Breaking Bharat: বক্স অফিসে ধামাল করেছে দেবের আগের ছবি ‘টনিক’। শুধু তাই নয়, টানা ১০০ দিন চলেছে সিনেমা প্রেক্ষাগৃহে। আর তার পরবর্তী ছবি ‘কিশমিশ’ নিয়ে একটা আলাদা উৎসাহ ছিলই। তার প্রথম কারণ অবশ্যই জুটিতে দেব আর রুক্মিণী মৈত্র। তাছাড়া প্রেমের গল্প হলেও কিশমিশ সিনেমায় তিনটি প্রজন্মকে তুলে ধরা হয়েছে। ফলে গল্পেও আছে টুইস্ট। (KISHMISH bangla Movie Review)
শুক্রবারই মুক্তি পেয়েছে ‘কিশমিশ’ (Kishmish (2022)। আর মুক্তির দিনই ছবি হাউজফুল। দেব সোস্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করে জানান, ৮২১টি টিকিটি বিক্রি হয়ে গিয়েছে নবীনা সিনেমা হলের। এই সিনেমাহলটি বহুদিন ধরেই ধুঁকছে। সেই সিনেমাহলের হাউজফুল হওয়া নিসন্দেহে একটি বড় পাওনা।
দীর্ঘদিন পর রোম্যান্টিক ছবিতে জুটি বেঁধেছেন দেব ও রুক্মিণী (Dev and Rukmini movie Kishmish)।কাজেই ‘কিশমিশ’ নিয়ে যে দেব ভক্তদের দারুণ উন্মাদনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ছবিতে দেব ও রুক্মিণীর সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়,খরাজ মুখোপাধ্যায়,অঞ্জনা বসু ও জুন মালিয়া।
এই মোটর বাইকের দাম প্রায় ১৬ লক্ষ টাকা, কী কী ফিচার রয়েছে এই বাইকে?
তবে অনেকেই বলছেন, দেবের বক্সঅফিস সাফল্যের পথে অন্যতম কাঁটা হতে চলেছে জিতের ‘রাবণ’। যদিও কিশমিশ নিয়ে দেব সেরা রিভিউ পেয়েছেন তাঁর বাবার থেকে। এই নিয়ে সোস্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টও করেছেন তিনি।
গরমের দিনে হিট স্ট্রোকের ঝুঁকি? পাতে কী খাবার রাখবেন, কী বলছেন পুষ্টিবিদরা?
সোস্যাল মিডিয়ায় দেব লেখেন, ‘আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি, প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিলো Kishmish সিনেমাটি দেখতে, সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা, সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে Kishmish Super duper Hits।
আজকে যেন মনে হলো বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম, #Kishmish আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই, কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মত মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেনো অস্কার পেলাম।’