Breaking Bharat: ভারতের মাটিতে আইফোন তৈরি হবে? টাটা গোষ্ঠী এ রকমই এক বড় সিদ্ধান্ত নিয়েছে জানেন (iPhone will be made in India)?
আজকের দিনে ফোন ছাড়া মানুষ থাকতে পারে না। যত দিন যাচ্ছে ততই স্মার্টফোনের প্রতি নির্ভরশীলতা বাড়ছে। বিভিন্ন কোম্পানি স্মার্টফোনের নানা ফিচারস নিয়ে এক্সপেরিমেন্ট করে। কিন্তু আপনি কি জানেন যে আইফোনের প্রতি ভালবাসাটা দেশে-বিদেশে সর্বত্রই মানুষের মধ্যে বেশ বেশি।
সেই কারণে চাহিদা বাড়ছে আইফোনের যদিও যোগানের জন্য সেই বিদেশের ওপরই অপেক্ষা করে থাকতে হচ্ছিল এতদিন। তবে এবার ভারতবর্ষের বুকেই iphone তৈরি হবে আর এই ফোন তৈরি করবে টাটা গোষ্ঠী। চূড়ান্ত হল টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে কর্নাটকের উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের চুক্তি।
দেশে প্রথম ‘আইফোন’ প্রস্তুতকারী সংস্থা:
দেশে প্রথম ‘আইফোন প্রস্তুতকারী সংস্থা‘ হিসেবে এবার নজির গড়বে রতন টাটার গোষ্ঠী। তাহলে আর বিদেশ থেকে এই ফোনের আমদানির উপর দেশকে অপেক্ষা করতে হবে না। আর ভারতে যদি আইফোন উৎপাদন শুরু হয় তাহলে ভারতবর্ষের কথা ভেবে দামটা অনেকটা সাধ্যের মধ্যে থাকবে বলেই মনে করা হচ্ছে।
Iphone মানেই সেখানে অ্যাপল কোম্পানির কথাই মনে আসে সবার। এই প্রথম ভারতের কোন সংস্থার সঙ্গে অ্যাপল চুক্তিবদ্ধ হতে চলেছে।। ২৭ অক্টোবর ২০২৩ এ সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই ভারতে তৈরি এই ফোন পাওয়া যাবে দেশে এবং বিদেশেও।
‘আইফোনের আকাশ ছোঁয়া দাম‘ সাধ্যের মধ্যে?
এই বিষয়ে TEPL কর্নাটকের উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডকে প্রায় হাজার কোটি টাকা দিয়ে চুক্তি করেছে। ২০২২ সাল থেকেই চুক্তি নিয়ে চর্চা হলেও অবশেষে তা সাফল্য পেল। টাটা গোষ্ঠীর এই চুক্তির ফলে ‘আইফোনের আকাশ ছোঁয়া দাম‘ সাধ্যের মধ্যে এলে অনেক বেশি করে তা বিক্রি হতে শুরু হবে।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
২০১৭ সালে এ দেশে আইফোনের আলাদা আলাদা যন্ত্র জুড়ে প্রোডাকশন শুরু হলেও পুরোদমে তৈরি করা সম্ভব ছিল না। কিন্তু এবার হয়তো এই বিষয়টা অনেক সহজলভ্য হবে।
আইফোনের সুরক্ষা বলয় অনেক বেশি নিশ্চিন্ত:
বর্তমান যুগে দাড়িয়ে আইফোনের প্রতি আগ্রহ বাড়ার অন্যতম কারণ হচ্ছে এর বিশেষ কিছু ফিচারস। বৈশিষ্ট্য গুলো যথেষ্ট কার্যকরী এবং সবথেকে বড় কথা আইফোনের সুরক্ষা বলয় অনেক বেশি নিশ্চিন্ত করে উপভোক্তাদের। ‘আইফোনের নিত্যনতুন ফিচারস‘ মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে বাজারে আসছে।
আরো পড়ুন – সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়? মা মনসার বাহনে যথেষ্ট শ্রদ্ধা রাখেন?
বেশিরভাগ ক্ষেত্রেই সেটা অনলাইনে উপলব্ধ হয়। কিন্তু মধ্যবিত্তের বাজেটের মধ্যে আইফোন কোনোদিনই ছিল না। সাধারণ স্মার্টফোনের থেকে অনেক বেশি দাম হওয়ার কারণে ইচ্ছে থাকলেও এই মুঠোফোন নিজের কাছে রাখার সুযোগ অনেকেই পেতেন না।
আরো পড়ুন – বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনে কোন কোন বিশেষ চমক থাকছে? যাবেন কি প্রধানমন্ত্রী?
যদিও ভারতে এই ফোন তৈরি হলে সেটা কত দামে বিক্রি করা হবে তা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। প্রথমে কিছু স্যাম্পল তৈরি করে মার্কেটের গ্রহণযোগ্যতা বোঝার পর তা রপ্তানি করার বিষয়েও চিন্তাভাবনা করা শুরু হবে।