Breaking Bharat: সবটাই বোধহয় নামের মহিমা। আসলে যে যাই বলুন কাম শব্দটার সঙ্গে কেমন ভাবেই মানুষের সুপ্ত কিছু ভাবনা বা ইচ্ছের সংযোগ হয়েই যায়। কিন্তু কামাখ্যা মন্দির সকলের পরম আরাধ্যের। সেখানেই দেবী কামাখ্যার অধিষ্ঠান বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা (Unknown Secrets of Kamakhya Mandir)।
কামরূপ-কামাখ্যা বলতে কী বোঝানো হয়?
আসামের কামরূপ জেলায় দেবী কামাখ্যার মন্দির (Kamakhya Temple)। গৌহাটি থেকে গাড়ি করে যেতে পারবেন আপনি। অনেকেই এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কে নিয়ে নানা অলৌকিক কাহিনীর কথা বলে থাকেন। যদিও আমরা কোনও কুসংস্কারকে সমর্থন করিনা বা তার প্রচার করিনা। পৌরাণিক কাহিনী অনুসারে, শিব যখন সতীর মৃত দেহ নিয়ে বিশ্ব ব্রহ্মান্ডের ধ্বংসলীলায় মেতে উঠেছিলেন, তখন জগৎ কে রক্ষা করতে, বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে, সতীর দেহ খন্ড, বিখণ্ড হয়ে, পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে।
দেবী সতীর খণ্ডিত দেহাংশ (যোনীর অংশ) আসামের কামরূপ জেলায়(গৌহাটি শহরের সন্নিকটে) পড়ে।এই জেলাতেই প্রতিষ্ঠা করা হয়, দেবী কামাখ্যার মন্দির (kamrup kamakhya temple)। কথিত আছে কামরূপ জেলায়, একসময় যাদু, টোনার ব্যাপক হারে প্রচলন ছিল। মানুষ অন্ধ বিশ্বাস আর কুসংস্কারের গোঁড়ামির জেরে পিছিয়ে পড়েছিল।কিন্তু দেবী কামাখ্যার মন্দির হওয়ার পর তাঁর মহিমার কথা লোকমুখে প্রচারিত হয়। এবং ধীরে ধীরে কামরূপ কামাখ্যা তন্ত্র সাধনার পীঠস্থান হয়ে উঠে (Kamakhya is a locality in Guwahati,Assam)।
আরো পড়ুন- Truck Rhymes: দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি – ট্রাকের পিছনে এসব ছড়া লেখা থাকে কেন?
আরো পড়ুন- Horses Sleep Standing Up : ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়? কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোনো যায় কি?
আরো পড়ুন- Begunkodar railway Station : ভুতে বিশ্বাস করেন ? কোনওদিন গেছেন ভুতুড়ে কোনও স্টেশনে?
তান্ত্রিকদের জন্য কামরূপ কামাখ্যা গুরুত্বপূর্ণ সাধনস্থলকেন?
এবার আসি তন্ত্র আর জাদুর বিষয় নিয়ে। দেখুন দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। জাদু বা ম্যাজিক একটা কৌশল মাত্র আর তন্ত্র এক বিদ্যা যা অর্জন করতে হয় বলেই তান্ত্রিকরা মেনে থাকেন।তাঁদের কথা মতো সাধন করে সিদ্ধিলাভ করতে হয়। তবেই তন্ত্রের সার্থকতা। এটা এক ধরনের পূজা পদ্ধতি, যদিও এই বিষয়টি বিতর্কিত এবং ব্যক্তি বিশেষে একেকরকম। তবে কামরূপ কামাখ্যা বলতে যে কামরূপ জেলায় দেবী কামাখ্যার মন্দিরকেই বোঝায় তা বলাই বাহুল্য (Kamakhya Temple Mystery)।