গীয় মানসিক অনুভূতি যা বাস্তবের পৃথিবীর সব অনুভূতিকে নিমেষে ম্লান করে নিজে সপ্রতিভ হয়ে আলো দেয় চারপাশে। প্রেমের অনুভূতির মধ্যে মিশে রয়েছে হাসি, কান্না, বেদনা, আনন্দ, ক্ষোভ, লোভ, মায়া, ত্যাগ, আবার কখনও সুখ ভোগ। সেই সুখ শারীরিক ক্ষণিকের, আন্তরিক সারা জীবনের জন্য (signs of true love in a relationship)। তাই তো স্বয়ং কবিগুরু বলেছেন, “ভালোবাসা ভালোবাসা…সে কি কেবলই যাতনাময়?”