Laptop overheating: ল্যাপটপে কাজ করতে করতে ক্লান্ত? একি ! ল্যাপটপ তো পুরো আগ্নেয়গিরির মতো গরম হয়ে গেছে, এবার বার্স্ট করবে না তো (How to reduce laptop heat)?
শুরুতে যে প্রশ্নটা করেছি সেরকম সমস্যা বা অবস্থার মুখোমুখি হতে হয়েছে আপনাকে? আশা রাখি হ্যাঁ কারণ এগুলো আমাদের নিত্যদিনের সমস্যা। একদিকে ল্যাপটপের স্পিড বাড়ছে না অন্যদিকে অন করে কাজ করার কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে তেতে যাচ্ছেন ল্যাপটপ (laptop overheating symptoms)।
কিন্তু ডেডলাইনের চাপ আছে,প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। তাই এইসব চিন্তা না করে ওই অবস্থাতেই ল্যাপটপে কাজ চালিয়ে যাওয়া ভাবনাটা এরকম যেন যা হবে দেখা যাবে। সার্ভিস সেন্টারে যাওয়ার আগেই, এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন। লাভ হবে আপনারই।
ল্যাপটপ হঠাৎ গরম হয় কেন?
প্রযুক্তি নির্ভরযোগে আমরা অনেক বেশি করে যন্ত্রের উপর নির্ভরশীল। সকালে ঘুম থেকে উঠা সারাদিনের কাজকর্ম রাতে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যাওয়া এইসব রুটিনের তালে আমাদের সবথেকে বেশি যোগাযোগ যন্ত্রের সঙ্গে। পছন্দের জিনিসের পাশাপাশি কাজের জিনিসও বটে মোবাইল বা ল্যাপটপ।
এর মধ্যে দিয়েই তো আসে রোজগার তাই এটাকে ঠিক রাখা তো দরকার। ইদানিংকালে খুব সাধারণ একটা সমস্যা হল ল্যাপটপ চালালেই তা অল্প সময়ের মধ্যে গরম হয়ে যাওয়া। এর ফলে ল্যাপটপের পারফরম্যান্স লেভেল কমে যায়, প্রসেসরের আয়ু ক্ষয় হয় । লোকাল দোকান হোক বা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ল্যাপটপ সারানোর ব্যবস্থা করতে গেলে পকেটে ভালো টাকা রাখতে হবে।
ল্যাপটপ ঠান্ডা করার উপায়:
আমরা বলি কি বেসিক চেষ্টাটা একবার নিজে করে দেখুন। এর জন্য আপনাকে সফটওয়্যার বা হার্ডওয়ার ইঞ্জিনিয়ার হতে হবে না। আসলে যে কোম্পানির ল্যাপটপ আপনি ব্যবহার করছেন অনেক সময় দেখা যায় তারাই সফটওয়্যারের মাধ্যমে ল্যাপটপের ফ্যানের স্পিড কমিয়ে রাখে।
সেটা আপনি সেটিংস থেকে দেখে নিয়ে প্রয়োজন মতো বাড়িয়ে দিতে পারবেন। কোন একটা কারণ নাও হতে পারে একাধিক কারণের জন্যও গরম হতে পারে ল্যাপটপ। যতক্ষণ কাজ হয় মানে মেশিন অন করলেই কম্পিউটার প্রসেসর থেকে অতিরিক্ত পরিমাণে তাপ উৎপন্ন হয়।
কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে তুলনামূলক ছোট এবং পাতলা প্রসেসর ব্যবহার করা হয় এই তাপ নিয়ন্ত্রণ করার জন্য। এই কারণে প্রতিটি ল্যাপটপে ছোট্ট ফ্যান থাকে। ব্যাপারটা অনেকটা আপনার বাড়ির মতো । ফ্যানের ধুলো জমলে যেমন হাওয়া গায়ে লাগে না, ল্যাপটপের ক্ষেত্রেও ঠিক তাই হয় । ফ্যানের কার্যকারিতা কমে যায় যদি ময়লা পড়ে। কুলিং জেল শুকিয়ে গেলে আবার ল্যাপটপের কুলিং সিস্টেম তখন প্রসেসরকে ঠান্ডা করতে পারে না।
আরো পড়ুন – বিয়ে করার সঠিক কোনও বয়স হয় কি? বেশি বয়সে পুরুষদের বিবাহে সমস্যা?
যদি দেখেন ল্যাপটপ অত্যন্ত গরম হয়ে যাচ্ছে সেই অবস্থায় কখনোই কাজ চালিয়ে যাওয়ার মত ভুল করবেন না। সঙ্গে সঙ্গে অফ করুন। প্রয়োজনে কুলিং প্যাড ব্যবহার করে দেখতে পারেন। এই প্যাডগুলিতে থাকা অতিরিক্ত ফ্যান হাওয়া চলাচল সাহায্য করে।
আরো পড়ুন – বিয়ের আগে টেনশন! বিয়ে করার সময় ভেবে করছেন তো? বিয়ে করার সুবিধা ও অসুবিধা কি?
ইউএসবি পোর্টের মাধ্যমে কুলিং প্যাডের ফ্যান ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করা যায়। আগেই বলেছি প্রসেসরের কার্যাবলী ঠিক রাখার জন্য একটি ফ্যান থাকে ল্যাপটপে তাই চেষ্টা করুন আপনি যেখানে ল্যাপটপ রেখে কাজ করছেন তার আশেপাশে যেন পর্যাপ্ত হাওয়া চলাচলের ব্যবস্থা থাকে।
আরো পড়ুন – বিবাহিত স্বামী-স্ত্রীর জীবনে ঝগড়া কি আবশ্যিক? বিবাহিত সম্পর্কে ঝগড়া ঠিক কতটা প্রয়োজনীয়?
বিছানায় বসে কাজ করলে বই বা উঁচু কিছুর উপর ল্যাপটপ রাখুন একেবারে বিছানার সঙ্গে লাগিয়ে রাখবেন না। আর ল্যাপটপ গরম হওয়ার ফলে যদি তা বন্ধ করে রাখেন তাহলে স্বাভাবিক তাপমাত্রায় না আসা পর্যন্ত কখনোই সেটা ব্যবহার করবেন না। আর ওই অবস্থায় গরম কোন স্থানে আপনার ল্যাপটপটি দয়া করে রাখবেন না অপেক্ষা করুন ঠান্ডা হওয়া পর্যন্ত।
আরো পড়ুন – Married: বিয়ে মানে কি? ঠিক কী কারনে বিয়ে করে নারী পুরুষ?
কিছু নিয়ম মেনে চলুন তাহলে আপনার গেজেট সুরক্ষিত থাকবে। তবে সমস্যা হলে অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিন।