Breaking Bharat: সারাক্ষণ ল্যাপটপ নিয়ে ব্যস্ত? আচ্ছা ল্যাপটপ চার্জে (Laptop charge) দিয়ে কাজ করছেন? বড় বিপদ ডেকে আনছেন না তো?
করোনাকালে আমরা অনেক কিছুর সঙ্গে পরিচিত হয়েছি যার মধ্যে একটা বাড়ি বসে কাজ। এটা করতে গিয়ে বেশিরভাগ সময় মোবাইল আর ল্যাপটপেই ভরসা রাখতে হয়েছে। যার ফলে এই যন্ত্র গুলোর উপরও চাপ বেড়েছে। কিন্তু ‘ল্যাপটপ চার্জে বসিয়ে কাজ ‘করার অভ্যেসটা কতটা ঠিক সেটা জানেন কি? আজ আসল সত্যি বলব আপনাকে।
কাজের চাপ এতটাই যে কাজ করতে করতে খেয়াল থাকেনা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে কতটা চার্জ আছে। তাই সেফ থাকার জন্য অনেকেই ল্যাপটপ চার্জে বসিয়ে কাজ করতে থাকেন (Charge the laptop and work)। যাতে দুম করে সিস্টেম অফ না হয়ে যায়।
ল্যাপটপ চার্জে বসিয়ে কাজ করা ঠিক না ভুল?
আসলে ল্যাপটপের ব্যাটারি চার্জ করি আমরা। ল্যাপটপে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারী ফুল চার্জ করলে আস্তে আস্তে তার ক্ষমতা কমতে থাকে। তাই বাড়িতে বা অফিসে ল্যাপটপ ব্যবহারের সময় (using the laptop) ব্যাটারি ৮০% চার্জ করাই ভালো।
কিন্তু যদি সবসময় চার্জে বসিয়ে ল্যাপটপ ব্যাবহার করেন তবে ব্যাটারী ১০০% চার্জ হওয়ার পরিমাণ স্বাভাবিক ভাবে বাড়তে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে ব্যাটারির ক্ষমতাও আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু অনেকটা সময় ল্যাপটপ ব্যবহার করার সময় বারবার ল্যাপটপ চার্জ করাও অসুবিধাজনক।
ল্যাপটপ সর্বোচ্চ কতোটুকু চার্জ হতে পারবে:
এক্ষেত্রে আপনাকে ভরসা করতে হবে কিছু সফটওয়্যারের ওপর। যেগুলি ইনস্টল করে নিলে ল্যাপটপ সর্বোচ্চ কতোটুকু চার্জ হতে পারবে তা ঠিক করে দেওয়া যায়। মানে ধরুন যদি আপনি ওই সফটওয়্যার এ ৬০% বা ৮০% সেট করে দেন, তবে ল্যাপটপ সর্বোচ্চ ৬০% বা ৮০% চার্জ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয় ভাবে চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। এর ফলে ল্যাপটপ চার্জ-এ লাগানো অবস্থায় ব্যাটারী ৬০% বা ৮০% চার্জ হয়েই থেমে যাবে।
আপনি আপনার নিজস্ব সিদ্ধান্ত মতো যে কোনও ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে পারেন এবং তা ব্যবহার করতে পারেন। আমরা এখানে দুটি ব্র্যান্ডের উদাহরণ দিচ্ছি, শুধুমাত্র বোঝার তাগিদে। কোনও বিজ্ঞাপনের উদ্দেশ্যে নয়। প্রথমেই বলি, ASUS এর কথা। আশা রাখি এই নামটি সবারই জানা।
আরো পড়ুন- Cancer medicine : সুখবর! মারণ রোগ ক্যানসার নিয়ে আর চিন্তা নেই, এসে গেল ক্যানসারের ওষুধ
এই ব্র্যান্ডের ল্যাপটপের জন্য এমন একটি সফটওয়্যার রাখা হয়েছে, যার নাম “ASUS Battery Health Charging”. এই তালিকায় নাম রয়েছে LENOVO কোম্পানিরও । এদের ল্যাপটপের জন্যও এমন একটি সফটওয়্যার রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আপনি বর্তমানে যে ল্যাপটপ ব্যবহার করছেন তাতে এই সুযোগ আছে কিনা?
আরো পড়ুন- Google Cloud : ক্লাউড নাইন শুনেছেন হয়তো,গুগল ক্লাউড সম্পর্কে কতটা জানেন সাধারণ মানুষ?
তাহলে আপনার ল্যাপটপের জন্য এমন কোনো সফটওয়্যার আছে কিনা সেটা আপনাকে google করে জেনে নিতে হবে। আর আপনার ল্যাপটপের জন্য এমন কোনো সফটওয়্যার না থাকলে ল্যাপটপ সর্বোচ্চ ৮০% চার্জ হতে দিন এবং চার্জার খুলে ফেলুন। যখন চার্জ কমে মোটামুটিভাবে ৩০% হবে তখন আবার চার্জে লাগিয়ে নিন। এইভাবে ল্যাপটপের ব্যাটারী লাইফ কিছুটা হলেও বাড়ান যায়।
আরো পড়ুন- পিঠের চামড়া তুলে নেবার হুমকি! প্রাচীন ভাষার রীতিতেও শাসকের দম্ভ আর ঔদ্ধত্য কেন দেখা যায়?
মাথায় রাখবেন ল্যাপটপ হোক বা ফোন ৩০ শতাংশের উপরে চার্জ থাকলে তাকে কখনোই পুনরায় চার্জ করার দরকার নেই। এতে আপনার ল্যাপটপ এবং ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে।]