Breaking Bharat (juliet rose): গোলাপে আছে কাঁটা! তবুও গোলাপের দাম কোটি কোটি টাকা? এত টাকা দিয়ে গোলাপ? যদিও সে সবচেয়ে সুন্দর, তাই না? আচ্ছা একটা গোলাপের সর্বোচ্চ কত টাকা দাম হতে পারে? উত্তর জানলি চোখ কপালে উঠবে!
ফুল ভালোবাসে সবাই। আসলে ঈশ্বরের এক দারুণ সৃষ্টি এই ফুল। জন্ম থেকে মৃত্যু সবেতেই এর ব্যবহার। সাদা হোক বা রঙিন প্রতিটি ফুলের আলাদা আলাদা গুরুত্ব আছে। রঙিন সকালে ফোটে, সাদা ফুল রাত্রে। একেক জন মানুষের একেক রকম পছন্দ। তবে ছোট থেকে বড় কিংবা বড় থেকে বুড়ো সবার পছন্দের তালিকায় গোলাপের নাম থাকবেই।
গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়:
এই গোলাপের নানা রং নানা অনুষ্ঠানে কার্যকরী। আসলে সাদা,লাল, হলুদ, গোলাপি এমনকি কালো রঙেও গোলাপের মহিমা অপার। গোলাপ ফুল নানা দামের হয় (Roses have different prices)। জীবনের আর সময়ের নানা অনুভূতি ব্যক্ত করতে গোলাপের নানা রঙ। দামটাও তেমনই, তবে সবচেয়ে মূল্যবান গোলাপ কত দামী হতে পারে সে সম্পর্কে আপনার আমার হয়তো ধারণাই নেই।
বন্ধুত্ব মানে হলুদ গোলাপ, ভালোবাসায় লাল গোলাপ, সরি বোঝাতে সাদা রঙের গোলাপ আবার বয়কট আর প্রতিবাদের , হিংসা আর যুদ্ধে কালো গোলাপ। এভাবেই নানা মুহূর্তে গোলাপের নানা রকম নানা রঙ আমাদের অনুভূতিকে সমাজের সামনে তুলে ধরতে পেরেছে।
যদিও বিভিন্ন রং অনুযায়ী গোলাপের দামের পরিবর্তন হয়। মুঘল আমল থেকে আজ পর্যন্ত গোলাপকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয় (Rose is seen as a symbol of love)। তবে, এটির অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এটি সৌন্দর্য থেকে ওষুধ পর্যন্ত সমস্ত কিছুতেই ব্যবহৃত হয়। আজ বলি গোলাপের সর্বোচ্চ দামের কথা।
এখনকার দিনে অফ সিজনেও দশ টাকা দামের গোলাপ পাবেন না। সাধারণ লাল গোলাপ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়। যত আন কমন কালার তত বেশি দাম। বিয়ের মরশুমে বা প্রেমের সপ্তাহে এই দাম চরমে ওঠে। কিন্তু এই ফুলের দাম যে কোটি টাকা হতে পারে তা বোধহয় কল্পনাতেও আনতে পারেন না সাধারণ মানুষ।
কিন্তু এমনটা ঘটেছে। আর সেই বিশেষ গোলাপটি বিশ্বের থেকে দামি গোলাপের আখ্যা পেয়েছে। তার নাম জুলিয়েট। ২০০৬ সাল থেকে এই নামেই বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে। ডেভিড অস্টিন নামের এক ব্যক্তি গোলাপ নিয়ে পরীক্ষা চালিয়ে বিশেষ এই গোলাপের সৃষ্টি করেছিলেন।
পরবর্তী সময়ে তিনি এই গোলাপের চাষও করেছিলেন। এই গোলাপ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। ভারতীয় মুদ্রায় দাম প্রায় ২০০ কোটি (juliet rose price in india)। কি একেবারে অবাক হয়ে গেলেন তো? এত টাকা দিয়ে গোলাপ? হ্যাঁ মশাই, এই পৃথিবীতে কত কিছুই যে হয় তা আমাদের ধারণার বাইরে।
বিশ্বের সবচেয়ে মহার্ঘ গোলাপ জুলিয়েট রোজ (Juliet Rose):
এত দামি গোলাপ যখন তখন বিশেষ বৈশিষ্ট্য নিশ্চয়ই থাকবে। আসলে জুলিয়েট রোজ ফুটতে প্রায় ১৫ বছর লেগেছিল বলে জানা যায়। এই বিশেষ ধরনের গোলাপের নাম দেওয়া হয়েছিল এপ্রিকট-হ্যুড হাইব্রিড। ২০০৬ সালে ডেভিড যে প্রথম জুলিয়েট রোজ বা গোলাপ উপহার দিয়েছিলেন তার দাম ছিল ৯০ কোটি টাকা। বিস্তারিত পাবেন ডেভিড অস্টিনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই গোলাপের সুগন্ধের বিষয়েও সেখানে উল্লেখ করা রয়েছে।
এই গোলাপ বিশ্বের নজরে আসে ২০০৬ সালে, এই বিষয়ে আগেই বলা হয়েছে। চেলসি পুষ্প প্রদর্শনীতে নজর কাড়ে জুলিয়েট রোজ (juliet rose)। বিশ্বের সবচেয়ে দামি ফুলের তালিকার দ্বিতীয় স্থানে থাকা জুলিয়েট রোজের প্রতিটির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫.৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা।
এটি এক ধরনের গোলাপ। সাধারণ গোলাপের চেয়ে আকারে বেশ বড় আর ছড়ানো । যার ফলে সহজেই নজর কাড়ে আর সুগন্ধ ছড়িয়ে পড়ে। সামনেই পুজো আসছে বাঙালির কাছে প্রেম করার অমূল্য সুযোগ এর থেকে বেশি কিছু হতে পারে না।
তাই শাড়ি পড়া বঙ্গ ললনা যখন দেবীর পূজোয় ১০৮ টা পদ্ম চোখের সামনে দেখবে তখন গোলাপ নিয়ে হাজির হয়ে যান তার সামনে। জুলিয়েট রোজ দেবেন কিনা সেটা অবশ্য আপনার ব্যাপার। তবে সুখী হোক আপনার লাভ স্টোরি, সঙ্গে থাকুক গোলাপ।