Breaking Bharat: বিনোদন নিয়ে কথা বলতে গেলে সবার আগে সিনে দুনিয়ার কথাই মনে আসে। আসলে গল্প যদি মনোরঞ্জন না করায় তাহলে আর সেই গল্প দেখে কী লাভ, তাই না? বই পড়া আর সিনেমায় দেখার এটাই বোধহয় মূল পার্থক্য। আর এমন কিছু দেখে মন ভরে না যাতে চিন্তা বাড়ে বড্ড বেশি। তাই বিনোদন মানে মস্তি, আনন্দ (Item Songs)।
আর সিনে জগতে বিনোদন মানেই নাচ গান একথা মানেন গুরু গম্ভীর সিনে বোদ্ধারাও। আর তাই হিট সিনেমার সুপারহিট গানের প্রবেশ। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিনোদন অনেক স্বাবালক হয়েছে, কারণ দর্শক পরিণত হয়েছেন। দৃশ্য, গল্পে এসেছে আমূল পরিবর্তন। গান হয়েছে ঝিনচ্যাক, পাল্লা দিয়ে তাল মিলিয়েছে নাচ। আর সেটাই পরবর্তীতে হয়েছে আরও বৈচিত্র্য ময়। নাম হয়েছে আইটেম সং (Bollywood Item Songs)।
বিনোদনের জগতে বলিউড নিঃসন্দেহে এগিয়ে আছে সর্বকালে। করোনা পরবর্তীতে সমীকরণ বদলে দক্ষিণী সিনেমার দাপট বেড়েছে বটে। কিন্তু আইটেম সং ভাবনাতে তারাও সেই বলিউডকেই স্মরণ করে। আগে ছিল আইটেম সং মানে গান, যুগের সাথে তাল মিলিয়ে সঙ্গী হল নাচ মানে আইটেম ডান্স। আর ডান্স মানেই সবার আগে এতে জুড়ে গেল নারীর নাম (item songs meaning)।
অবশ্য পুরুষ যে পাল্লা দিয়ে ডান্স করে বা কখনও ছাপিয়ে যায় নারীকে সে আর বলার অপেক্ষা রাখে না (male item songs)। তাহলে আইটেম সং’, ‘আইটেম গার্ল’ মানে কী?একটি বাক্যে উত্তর দিতে গেলে বলতে হয়, আইটেম সং বা আইটেম ডান্স হচ্ছে, এমন গান বা নাচ, যেটি সিনেমার গল্পের বা চিত্রনাট্যের প্রাসঙ্গিকতায় প্রয়োজনীয় নয়, তথাপি সিনেমাতে জুড়ে দেওয়া হয়। এর মুল উদ্দেশ্য হচ্ছে, দর্শকের মনোরঞ্জন করা (In Indian cinema, an item number or item song)।
আরো পড়ুন- Sinus Symptoms : সর্দি কাশির ধাত আছে? মাথার যন্ত্রণা হলেই কি সাইনাস? সাইনাস রোগটা আসলে কি?
এই আইটেম গান বা নাচ যদি আপনি সিনেমা থেকে বাদ দিয়ে দেন, তাহলেও সিনেমার খুব একটা ক্ষতি হবে না।একে জুড়ে দেও য়া হয়, দর্শক কে আকর্ষণ করার জন্য। আইটেম গানে চটুল কথাবার্তার সাথে, শরীরী আবেদন জুড়ে থাকে। যাঁরা এই আইটেম গানের সাথে নাচেন, তাঁদের আইটেম গার্ল (Item Girl) বলা হয়।
আরো পড়ুন- Tube well Water : নলকূপের জল খান? আর্সেনিক মুক্ত জল খেতে কত গভীর নলকূপ প্রয়োজন?
একজন অভিনেত্রীও আইটেম ডান্স পারফর্ম করতে পারেন আবার, শুধু আইটেম গানের সাথে নাচার জন্যই কেউ, কেউ, থাকেন। তবে কিছু হিন্দি ছবির সাথে এই আইটেম ডান্স এমনভাবে জড়িয়ে গেছে যে এখন আর তাকে আলাদা ভাবা যায় না।(90s item songs bollywood)
আরো পড়ুন- Types of bird nests : কোন পাখির বাসা সবচেয়ে সেরা? বাবুই, চড়ুই, টিয়া, না বুলবুল পাখির?
না তার মানে এমনটা নয় যে বিশেষ কোনও পক্ষ নিয়ে কথা বলছি, কিন্তু উদাহরণ দিলেই বুঝবেন। আচ্ছা আপনি কি শোলে ছবিটি ” মেহবুবা” গানে হেলেনের নাচ ছাড়া কল্পনা করতে পারেন? ১৩০ কোটি ভারতীয় কেই জিজ্ঞেস করে দেখুন! (Latest Bollywood Item Songs)