Breaking Bharat: পকেটের অবস্থা খুব টাইট না হলে, টুকটাক শপিং বারোমাস চলতেই থাকে, ঠিক কিনা? আচ্ছা আপনি ঠিক কোন ক্যাটাগরির ক্রেতা বলুন তো? মানে উইন্ডো শপিং নাকি ঘেমে নিয়ে রাস্তায় নেমে রীতিমত দরদাম করে সেরা জিনিসটা কেনার দলে? যাঁরা অবশ্য বারোমাস কেনা কাটা করেন তাঁদের পছন্দ অনলাইন (Choice for shopping online)।
মাসিক কিস্তিতে (in monthly installments) এবং টাকা দিয়েও কেনাকাটি করা যায় স্বচ্ছন্দে । কিন্তু যদি নিজে বাজারে গিয়ে নগদ দিয়ে জিনিস কিনতে চান তাহলে রইল কিছু স্পেশাল টিপস (Learn some shopping techniques)।
শপিং এর মূল ফান্ডা কি, জানা আছে?
- প্রথমেই বলি আপনি যাই করুন না কেন মাথায় রাখবেন আপনার ব্যবহার আপনার পরিচয়। তাই সবার সাথে ভালো ব্যবহার করা খুব দরকার (Good use is very important)।
- যে জিনিস কিনবেন ভালো করে তাঁর সম্পর্কে জেনে তবে কিনতে যাবেন। অনেক অফারের ভিড়ে নিজের ফোকাস থেকে সরে যাবেন না। প্রলোভন থাকবে কিন্তু আপনি কদর করুন সঠিক গুণমানগত জিনিসের (Appreciate the right quality thing.)।
- নামি ব্রান্ডের জিনিস কিনতে চাইলে একটু পকেট ক্রস চেক করুন, না হলে পছন্দ করার পর মন খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল।এক্ষেত্রে যদি প্রথমবার ব্র্যান্ডের জিনিস কেনেন তাহলে অভিজ্ঞ কারোর সাথে একবার আলোচনা করে নিতে পারেন।
- এবার যে কথাটা বলব, সেটাকে আপনি স্মার্টনেস বা ওভার স্মার্টনেস বলতে পারেন কিন্তু নিজের কাজ হাসিল করার দুর্দান্ত উপায় এটি। ধরুন আপনার কাছে নগদ কিছু টাকা আছে। কিন্তু নোট গুলোর অবস্থা খুব খারাপ। তাহলে দোকানে যাওয়ার আগেই কিছু ভালো আর চকচকে নোট ঐ টাকার সঙ্গে রেখে দিন।
- পারলে পেমেন্ট করার সময় চকচকে আর পরিষ্কার নোট এগিয়ে দিন। দেখবেন বিক্রেতা খুশি হবেন। মোট দামের থেকে দু দশ টাকা কম করেও দিতে পারেন আপনাকে। তবে এই ট্রিক তখনই ফলবে যখন অনেক টাকা একসাথে থাকবে (Make clear notes when making payment)।
আর একটা কথা যে কোনো কাজ করার আগে আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে নেবেন।।আপনি যে ধর্মে এবং সর্বশক্তিমানকে বিশ্বাস করেন তিনি আশীর্বাদ না করলে কিছুই হবে না। ঠিক কিনা?
আরো খবর পড়ুন –
- জীবনে ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝেন? প্রয়োজন আর বিলাসিতা কে এভাবেই ব্যাখ্যা করা যায় না কি?
- সংসারে থেকে বিবেক বৈরাগ্য সম্পর্কে কোন ধারণা পোষণ করেন কি?
- কোথায় কখন কেমন পোশাক পরবেন এই নিয়ে কনফিউজ থাকেন? ঘাবড়াবেন না চোখ রাখুন এই প্রতিবেদনে
- বাবা মায়ের দ্বিতীয় বিয়ে কেন মেনে নিতে পারেন না বেশিরভাগ সন্তান?
- আপনি কি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পান? বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ জমাতে লজ্জা লাগে?