Itel Mobile Phones: ইন্টারনেট ছাড়া ইউপিআই পেমেন্ট করতে চান? মুশকিল আসন করে আজব ফোন নিয়ে এলো আইটেল! আপনি কি জানেন ইন্টারনেট ছাড়াই এখন ইউপিআই পেমেন্ট করতে পারবেন? ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলেও এটাই সত্যি।
আজকের দিনে ডিজিটাল ভারতে আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল। সেখানে দাঁড়িয়ে আড়াই হাজার (2500) টাকারও কম দামে যদি এমন ফোন পেয়ে যান যেখানে ইন্টারনেট ছাড়াই আপনি সব ধরনের ইউপিআই পেমেন্ট করতে পারবেন তাহলে এর থেকে ভালো খবর আর অন্য কিছু হতে পারে কি?
কম দামে আইটেল ফোন (Itel Mobile):
আমরা আপনাকে দুর্দান্ত একটি অফারের কথা বলব। যেখানে অবিশ্বাস কম দামে আপনি এমন এক ফোন পেয়ে যাবেন যা প্রকৃতপক্ষে দরকারের সময় আপনার পাশে থাকবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে অত্যাধুনিক প্রযুক্তির মোবাইলের মধ্যে এই মোবাইল কোন চমক তুলে ধরল আপনার জন্য।
এখন চারিদিকে স্মার্টফোনের ডাকাডাকি কিন্তু তাই বলে ফিচার ফোন বা কী প্যাড ফোন ব্যবহার করেন না এমন মানুষ একেবারেই হারিয়ে যাননি। অনেকেই আছেন অসুস্থতার কারণে হয়তো স্মার্টফোনে সেভাবে অভ্যস্ত হতে পারেননি।
আবার বয়স জনিত কারণে ও স্মার্ট ফোন ঠিকমতো নাড়াচাড়া করতে অনেকের সমস্যা হয়। তাই সবদিক মাথায় রেখে এই গরীব দেশে এমন অনেক মানুষ আছেন যারা অত্যাধুনিক প্রযুক্তি ঠাসা স্ক্রিন টাচ হ্যান্ডসেটের বদলে কী-প্যাড মডেলগুলিই ব্যবহার করতে বেশি পছন্দ করেন।
itel Super Guru স্মার্টফোন:
আজকে আপনাদের এই প্রতিবেদনে বলবো itel শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে একটি নতুন ফিচার ফোন লঞ্চ করবে যা আপনাকে একেবারে চমকে দেবে। দেখুন 91mobiles-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, সস্তা ফোন তৈরির জন্য জনপ্রিয় এই কোম্পানিটি itel Super Guru নামে একটি ফোন চালু করতে চলেছে।
আরো পড়ুন – Nokia কত বড় সারপ্রাইস দিল জানেন? এক চার্জে তিনদিন চলবে Nokia T21 ট্যাবলেট?
তবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই এই ধরনের ফোনে তো আর ইউপিআই পেমেন্ট করা যাবে না, তাই শুধুমাত্র আপনার কথা ভেবেই এই ফোন লঞ্চ করছে যা UPI 123Pay ফিচারের সাথে আসবে। আর সেই কারণের জন্যই ব্যবহারকারীরা ইন্টারনেট এবং স্মার্টফোন ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন।
আরো পড়ুন – Yamaha: ধুমধাম করে Yamahaকোম্পনি নিয়ে আসছে নতুন দুটি বাইক। কি সেই বাইক?
আপনি হয়তো ভাববেন এই ফোনের অনেক দাম, কিন্তু মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে Itel Super Guru-এর দাম ২,৫০০ টাকার কম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিতে চাইবো।
আরো পড়ুন – আমির খান কেন বলিউডের পুরস্কার মঞ্চে থাকেন না? পুরস্কার গ্রহণে তার এত অনীহা কেন?
এই নতুন ফোনে আপনি পেয়ে যাবেন আইটেল সুপার গুরু ফোনটি ক্যামেরা, স্পিকার, টর্চ লাইট, এবং টি৯ কীপ্যাডের মতো জানা যাচ্ছে ১,৯০০ এমএএইচ ব্যাটারি দেবে কোম্পানি আর এর সাথে থাকবে সুপার ব্যাটারি মোড ফিচার। আপনাকে জানিয়ে দেবো যে এই ফোন কিন্তু নোকিয়ার সঙ্গে পাল্লা দেবে বলে জানা যাচ্ছে।
এখন প্রশ্ন UPI 123PAY ফিচার কী?
গত বছরের শুরুতে এনপিসিআই (NPCI) ফিচার ফোনের জন্য বিশেষভাবে ডিজাইনড্ ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস চালু করে, যার নাম ইউপিআই ১২৩পে। আপনি যদি চান তাহলে এই ফিচারের সাহায্যে ইউজাররা সম্পূর্ণ নিরাপদে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। আসলে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের ওপর ভিত্তি করে এই অ্যাপ আজ করবে।