Breaking Bharat: ১০ ডাউনিং স্ট্রিটের আসন টলে না ল্যারির? প্রধানমন্ত্রী বদলালেও ল্যারি-রাজ কীভাবে অটুট? প্রধানমন্ত্রীর বাসভবনে ল্যারি-রাজ চলছে বিগত ১২ বছর ধরে, মানে সেই ২০০৭ সালে জন্ম হয়েছিল তারপর থেকে এখনো চলছে। কী সেই দায়িত্ব ?
ব্রিটিশ পরিবারের কথা কিছুটা জানা কিছুটা আবার অজানা। ১০ ডাউনিং স্ট্রিট ঠিকানাটা আজকের দিনে অনেক মানুষের কাছে আগ্রহ তৈরি করে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন বা কার্যালয় হল এই ঠিকানা যেখানে এখন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের রাজত্ব।
আপনি ল্যারিকে চেনেন?
প্রধানমন্ত্রী নিজের কাজের মাধ্যমে কখনো অনেকদিন ধরে স্থায়িত্বকাল ধরে রাখতে পারেন। কখনো সেটা সম্ভব হয় না। কিন্তু এক প্রধানমন্ত্রীর অনেকদিন থাকা হোক কি অনেক প্রধানমন্ত্রীর বার বার ঘুরে ফিরে আসা বদলটা অবশ্যম্ভবী। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা রয়েছে যার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি ল্যারিকে চেনেন?
প্রধানমন্ত্রীর বাসভবনে ল্যারি-রাজ চলছে বিগত ১২ বছর ধরে, মানে সেই ২০০৭ সালে জন্ম হয়েছিল তারপর থেকে এখনো চলছে। আমেরিকার প্রেসিডেন্টের ইংল্যান্ডে যাওয়ার আগে অন্যান্যদের মতো বিশেষ দায়িত্ব পেয়েছিল। কী সেই দায়িত্ব ? প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইঁদুরের খেলা শেষ করা। অবাক হচ্ছেন আসলে প্রধানমন্ত্রীর বাসভবনের পোষ্য বেড়াল।
‘চিফ মাউসার’ ল্যারি বেড়াল:
আমরা জানি খুব সাধারণ নিয়ম মেনেই প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়। গণতান্ত্রিক দেশ হোক না পরিবারতন্ত্র কায়েম থাকুক, নির্বাচন আসুক বা নির্বাচন চলে যাক, এই বেড়ালের কাজের কোনও পরিবর্তন হয় না তাই তার বাসস্থানও বদলায় না। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাসভবন তথা কার্যালয় মানে সেখানে অনেক মানুষের চাকরি সংস্থান নয়।
বিশেষ কোনো অতিথি যদি ১০, ডাউনিং স্ট্রিটের গেস্ট হন তাঁকে পরিষেবা দেয় ‘চিফ মাউসার’ ল্যারি বেড়াল। অর্থাৎ, এর দায়িত্ব এলাকার ‘বেয়াদপ’ ইঁদুরদের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে দূরে রাখা। ডাউনিং স্ট্রিটের ওয়েবসাইট বলছে, আগত অতিথিদের অভ্যর্থনা জানানো থেকে নিরাপত্তা প্রতিরক্ষা পরিদর্শন করার দায়িত্বও তাকে দেওয়া হয়েছে।
আরো পড়ুন – পৃথিবীর গভীরতম গর্ত কোথায় জানেন? প্রায় ৩২,৮০৮ ফুট গর্ত খনন শুরু করেছেন বিজ্ঞানীরা
এই ল্যারি নিয়ে একটু বিস্তারিত জানা যাক। ২০০৭ সালে বেড়ালের জন্ম তো জানিয়েছি আগেই। ২০১১ সালে তাকে ‘ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম’ থেকে উদ্ধার করে ওই বেড়ালকে ডাউনিং স্ট্রিটে নিয়ে আসা হয়। ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং তাঁর স্ত্রী সামান্থার সন্তানদের সঙ্গে খেলা করার জন্য ল্যারিকে রাখা হয়েছিল।
জানা যায় পরে ব্রিটিশ ক্যাবিনেট অফিসে ল্যারিকে ‘চিফ মাউসার’ পদ অফার করা হয়। বাঘের মাসির দেখাশোনার করার জন্য ডাউনিং স্ট্রিটের কর্মীরা যথেষ্ট দক্ষ। ২০১১ সালের ২২ এপ্রিল ডাউনিং স্ট্রিটে নিজের দায়িত্ব পালন করে বেড়াল। মানে তখন প্রথম ইঁদুর শিকার করেছিল ল্যারি (Larry the cat spotted outside 10 Downing Street)।
আরো পড়ুন – বর্ষা শুরু হতে না হতেই সর্দি কাশির সমস্যা? ঘরোয়া টোটকা ব্যবহার করে সমাধান পেতে চান?
এর পর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রতিদিন একে একে অনেক ইঁদুর শিকার করেছে সে।ল্যারি ব্রিটেনের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়। ‘চিফ মাউসার’ হওয়ার পর থেকে ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ় স্ট্রস এবং ঋষি সুনক এই পাঁচ জন প্রধানমন্ত্রীর সঙ্গে দায়িত্ব পালন করেছে। সমাজমাধ্যমে বেশ সক্রিয় ল্যারি। নিজস্ব অ্যাকাউন্টও আছে। সেই সব অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যাও চোখ কপালে তোলার মতো।
আরো পড়ুন – কেন চর্চায় ‘রকেট-মানবী’ ঋতু কারিধাল! চন্দ্রযান ৩- এর সফল উৎক্ষেপণ, নেপথ্যে আছে নারী শক্তির হাত?
জানলে অবাক হবেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রাক্তন এবং বর্তমান প্রধানদের সঙ্গে ছবিও রয়েছে ল্যারির। বছর এগারো আগে ২০১২ সালে ‘ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম’ এক বিবৃতি জারি করে জানায় যে, ল্যারির জনপ্রিয়তার কারণে ব্রিটেনে মানুষের নাকি বিড়াল পোষার পরিমাণ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।।