iQOO Neo 8 Pro: ফোন নাকি সুপার কম্পিউটার? 16GB RAM নিয়ে লঞ্চ হল এই ফোন! এই ফোনের কী কী বৈশিষ্ট্য আছে? জানুন বিস্তারিত
এখনকার দিনে ফোন কিনতে গেলে মানুষের মনে হয় ফোন যেন হ্যাং না হয়। যত দ্রুত সম্ভব ফোন চার্জ হবে এবং বেশি স্টোরেজ আর RAM থাকবে সেটা প্রথম প্রায়োরিটি হয়ে দাঁড়ায় সবার কাছে। আমরা আজ আপনাদের এক নতুন ফোনের কথা বলব।
যার সম্পর্কে জানলে আপনার মনে হবে এটা ফোন নাকি সুপার কম্পিউটার। এক ফোনে 16 জিবি RAM ও 1 টিবি স্টোরেজ, ভাবতে পারেন? এই ফোনের কী বৈশিষ্ট্য আছে আর কোথায় লঞ্চ হল এই সম্পর্কিত তথ্য জানবো এই প্রতিবেদনে।
iQOO Neo 8 Pro স্মার্টফোন:
প্রথমে জানিয়ে রাখা দরকার এই ফোন কিন্তু ভারতে নয় বিদেশে লঞ্চ হয়েছে। আসলে চিনে এই ফোন লঞ্চ করা হয়েছে। Iqoo Neo 8 Pro স্মার্টফোনের নতুন 16জিবি RAM + 1 টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মূল্যে প্রায় ৪৩,৪০০ টাকা রাখা হয়েছে (iQOO Neo 8 Pro Price in India)। Neo 8-সিরিজের একটি নয়া স্মার্টফোন সিরিজ প্রতিবেশী রাষ্ট্রে লঞ্চ করা হয়েছে।
দুটো মডেল সামনে এসেছে একটি Snapdragon 8+ Gen 1 চিপসেট চালিত iQOO Neo 8 এবং অন্যটি Dimensity 9200+ প্রসেসর সহ আসা iQOO Neo 8 Pro। দুটো ডিভাইস 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশন নিয়ে এসেছে।
আপনি জানলে অবাক হবেন যে এই নয়া iQOO Neo 8 Pro মডেলটি ফ্ল্যাগশিপ-লেভেল প্রসেসর সহ একাধিক প্রিমিয়াম ফিচার অফার করছে যার জন্য সহজেই টেক-প্রেমীদের নজর কেড়েছে এই ডিভাইস। এখানে শেষ নয় এই প্রথমবার iQOO তাদের লাইনআপের কোনো ডিভাইসে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বিকল্প অফার করছে।
তাহলে বুঝতেই পারছেন যে বেশি স্টোরেজ ফোনের পারফরম্যান্স অনেক ভালো করে তোলে। এবার একটু বিস্তারিতভাবে iQOO Neo 8 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
iQOO Neo 8 Pro ফোনের স্পেসিফিকেশন ও ফিচার:
এই অত্যাধুনিক স্মার্টফোনে রয়েছে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে এবং HDR প্রযুক্তি সমর্থন করে। অনেকেই হয়তো জানেন না যে এই মডেল ডিসপ্লে ফ্ল্যাট ডিজাইনের এবং এর উপরিভাগের ঠিক মাঝখানে হোল-পাঞ্চ কাটআউট রয়েছে।
আরো পড়ুন – মোটোরোলা ফোন ব্যবহার করেছেন? এবার সস্তায় 50MP ডুয়েল ক্যামেরা, ভাবতে পারছেন?
‘প্রো’ মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ প্রসেসর, ইমমর্টালিস-জি715 জিপিইউ এবং ভিভো ভি1+ ইমেজ সিগন্যাল প্রসেসর সহ মিলছে। এটি অ্যান্ড্রয়েড 13-ভিত্তিক অরিজিন ওএস 3.0 কাস্টম স্কিনে রান করে। এবার একটু ক্যামেরা বিভাগে চোখ দেওয়া যাক।
আরো পড়ুন – কেন ভেঙেছিল জব উই মেট জুটি? করিনা কে নিয়ে কী বলছেন শাহিদ?
এই মডেলের ব্যাকে ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপারচার সহ 50মেগাপিক্সেল Sony IMX866V প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ সেলফি ও ভিডিও কলিংয়ের কথা মাথায় রেখে এই ফোনে দেওয়া হয়েছে এফ/2.45 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
আরো পড়ুন – Honda Dio: বাজার কাঁপাতে আসছে নতুন হোন্ডা ডিও স্কুটার, রয়েছে একাধিক স্মার্ট ফিচার্স! জানেন?
শুধু ক্যামেরা কেন অন্যান্য বৈশিষ্ট্য মনে রাখার মতো। সাইবার প্রতারণা জনিত সমস্যার কথা মাথায় রেখে নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেই জন্য এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এবং অবশ্যই দুর্দান্ত অডিও কোয়ালিটির জন্য মিলবে ডুয়াল স্পিকার সিস্টেম রয়েছে।