IRCTC Recruitment 2023: আপনি কি আইআরসিটিসি- তে চাকরি করতে চান? কলকাতা ডিভিশনেই সুযোগ! ? আর সবথেকে বড় সুখবর হল নির্বাচিত প্রার্থীরা কলকাতাতেই কাজের সুযোগ পাবেন (irctc job in kolkata)। তাহলে এবার বিশদে জানাব যে কীভাবে আপনি আবেদন করতে পারবেন।
আজকের দিনে প্রতিটি মানুষ চান নির্দিষ্ট কাজ করে অর্থ উপার্জন করতে। কিন্তু সবসময় সঠিক কাজ করে উপার্জনের পথ খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় নানা ধরণের কাজের অফার থাকে কিন্তু তার মধ্যে কতটা রিয়েল তা নিয়ে অনেকেই চিন্তার মধ্যে থাকে।
আর এই প্রতিবেদনে আমরা একেবারে আইআরসিটিসি তে চাকরির সুযোগ পাওয়ার রাস্তা বলে দেব আমরা। রেলওয়ে ক্যাটেরিং অ্যান্ড ট্যুরিজ্ম কর্পোরেশন সম্প্রতি এক্তি নোটিশ দিয়ে কাজের সুযোগের কথা জানিয়েছে।
আইআরসিটিসি- তে চাকরি করার সুযোগ:
আপনি কি জানেন কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিসট্যান্ট (সিওপিএ) ট্রেড বিভাগে অ্যাপ্রেনটিস পদে নিয়োগ করা হবে? আর সবথেকে বড় সুখবর হল নির্বাচিত প্রার্থীরা কলকাতাতেই কাজের সুযোগ পাবেন। তাহলে এবার বিশদে জানাব যে কীভাবে আপনি আবেদন করতে পারবেন।
আমরা একেবারেই শুরুতে বলে দিতে চাইছি যে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.apprenticeshipindia.gov.in/ – তে আবেদন করতে পারেন। মোট ২৫ টি শুন্যপদে নিয়োগ করবে IRCTC। কিন্তু এর জন্য আপনাকে যোগ্যতা সম্পর্কে জানতে হবে।
১৪ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী ২৯ জুন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে। আইআরসিটিসি – এর তরফ থেকে ইস্ট জোনের তরফে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতেই ব্যাপক কাজের সুযোগ নিয়ে উচ্ছ্বসিত সকলেই। আবেদনকারীদের যোগ্যতার ভিত্তিতে স্টাইপেন্ড দেওয়া হবে।
আরো পড়ুন – Indian millionaires: ভারতীয় কোটিপতিরা কি দেশ ছাড়ছেন? কী ব্যাপার বলুন তো?
এক্ষেত্রে আবেদনকারীর বয়স ২০২৩ সালের ১ লা জুন অনুযায়ী হতে হবে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তবে SC- ST-র ক্ষেত্রে পাঁচ বছর, ওবিসি-র ক্ষেত্রে তিন বছর এবং প্রতিবন্ধীদের প্রায় দশ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। জানা যাচ্ছে সাধারণ মেধাতালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে।
আরো পড়ুন – আদিপুরুষ দেখবেন কি? হনুমানের সঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা কেন করলেন নির্মাতারা?
এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত অথবা মৌখিক পরীক্ষা হবে না বলে জানা যাচ্ছে। প্রয়োজনীয় নথির মধ্যে প্রার্থীদের মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত, প্রযুক্তিগত মার্কশিট এবং সার্টিফিকেট জমা দিতে হবে।তবে অসম্পূর্ণ নথিপত্র জমা দিলে আবেদন খারিজ হয়ে যেতে পারে।
আরো পড়ুন – দেশের প্রথম গিয়ারড ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে রেকর্ড ভিড় কেন?
মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সব পরীক্ষার মারকশিট, কাস্ট সারটিফিকেট, সাম্প্রতিক রঙিন ছবি, নথিপত্র যাচাইকরণের দিন সমস্ত আসল নথিপত্র এবং সেলফ অ্যাটেসটেট ফটোকপি জমা দেওয়া বাধ্যতা মূলক। যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই, IRCTC- এর বিজ্ঞপ্তিতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। কলকাতাতেই কাজের সুযোগ মিলবে বলে জানা যাচ্ছে।