Breaking Bharat: কাজল কালো চোখ আর ঠোঁটের লাল লিপস্টিক – উল্টোদিকের বিপরীত লিঙ্গ তো একেবারে ফ্ল্যাট। কি ঘটেছে নাকি আপনার সাথে এরকম ঘটনা ? কিংবা ধরুন ঠোঁটে ঠোঁটে রাখার ইচ্ছে তৈরি হয়েছে, শুধুই ঠোঁটের ওই লিপস্টিক (lipstick) এর রং দেখে। যদি এরকম কথা কখনও আপনার বয়ফ্রেন্ড বা স্বামী বলে থাকেন তাহলে বলতেই হয়, আপনার আকর্ষণীয় হয়ে ওঠার সাজ সার্থক। তবে শুধুমাত্র প্রেম ভালোবাসা বা যৌনতা নয়, লিপস্টিক ব্যক্তিত্বের প্রতীক বটে (Lipstick is a symbol of personality)। আজ এই নিয়ে কিছু কথা।
লিপস্টিকের মধ্যে রোমান্টিসিজম খুঁজবেন নাকি ব্যক্তিত্বের প্রকাশ?
আপনার মুখের মধ্যে সবথেকে আকর্ষনীয় অঙ্গ হল চোখ আর ঠোঁট (Interesting organs are the eyes and lips), কারণ এরা দুজনেই কথা বলে। ঠোঁটের দিকে চোখ পড়ে, কখনও বা চোখে ঠোঁটের স্পর্শ। কিংবা ধরুন অফিসের কোনও কাজে যাচ্ছেন, তখন কি আর লিপস্টিকের মধ্যে রোমান্টিসিজম খুঁজবেন নাকি ব্যক্তিত্বের প্রকাশ? এটা কোন গল্প কথা নয়, এর একটা ইতিহাস আছে। জানা যায় ১৯০০ এর দশকে ইউরোপ-আমেরিকায় প্রচলিত ধারার বিরোধিতা করে বিপ্লবের প্রতীক হিসেবে মেয়েরা লিপস্টিক ব্যবহার করা শুরু করেন (The girls started using lipstick)।
আসলে লিপস্টিক এমন এক প্রসাধনী (Lipstick is one such cosmetic) যা নিমেষে আপনার সাজ বদলে দেয়। সময় আর মুড বিশেষে লিপস্টিকের আলাদা আলাদা রঙ যেন বলতে চায় আপনার মনের কথা (Different colors of lipstick)। এখানেও চোখ আর ঠোঁটের কম্বিনেশন। চোখ যদি হয় উজ্জ্বল তাহলে, ঠোঁটের শেড হবে হালকা। ব্যাপারটা উল্টে দিলে এই ট্রিক মনে রাখতে হবে। ডাক্তাররা অবশ্য বলেন, আপনার ঠোঁটের ত্বক কেমন আছে সেটা দেখে নিয়ে লিপস্টিক্স ব্যবহার করুন (Use lipsticks)।
আরো পড়ুন- Rachna Banerjee : রচনা ব্যানার্জি কেমন ছিলেন ছোটবেলায়? জনপ্রিয় দিদির জীবনের নানা কথা!
প্রিয় শেডের লিপস্টিক ছাড়া অনেকেই নিজেদেরকে পরিপূর্ণ ভাবেন না। সকালে অফিস কিংবা ক্লাস, দুপুরের শপিং ব্যস্ততা, বিকেলের আড্ডা বা প্রিয় মানুষের হাতে হাত- ঠোঁটে ঠোঁট, সন্ধ্যেবেলা হালকা উষ্ণতার পরশ- না, ঠোঁট না রাঙালে চলে না। যে রঙের লিপস্টিক ব্যবহার করুন না কেন, দেখে নিন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কিনা।
আরো পড়ুন- পুতুল নাচ মানেই নস্টালজিয়া! মনে পড়ে গ্রামবাংলার সেই পুতুলনাচের সাতকাহন?
কারণ আত্মবিশ্বাসী থাকাটা সবথেকে বেশি দরকার (The most important thing is to be confident)। রঙের ক্ষেত্রে লাল বা গোলাপি চিরকালই একটা আলাদা মাধুর্য এনেছে ঠোঁটে। অবশ্য মেরুন, ব্রাউন, কফি কালার বা পিচ পিংক কিছু ঠোঁটে বেশ মানায়।
আরো পড়ুন- বেকারত্বের জ্বালা বড়োই জ্বালা! কতটা কষ্ট থাকে একজন বেকারের মনে?
আসলে অন্যের জন্য নয়, নিজের চোখে নিজেকে সুন্দর করে তুলতে যেভাবে খুশি ঠোঁট রাঙাতে পারেন আপনি । যদি আপনি ভেতর থেকে ভালো থাকেন খুশি থাকেন, তার ঝলক বাইরে পড়বেই। ঝরে পড়বে মুক্তোর মত হাসি আর তার বর্ডার লাইনে ঠোঁটের মিষ্টি রং।