JioPhone Prima 2 4G: মাত্র ২৭৯৯ টাকায় জিওর নতুন ফোন নিয়ে নিন, সংস্থা নয়া সুযোগ দিচ্ছে জানেন? জিও কানেকশন ব্যবহার করেন?
এখনকার দিনে আপনার আশেপাশে যদি ১০ জন লোক থাকে তার মধ্যে অন্তত আট জন jio কানেকশন ব্যবহার করেন। সামনেই পূজোর মরসুম , আর রিলায়েন্স জিও আপনাকে তাদের ফোনে বিশেষ অফার দিচ্ছে। নানা কাজের ব্যস্ততার ভিড়ে আপনি হয়তো খেয়াল করেননি কিন্তু জিও ইতিমধ্যেই বাজারে নতুন ফোরজি ফোন নিয়ে এসেছে।
‘জিওফোন প্রিমা ২ ফোর জি‘ নামের এই ফোন লঞ্চ হতেই চারিদিকে একেবারে হইচই পড়ে গেছে। অত্যন্ত কম দামে আকর্ষণীয় ফিচার, কানেকশন সবটা পেতে হলে এই ফোন আপনার কাছে ভীষণ প্রিয় হয়ে উঠতে পারে। আপনি কি জানেন গত বছরেরই লঞ্চ করা হয়েছিল ‘জিওফোন প্রিমা ২ ৪জি‘। এবার তারই সাক্সেসার হিসাবে এই ফোনটি বাজারে আনা হয়েছে। ফোনটিতে বেশ কিছু নতুন ফিচার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ব্যাক প্যানেলে লেদারের ফিনিশ এবং নতুন কার্ভ ডিজাইন।
আজকালকার দিনে একটা ফোন কিনতে গেলে আপনাকে যথেষ্ট বাজেট রাখতে হয়। যদি ইএমআইও ফোন কিনতে চান তাহলেও কিন্তু পকেটের জোর থাকা চাই। কিন্তু বাড়িতে এরকম অনেক মানুষ থাকেন যারা হয়তো খুব বেশি করে স্মার্টফোন ব্যবহার করেন না কিন্তু তাদের একটা আকর্ষণীয় ফোনের প্রয়োজনীয়তা অবশ্যই থাকে।
আপনার মাসের খরচ থেকে মাত্র ২৮০০ টাকা বাজেট সরিয়ে রাখলেই আপনার হাতে জিওর নতুন ফোন চলে আসবে। যদিও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের কোন বিস্তারিত তথ্য নেই। তবে আপনি চাইলে জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজনে ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে সবকিছুই জানতে পারবেন।’JioPhone Prima 2 4G‘ ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২৭৯৯ টাকা।
এই অফারটা আপনি amazon এর মাধ্যমে ফোন কিনতে চাইলে সহজেই পেয়ে যাবেন। ফোনটির ফ্রন্ট প্যানেলে রাখা হয়েছে রাউন্ড এজ ডিজাইন। লাক্স ব্লু কালারে মার্কেটে লঞ্চ করা হয়েছে এই ফোন। স্ক্রিনের নিচেই কোম্পানির লগ এবং তার নিচে কোয়ার্টি কীপ্যাড আছে।
আরো পড়ুন – বাসে ট্রেনে নিত্য যাতায়াত করেন? কেন গণপরিবহনে সফর মেয়েদের জন্য এত অস্বস্তিকর?
এছাড়া, নীচের প্যানেলে রাখা আছে চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। তবে শুধু অনলাইনের জন্যই নয় শীঘ্রই এই ফোনটি JioMart, রিলায়েন্স ডিজিটালের পাশাপাশি অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমেও মার্কেটে আনা হবে বিক্রির জন্য।
এবার একটু ফিচারস নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। সংস্থা জানিয়েছে এই ফোনের ব্যাক প্যানেলের লেদার ফিনিশের মতো কাজ আলাদা আকর্ষণ। ব্যাক প্যানেলে আছে চওড়া স্ট্রিপ এবং রেয়ার ক্যামেরা ও স্পিকার রয়েছে। ফোনটির ওজন ১২০ গ্রাম রাখা হয়েছে। ফোনের নির্মাতা UNITED TELELINKS NEOLYNCS PRIVATE LIMITED নামক কোম্পানি।
আরো পড়ুন – আপনার হাসি নিয়ে অন্যদের হাসাহাসি? চিন্তা নেই, আপনি সঠিক পথে আছেন!
এটা যে ফোরজি ফোন তা তো জানেন, এতে পেয়ে যাবেন ৩২০×২৪০ পিক্সেল রেজোলিউশন সহ ২.৪ ইঞ্চির সুন্দর QVGA কার্ভ ডিসপ্লে। ২০০০mAh ব্যাটারি থাকবে। ARM Cortex A53 প্রসেসর সহ এই ফোনটি kaiOS 2.5.3 অপারেটিং সিস্টেমে কাজ করে। মোট ২৩ টা ভাষা এতে কাজ করে। ফোনের স্টোরেজ ১২৮ GB পর্যন্ত বাড়াতে পারবেন আপনি।
আরো পড়ুন – Project December AI: মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ! ‘প্রজেক্ট ডিসেম্বরের’ কথা জানলে চমকে উঠবেন
JioPay এবং সাউন্ড অ্যালার্ৎ সহ UPI এবং Scan QR পেমেন্ট অপশন আছে। ইউটিউব, ফেসবুক এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সবই পেয়ে যাবেন। কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই JioChat এবং নেটিভ ভিডিও কল করা যেতে পারে।