Breaking Bharat: পুজোর সময় মাথায় ঘোমটা দেওয়ার রীতির পেছনে আসল কারণ কি ভেবেছেন কখনো? বলতে পারেন এমনটাই হয়ে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। আজকের এই প্রতিবেদনে সেই বিশেষ দিকেই আলোকপাত করার চেষ্টা করবো আমরা।
গানের লাইন হিসেবে সকলেই গেয়ে থাকেন মেনকা মাথায় দিল ঘোমটা। এতে খারাপের কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ঘোমটা দেওয়া বা মাথা কাপড় দিয়ে ঢাকা দেওয়ার রীতিটা এলো কী করে? কথায় বলে সবকিছুরই একটা কার্যকারণ ব্যাখ্যা আছে।
এক এক দেবতার পূজোর এক এক রকমের নিয়ম পালন:
এক্ষেত্রে আসল কারণ ও তার ব্যাখ্যা কি খোঁজার চেষ্টা করেছেন কখনো? আমরা জানি বেশিরভাগ মানুষই বলবেন উত্তরটা হলো না কোনদিনই কারণ খোঁজার চেষ্টা করিনি। আসলে যুগ যুগ ধরে চলে আসা একটা রীতিকে বিশ্বাসের পর্যায়ে নিয়ে যাওয়া গেলে তারপর আর তার পিছনে লুকিয়ে থাকা যুক্তির খোঁজ করেন না কেউই।
হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবতা আছেন আর তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজিত হন এই দেশের বুকে এবং বিদেশেও হিন্দু-ভাষীদের মনে। এক এক দেবতার পূজোর এক এক রকমের নিয়ম পালন করা হয়। হিন্দু ধর্মে অনেক বেশি করে নারীদের নানা বিষয়ে কৃচ্ছ সাধনের রীতি প্রচলিত।
মহিলাদের মাথায় ঘোমটা দেওয়ার রীতি :
অর্থাৎ যা কিছু সংযম বা নিয়ম পালন করার আছে তার বেশিরভাগটাই করতে হয় নারীকে। পুজোর সময় একটা বিষয় সকলের ভীষণভাবে চোখে পড়ে তাহলে মহিলাদের মাথায় ঘোমটা দেওয়ার রীতি। বাড়িতে কোন বৈশিষ্ট্য অতিথি এলে বা সম্মানে বড় কেউ সামনে এসে দাঁড়ালে প্রাচীনকাল থেকেই মহিলারা মাথায় ঘোমটা দেন বিশেষভাবে শ্রদ্ধা অর্পণ করার উদ্দেশ্যে (It is customary to cover women’s heads)।
আরো পড়ুন – My hair : ভেজা চুলের সমস্যা? সময়ের অভাবে স্নান করে মাথায় তোয়ালে জড়িয়ে রাখেন?
ঠাকুরের সামনে ঘোমটা দেওয়ার নিয়মটাও কি সেই একই কারণে নাকি অন্য কিছু ? কি আছে এর নেপথ্যের কাহিনী? দেখেছি আপনাকে বলে রাখা দরকার মাথা ঢাকার ক্ষেত্রে মহিলাদের ঘোমটা ব্যবহৃত হলেও পুরুষদেরও রুমাল বা অন্য কিছু দিয়ে মাথা ঢাকার রীতি কিন্তু অবাঙালিদের বিভিন্ন পুজোর সময় দেখা যায়।
পুজোর সময় মাথা ঢাকা দেয়ার রীতির কারণ :
শাস্ত্র মতে যে যুক্তিকে সামনে দাঁড় করানো হয়, তাহলেও এটা না করলে নাকি পুজো বা যে কাজটি করা হচ্ছে সেটি সিদ্ধ হয় না। যে কারণগুলো সমাজে বহু কাল ধরে চলে আসছে তার পেছনে বেশকিছু যুক্তি থাকে আর থাকে বিশ্বাস প্রথমে বলে বিশ্বাসের কথা তারপর আসবো যুক্তিতে।
আরো পড়ুন – জল খেতে গিয়ে কোনও ভুল করছেন না তো? প্লাস্টিকের পুরনো বোতলে জল খাওয়া আজই ছাড়ুন!
আসলে পুজোর সময় মাথা ঢাকা দেয়ার রীতির কারণ হলো ঈশ্বর বা ইস্ট দেবতার প্রতি শ্রদ্ধা জানানো। তার সামনে মাথা নিচু করে থেকে তার প্রতি নিজের আন্তরিক সম্মানকে তুলে ধরা। যুক্তিবাদী মন বলেন মাথায় যদি কাপড় বা ঘোমটা দেওয়া যায় তাহলে চুল ঢাকা থাকে কোন রকমের অপপ্রচারে চুল বা মাথা থেকে নোংরা পড়ার সম্ভাবনা থাকে না।
আরো পড়ুন – sleeping in the evening : ‘সন্ধ্যে বেলা’ ঘুমলে জীবনে আর সংসারে নেমে আসতে পারে মারাত্মক বিপদ!
হিন্দু শাস্ত্রে নানা বাহানায় চুল ঢাকা দেওয়ার ভিত্তি রয়েছে:
ঠিক এই কারণের জন্যই হিন্দু শাস্ত্রে নানা বাহানায় চুল ঢাকা দেওয়ার ভিত্তি রয়েছে মহিলা হলে ঘোমটা পুরুষ হলে রুমাল বা অন্য কোন পুরস্কার শুদ্ধ কাপড় দিয়ে। অনেক সময় দেখে থাকবেন ফোন করার সময় মাথায় গামছা বাধা হয় সেটাও ওই একই রীতি মেনে করা হয়।
আরো পড়ুন – Hira Zishan : যিনি বিবাহিত হয়েও প্রতি শুক্রবার বিয়ের সাজে কেন সাজেন এই মহিলা?
তাহলে এবার বুঝলেন তো কার্যকারণ ছাড়া কোন কিছুই হয় না । তাই ভবিষ্যতে শুধু পুজো কেন যে কোন মঙ্গল অনুষ্ঠানে কোন কিছু করার রীতির কথা উঠলেই একবার জেনে নেবেন তার পিছনের ধর্মীয় এবং যুক্তিযুক্ত কারণ কী আছে?