Breaking Bharat: শাড়ি কি শুধুই মহিলাদের পোশাক? ভারতের কোন স্থানে পুরুষ শাড়ি পরে, জানেন কি? সাধারণত মহিলাদের পোশাক শাড়ি। কিন্তু এই মন্দিরে গেলে দেখতে পাবেন উল্টো ছবি। অবাক লাগছে? বেশ তাহলে বিস্তারিত জানাই এই প্রতিবেদনে।
ভারতীয় আনাচে কানাচে সংস্কৃতির নানা বৈচিত্র দেখা যায়। বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান হয়। তেত্রিশ কোটি দেবতা হিন্দু ধর্মের আরাধ্য। ভারতের বিভিন্ন মন্দিরে চলে নিত্য পূজো। একেক মন্দিরে একেক রকম নিয়ম। ভক্তিতে বিশ্বাসে ভগবান রয়েছেন সর্বত্র। আজ ভারতের এমন এক মন্দিরের কথা বলব যেখানকার নিয়মে একটু উলট পুরান।
কোট্টানকুলাঙ্গারা দেবীর মন্দির (Kottankulangara Devi Temple):
কেরলের কোল্লাম শহরের কোট্টানকুলাঙ্গারা দেবীর মন্দির। মন্দিরে আরাধ্য বিগ্রহ আদি শক্তির ভগবতী রূপ। কেরালায়, চামায়াবিলাক্কু উৎসবের জন্য প্রত্যেক বছর ভক্তদের ঢল নামে এই মন্দির প্রাঙ্গণে । তবে এখানে পূজা দিতে গেলে বিশেষ নিয়ম মানতে হবে আপনাকে।
এখানে ভক্তরা আসেন মহিলাদের মতো শাড়ি-গয়না পরে। শুনতে অবাক লাগলেও প্রত্যেক বছর এই একই ঘটনা ঘটে। এর পেছনেও আছে এক লৌকিক কাহিনী। এবার সেই কাহিনী বলব আমরা। আগেই বলে রাখি আমরা প্রচলিত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করতে চাই না (kottankulangara chamayavilakku history)।
পুরুষরা এই মন্দিরে মেয়ে সেজে আসে:
বছরের পর বছর ধরে ভক্তরা যে বিশ্বাস নিয়ে আসেন সেই অংশটি উদ্ধৃত করা হলো। কথিত আছে এখন যেখানে মন্দির প্রতিষ্ঠিত, সেখানে এক সময়ে ছিল জঙ্গল। সেখানকার রাখালরা তাদের গবাদি পশুদের চরাতে এই স্থানে একটি বড় পাথর ঘিরে খেলাধুলা করতো।
ভারী অদ্ভুত ব্যাপার হল মহিলাদের পোশাক পরে এই পাথরের আশেপাশে খেলা করতেন। হঠাৎ একদিন সেই পাথর থেকে প্রকট হন দেবী দুর্গা। সেই থেকে চারিদিকে প্রচারিত হতে শুরু করে যে পুরুষ যদি নারীর পোশাক পড়ে দেবীকে সন্তুষ্ট করেন তাহলে তার মনোবাঞ্ছা পূর্ণ হয় (Men wear women’s clothes)।
আরো পড়ুন – falling in love : প্রেমের বড় শক্তি হলো বিশ্বাস, তাই বিশ্বাসঘাতকের সঙ্গে প্রেম করার আগে সাবধান!
পুরুষেরা শাড়ি পরে দেবীর আরাধনা করেন:
তারপর থেকেই চামায়াবিলাক্কু উৎসবের জন্য প্রতি বছর অন্তত একদিনের জন্য হলেও এই বিরল ঘটনা ঘটে। প্রত্যেক বছর মার্চ মাসে এই উৎসব হয় এবং টানা ১০-১২ দিন চলে। পুরুষেরা মাথায় ফুল গুঁজে খোপা বেঁধে শাড়ি পরে দেবীর আরাধনা করেন (Men worship the goddess wearing sarees:। এখানকার মানুষ বিশ্বাস করেন যে ধার থেকে মুক্তি পেতে এইভাবে পুজো দিলে ফল মেলে ।
আরো পড়ুন – Destination Wedding : বাড়িতে বিয়ে এখন অতীত, বিবাহ বাসরেই কেল্লাফতে ডেস্টিনেশন ওয়েডিং-এর?
প্রায় হাজার পাঁচেক পুরুষ এভাবেই মহিলা সাজেন। তাদের দেখতে প্রচুর মানুষ ভিড় জমান (kottankulangara festival)। পুরুষটির মহিলা গড়ে তোলার জন্য মেকআপ আর্টিস্টরা এসে উপস্থিত হন। সব মিলিয়ে বর্ণময় অনুষ্ঠান। মধ্যরাতেই হয় পুজোর আসল অনুষ্ঠান (Kottankulangara Devi Temple Kollam)।
আরো পড়ুন – adventure : অ্যাডভেঞ্চার ভালবাসেন? এক একটা অ্যাডভেঞ্চার করতে প্রায় ৩০ লক্ষের মতো খরচ! জানেন?
পোশাক হিসেবে থাকে শাড়ি, সালোয়ার তো থাকেই সঙ্গে আবার কেরালার ঐতিহ্যবাহী ঘাগড়াও পরেন পুরুষরা। সাজের সঙ্গে মানানসই করে নানা রকমের গয়না, পায়ে নুপুর থেকে খোঁপায় মালা কোনও কিছুই বাদ যায় না।