Breaking Bharat: কামাক্ষ্যা মন্দিরে পুরুষ প্রবেশ নিষিদ্ধ! জানেন এই নিয়ম আছে ভারতের একাধিক মন্দিরে! দেবতার দরবারে ভক্তদের প্রবেশ অবাধ, এটাই তো স্বাভাবিক। কিন্তু এ কী কাণ্ড ! মন্দিরে পুরুষ প্রবেশ নিসিদ্ধ (Men are not allowed to enter the temple)?
অবশ্য এই প্রসঙ্গে আপনি শবরিমালা মন্দিরের কথা টেনে বলতেই পারেন সেখানে মহিলাদের প্রবেশের বাধার কথা। কিন্তু এখন ছবি বদলেছে। অনেক লড়াইয়ের পর আদালতের নির্দেশে কেরলের শবরীমালা মন্দিরে এখন মহিলারাও প্রবেশ করতে পারেন (Sabarimala temple in Kerala)।
একেক মন্দিরে একেক নিয়ম:
কিন্তু আপনি কি জানেন এরকম একাধিক মন্দির আছে যেখানে পুরুষ এখনও প্রবেশ করতে পারেন না। এই তালিকায় আছে সতী পীঠ কামাক্ষ্যার নামও।
ভারত হিন্দু ধর্মের দেশ। মূলত ভগবান নির্ভরশীলতা এখানে চোখে পড়ার মতো। হিন্দু ধর্মের প্রায় ৩৩ কোটি দেবতার প্রত্যেকেরই নিজস্ব মন্দির আছে বলে মনে করা হয়। এবার তাহলে অঙ্ক কষে দেখুন কতগুলো মন্দির হল? একেক মন্দিরে একেক নিয়ম।
৫১ সতীপীঠের অন্যতম পীঠ হল অসমের কামাখ্যা মন্দির:
কোথাও মহিলা প্রবেশ করতে পারেন না তো কোথাও পুরুষ। ৫১ সতীপীঠের অন্যতম পীঠ হল অসমের কামাখ্যা মন্দির (Kamakhya temple in Assam)। সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে তাঁর যোনি ছিন্ন হয়ে এখানেই পড়েছিল আর সেখান থেকেই মন্দির- এমনটাই কথিত আছে। এই মন্দিরে আছে একাধিক নিয়ম।
আরো পড়ুন – নিজের দেশে খাওয়া জুটলেও ঘুমোবার সুযোগ নেই কেন? শুধুমাত্র ঘুমোনোর জন্য অন্য দেশে যেতে হয়!
অম্বুবাচীর সময় তিনদিন মন্দির বন্ধ থাকার পর চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। কিন্তু পুরুষ অনুমতি পান না প্রবেশের। কেরলের আট্টুকাল মন্দিরেও পুরুষরা প্রবেশ করতে পারেন না। পোঙ্গলের সময় এই মন্দিরে প্রায় ৩০ লক্ষ মহিলা ভক্ত মন্দির উপস্থিত হন বলেই রেকর্ড আছে।
এই মন্দিরে বিবাহিত পুরুষদের প্রবেশ নিসিদ্ধ:
গিনিস ওয়ার্ল্ড অফ বুকে জায়গা করে নিয়েছে এই মন্দির, ভাবতে পারেন। তবে পুরুষের নো এন্ট্রি। বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দিরেও ছেলেরা যেতে পারেন না। তবে সবাই যেতে পারেন না কি? এখানে টুইস্ট আছে। এটি রয়েছে রাজস্থানের পুষ্করে। প্রজাপতি ব্রহ্মার এই মন্দিরে বিবাহিত পুরুষদের প্রবেশ নিসিদ্ধ।
আরো পড়ুন – Mahadev Temple : এই দেশেই আছে অদৃশ্য শিব মন্দির? কেন দর্শন দিয়েই ডুবে যান দেবাদিদেব?
পুরাণ অনুযায়ী, এই স্থানে স্ত্রী সরস্বতীকে নিয়ে যজ্ঞে বসার কথা ছিল প্রজাপতি ব্রম্ভার । কিন্তু পৌঁছোতে দেরী করেন সরস্বতী। সেই কারণে দেবী গায়ত্রীকে বিয়ে করেন ব্রহ্মা এবং যজ্ঞ সম্পন্ন করেন। এই ঘটনায় রেগে যান সরস্বতী অভিশাপ দেন। তারপর থেকেই মনে করা হয় এই মন্দিরে বিবাহিত দম্পতি তাদের বিয়ে টিকবে না। তাই বিবাহিত পুরুষ নিষিদ্ধ।
আরো পড়ুন – Pitbull : পিটবুল মারাত্মক হিংস্র প্রজাতির কুকুর! তাকে দত্তক নিচ্ছে কেন স্বেচ্ছাসেবী সংগঠন?
বিহারের মুজফ্ফরনগরের মাতা মন্দির একটি সতী পীঠ। এখানে ঋতু স্রাব কালে মন্দিরে পুরুষের প্রবেশ নিষিদ্ধ। সেই সময় মন্দির পরিচালনা করেন মহিলারাই। পুরুষ পুরোহিত প্রবেশ করতে পারেন না।
এর থেকে স্পষ্ট এক এক জায়গায় একেক নিয়ম মেনে এগিয়ে চলে বিশ্বাস এবং ধর্মীয় আচার। কোন ধর্মীয় বিশ্বাস বা প্রচলিত আচার কে আমরা কোনভাবেই আঘাত করতে চাই না।