Breaking Bharat: বিয়ের পরে মেয়েদের জীবন বদলে যায় বলে শারীরিক গঠনেও কি পরিবর্তন আসে?বিয়ে এটা এমন একটা শব্দ যেটা দুটো মানুষের জীবন সম্পূর্ণ বদলে দেয়। সম্পূর্ণ ভিন্ন জগতে বড় হওয়ার দুজন ব্যক্তিত্ব যখন এক ছাদের তলায় দিনের পর দিন মাসের পর মাস সময়ের পর সময় কাটাতে শুরু করেন, তখন ভালো -মন্দ ঠিক ভুল এই সব কিছুর সঙ্গে একটা সহাবস্থান তৈরি হয়েই যায়।
দুটো মানুষের একভাবে গড়ে ওঠা বা বেড়ে ওঠা জীবন নতুন করে অভ্যাস তৈরি করতে শেখে। ফলে জীবন যাত্রার যে পরিবর্তন হয় এটা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে শারীরিক গঠনের পরিবর্তন হয়, এই কথাটা বোধহয় ঠিক নয়। যারা মনে করেন বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় আর সেটা শারীরিক সম্পর্কের জন্য, আমরা বলতে বাধ্য হচ্ছি যে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।
বিয়ের পরে মেয়েদের জীবন বদলে যায়:
পুরুষ এবং নারী দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। দুজন বিপরীত লিঙ্গের মানুষ যখন একে অন্যের সঙ্গে থাকতে শুরু করেন তখন খুব স্বাভাবিকভাবেই কিছু জৈবিক চাহিদা তৈরি হয়। স্বামী স্ত্রী একে অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
কিন্তু এই শারীরিক সম্পর্কের জন্য যে ওজন বাড়ি নারীদের এই কথাটা ঠিক নয়। সবার একটা ধারণা বিয়ের পর নারীর স্তনের আকৃতির পরিবর্তন হয়। মনে করা হয় শরীরে যখন শরীর মেশে তখন স্পঞ্জ গোল পুরুষের অঙ্গের দ্বারা যেভাবে স্পর্শ পায়, তার জেরে একটা গঠনগত পরিবর্তন তৈরি হয় যেটা কার্যত অসম্ভব।
নারী মোটা হয়ে যায় মানে?
মনে রাখতে হবে স্তন যুগল তৈরি হওয়ার পেছনে যে ব্যাখ্যা তার সাথে পুরুষের স্পর্শেই সেই আকৃতির পরিবর্তন হওয়ার কোন সম্পর্ক নেই। আপনি কি মনে করেন পুরুষের বীর্য নারীর ভ্যাজাইনার মাধ্যমে তার পেটে প্রবেশ করে স্থূলতা বাড়ায়? আমরা বলতে বাধ্য হচ্ছি যে এটাও সম্পূর্ণ ভুল ধারণা।
কোনভাবেই পুরুষ এবং নারীর যৌন সম্পর্কের মধ্যে পুরুষের বীর্য নারীর পেটে যাওয়ার সম্ভাবনা নেই। শুক্রাণু আর ডিম্বানুর নিষেকের জন্য একটা যথাযথ জায়গা আছে এবং তার প্রক্রিয়াও আছে যেটা যথেষ্ট পরিমাণে বিজ্ঞানসম্মত। তাই যারা মনে করেন যৌন সম্পর্ক স্থাপন করার ফলে নারী মোটা হয়ে যায় মানে বিয়ের পর বাড়ির বউয়ের স্থূলতা বাড়ে তারা একদম ভুল ভাবনা নিয়ে আছেন।
আরো পড়ুন – সেলেবরা যে বিজ্ঞাপন করে তার কতটা তাঁরা জানেন?
এ বিষয়ে বলে রাখা দরকার যে এমনিতেই জল হাওয়ার পরিবর্তন হলে শরীরে কিছুটা তার প্রভাব পড়ে। যেমন কোন মানুষ যদি অনেকদিন ধরে অসুস্থ থাকেন তখন ডাক্তাররা বলেন তাকে অন্যত্র নিয়ে যাবার কথা। যাতে জল খাবার দাবার এইসবের পরিবর্তনে কিছুটা হলেও শরীরের অবস্থা বদলায়।
মনে রাখতে হবে বিয়ের আগে যেভাবে আইবুড়ো ভাত খাওয়ার ধুম ওঠে, তাকে ওজন বাড়াটা খুব অস্বাভাবিক কি? বিষয়টা তো এরকম নয় যে আজকে খেলে কালকেই মোটা হয়ে যাবে তার জন্য একটু সময় লাগে ।
আরো পড়ুন – সেলিব্রেটিদের জীবন! সিনেমার মতোই কি ঝলমলে তারকাদের বাস্তব জীবন?
কারণ শরীরের পুষ্টি তৈরি হতে এবং তার প্রভাব পড়তে একটা চক্র বা একটা প্রক্রিয়া চলে যেটা সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত। আর তাছাড়া বিয়ের পর নতুন বউয়ের অন্য একটা বাড়িতে যত্নআত্তি হয় স্বাভাবিকভাবেই তার খাওয়া দাবার ধরন একটু বদলায়।
আরো পড়ুন – ইনজেকশন নিতে ভয় পান? তাহলে এবার আপনাকে ভয় কাটাবার উপায় বলব আমরা!
আর এটাও সত্যি কথা যে নতুন বউকে খুব একটা বেশি পরিশ্রমী কাজকর্ম করতে দেন না কেউই। ফলে খাবার দাবার এবং বিশ্রাম যথোপযুক্ত হচ্ছে সেই তুলনায় পরিশ্রম হচ্ছে না। খুব স্বাভাবিক কারণেই তার প্রভাব দেহে পড়বে এবং মোটা হওয়ার বা দেহের ওজন বাড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এর সঙ্গে যৌন সম্পর্কের কোনও সম্পর্কই নেই।