Breaking Bharat : ভারত ও পাকিস্তানের (India and Pakistan) মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্কের এবার অবসান চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan Prime Minister Imran Khan)। সেই কথাই এবার তিনি প্রকাশ্যে জানালেন।
সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan) সাফ জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যের জটিল সমস্যার নিষ্পত্তি চাইছেন তিনি। আর তার জন্য প্রয়োজন আলোচনার। তাই একটি টিভি বিতর্কে যোগ দেওয়ার আহ্বান করলেন পাক-প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে ঠিক কী বলেছেন তিনি?
স্বাধীনতা পরবর্তী সময় থেকেই ভারত ও পাকিস্তানের (India and Pakistan) মধ্যে সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে। একাধিক যুদ্ধেও সামিল হয়েছে প্রতিবেশী দুই দেশ। তার মধ্যে কার্গিলের যুদ্ধও রয়েছে। এছাড়াও সম্প্রতি পাঠানকোট এবং পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রভাবও পড়েছে দুই দেশের মধ্যে।
তবে এই সমস্ত সমস্যার সমাধান চেয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমি আন্তরিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে অংশ নিতে চাই।’ এদিন পাক-প্রধানমন্ত্রীর কথায় উঠে এসেছে ইতিবাচক চিন্তাভাবনা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিক থেকে এই বিতর্কসভার মাধ্যমে যদি মতবিরোধ মেটানো যায়, তা হলে দুই দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আরো পড়ুন- Ukraine-Russia : যুদ্ধ হলে কার লাভ,কার ক্ষতি? কী নিয়ে দুই দেশের মধ্যে লড়াই?
এই বিষয়ে কী বলেছে ভারত সরকার (Government of India)? সংবাদসূত্রের খবর, পাকিস্তানের (Pakistan) তরফে আহ্বান এলেও ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি। যদিও দুই দেশের মধ্যে সমস্যা মেটানোর বিষয়ে ভারত কোন পক্ষ নেবে, সেই বিষয়ে তাদের মন্তব্যও জানিয়েছে।
এক্ষেত্রে ভারতের তরফে সাফ জানানো হয়েছে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠিদের নির্মূল করে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সেই জঙ্গিদের সাজা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে নারাজ ভারত সরকার। তাই এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Prime Minister Narendra Modi) বিতর্কসভায় আহ্বান জানালেও তা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। তাছাড়া জঙ্গিদের সাজা দেওয়ার বিষয়ে অটল ভারত।
আরো পড়ুন- পৃথিবীতে আসছে প্রলয়? ভুলের মাশুল দিতে এবার প্রলয়ের সম্মুখীন হতে হবে পৃথিবীকে? কি বলছে নাসা?
ভারত ও পাকিস্তানের সমস্যা সমাধানে নরেন্দ্র মোদীকে আহ্বানের কথা ইমরান খান বলেছেন রাশিয়া সফরে গিয়ে। এদিকে রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সীমান্তের জটিল পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সেদেশে সফর নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইমরানের সাক্ষাৎ আন্তর্জাতিক মঞ্চে বিশেষ অর্থবাসী বলেই মনে করছেন অনেকে।
আরো পড়ুন- Unemployed life : টো টো করে ঘুরে বেড়ানো! বেকার জীবন, কোনও কাজ নেই, তাহলে লোকে কি বলবে?
যদিও এই বিষয়ে পাক-প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের সীমান্তে জটিল পরিস্থিতি তৈরি হলেও তিনি এই বিষয়ে আলোচনার জন্য রাশিয়া সফর করেননি। বরং অনেক আগে থেকেই যে রাশিয়া সফরের পরিকল্পনা তাঁর ছিল, এদিন সেই কথাও শোনা গেছে ইমরানের বয়ানে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যের সমস্যা কি আদৌ মিটবে? কিংবা ইমরান খানের ডাকে সাড়া দিয়ে আদৌ কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কসভায় অংশ নেবেন? এমনই নানা প্রশ্ন উঠছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে।