Breaking Bharat: এশিয়ার সবথেকে ধনী মহিলাকে চেনেন? সাবিত্রী জিন্দালের (Savitri Jindal) জীবনের কাহিনী শুনলে তাক লেগে যাবে আপনার! কিন্তু একজন মহিলা কিভাবে তার আত্মশক্তিতে ভর করে এক মহাদেশের ধনকুবের হয়ে উঠতে পারে সেই কাহিনী আজকের এই প্রতিবেদনে উঠে আসবে (Life story of rich woman ‘Savitri Jindal’)।
ভারতের ধনীতম মহিলা (Savitri Jindal)!
নারী সৃষ্টি আর বংশগতির ধারক ও বাহক। নারী ছাড়া সমাজ পৃথিবী সভ্যতা কোন কিছুই এগিয়ে যেতে পারে না। তবু আজও নারীকে যথেষ্ট এবং প্রাপ্য সম্মান দিতে পারিনি এই সমাজ।
গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে মহাদেশ – সর্বত্রই নারী মানেই কিছুটা হলেও পিছিয়ে পড়া শ্রেণীর মর্যাদা দেওয়ার ভাবনা পুরুষতান্ত্রিক জগতের। আজও অসহায়তার স্টাম্প দিয়ে নারীকে বিচার করা হয়।
কে এই সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)?
নাম: সাবিত্রী জিন্দাল, বয়স: ৭২। প্রায় বছর কুড়ি আগে জীবন বদলে দেবার মত এক ঘটনা ঘটে তার জীবনে। তবে ঠিক ঘটনা বলা যাবে না দুর্ঘটনা বলাই উচিত। সাবিত্রী জিন্দালের স্বামী ও জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওমপ্রকাশ জিন্দালের হেলিকপ্টার দুর্ঘটনায় আচমকাই মৃত্যু হয় আজ থেকে প্রায় বছর কুড়ি আগে।
স্বামী হারা নিঃসঙ্গ স্ত্রী সেই ঘটনায় ভেঙে যাননি বা নিজেকে শেষ করে দেবার চিন্তা করেননি। চার ছেলে পৃথ্বীরাজ, সজ্জন, রতন এবং নবীন জিন্দালকে সঙ্গে নিয়ে স্বামীর তৈরি করার স্বপ্নকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কোম্পানির হাল ধরেন শক্ত হাতে।
এশিয়ার সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল:
হার না মানা মানসিকতা, অদম্য জেদ আর ইচ্ছে শক্তি তাকে আজ সাফল্যের চূড়ায় প্রতিষ্ঠিত করেছে। আজ এশিয়ার সবথেকে ধনী মহিলা হিসেবে তার নাম প্রকাশিত হয়েছে। সমীক্ষার রিপোর্ট বলছেচিনের ইয়াং হুইয়ানকে টপকে বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল (Asia’s Richest Woman Savitri Jindal)।
এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১.৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় হিসেব করলে যার আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ৮ হাজার ৯৪৯ কোটি টাকা। বর্তমানে সাবিত্রী জিন্দালের বয়স ৭২ বছর। ছেলেদের সঙ্গে নিয়ে স্বামীর মৃত্যুর পর থেকে সেই যে কোম্পানির হাল ধরেছিলেন এখনো তা দক্ষভাবে সামলে চলেছেন।
জিন্দাল গ্রুপ মানেই ভরসার আরেক নাম:
তার নিজস্ব চেষ্টায় এবং কোম্পানির কর্মচারীদের তত্ত্বাবধানে কোম্পানির আয় আগের থেকে প্রায় চারগুণ বেড়েছে বলে জানা যায়। জিন্দাল গ্রুপ মানেই ভরসার আরেক নাম। ভারতের তৃতীয় ইস্পাত উৎপাদনকারী কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে এই গ্রুপ (India’s third largest steel manufacturing company)।
পাশাপাশি সিমেন্ট, বিদ্যুৎ শক্তি এবং পরিকাঠামো বিভাগেও কাজ করে জিন্দাল গ্রুপ। চিনের ইয়াং হুইয়ানকে টপকে বর্তমানে সাবিত্রী সবার উপরে। কথায় আছে সুযোগ বারবার আসেনা। আর যখন সেটা আসে তার সঠিক ব্যবহার করা দরকার।
আরো পড়ুন – cooking oil : রান্না করার সময় সচেতন হোন। রান্নার তেলের মধ্যেই লুকিয়ে আছে মহাবিপদ! জানেন কি?
এই প্রতিবেদনে এবার ইয়াং হুইয়ানকে নিয়ে কিছু তথ্য দেওয়া দরকার। বিশ্বের অর্থনৈতিক পরিসংখ্যানের রেকর্ড বলছে গত পাঁচ বছর ধরে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা হিসেবে নিজের জায়গা পাকা করেছিলেন ইয়াং হুইয়ান।
Asia’s Richest Woman Savitri Jindal:
শুরু থেকেই রিয়েল এস্টেট ব্যবসায় জড়িয়েছেন এই মানুষটি। ২০০৫ সাল থেকে তার ব্যবসায়িক যাত্রা শুরু। উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসার দায়িত্ব নিয়েই তিনি হয়ে ওঠেন পৃথিবীর কনিষ্ঠতম বিলিয়নিয়রদের অন্যতম। কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে কতক্ষণ সেটা বোধহয় কেউ আগে থেকে বলতে পারেনা।
আরো পড়ুন – Qatar World Cup : কাতার বিশ্বকাপের পিছনে অতীতের জঘন্য স্মৃতি ! লুকিয়ে কোন রহস্য?
তা না হলে ২০১৮ সালে যে কোম্পানি মাত্র চারদিনে ২ বিলিয়ন মার্কিন ডলার আয়ের রেকর্ড গড়ে নজির সৃষ্টি করেছিল, সম্প্রতি চিনের সম্পত্তি-সংকটের জেরে ইয়াংয়ের সেই কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানি মুখ থুবড়ে পড়েছে। এর জেরি প্রত্যেক দিন প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে কোম্পানির।
শুধু তাই নয় সম্পত্তির পরিমাণও নেমে এসেছে অর্ধেকের কমে। আর এই সুযোগেই বাজিমাত করলেন সাবিত্রী জিন্দাল। তিনি নিজেকে ক্রমাগত উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছেন। শুধু ব্যবসা নয়, রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছে সাবিত্রী জিন্দালের নাম।
জিন্দাল গ্রুপের কোম্পানির আয় বৃদ্ধির পাশাপাশি চিলি, মোজাম্বিকের মতো দেশেও খনি কেনা সম্ভব হয়েছে। রিপোর্ট বলছে মাত্র ২ বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়েছে সাবিত্রীর (Savitri Jindal business)। যেখানে সবকিছুর আশা শেষ হয়ে যায় সেখান থেকেও আশার শেষ আলোটুকু খুঁজে পাওয়া সম্ভব হয় ।
তাই মৃত স্বামীর এই ভাবনাকে কাজে লাগিয়েই আগামীতে এগিয়ে চলেছেন সাবিত্রী জিন্দাল, এশিয়ার সবথেকে ধনী মহিলা।