iPhone 16 features: আপনি কি iphone 16 কেনার কথা ভাবছেন? তাহলে পুজোর আগেই সুখবর!
বাজারে আসছে আইফোন ১৬। সাধ্যের মধ্যে সাধপূরণ হতে চলেছে আমজনতার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসা মানেই সেখানে কেনাকাটার একটা আলাদা রকমের পরিসর তৈরি হয়। ২০২৪ সালের দূর্গা পূজার আবহ অবশ্য একটু অন্যরকম। কিন্তু তাই বলে বিভিন্ন কোম্পানি তাদের এক্সক্লুসিভ অফার ঘোষণা করবে না তাও কি হয়?
তবে মোবাইলে প্রেমিকের কাছে অবশ্য উত্তেজনার জায়গা হল তাদের পছন্দের ফোনের আগমন বার্তা। সেটা পূজো হোক বা সাধারণ কোনদিন তাতে অবশ্য মোবাইল প্রেমীদের কিছু যায় আসে না কারণ তারা চান পছন্দের iphone। এবার সেপ্টেম্বরেই বাজারে এই ফোনের নতুন সিরিজ আনতে চলেছে অ্যাপল কোম্পানি। বিস্তারিত জেনে নিন এখনই ।
বর্তমানে প্রযুক্তিনির্ভর যুগে ফোন ছাড়া এক মুহূর্ত টেকা যায় না। এখনকার দিনে স্মার্ট ফোন মানে শুধুই ফোনে কথাবার্তা কিংবা মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান নয়। বরং এসবের থেকে আরও অনেক বেশি কিছু। করোনা ভাইরাসের সময় মাঠ কোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় রিল বা ভিডিও কিংবা অডিও ভিডিও বার্তা বা প্রেজেন্টেশনের মাধ্যমে অনেকেই সাবলম্বী হওয়ার পর খুজে পেয়েছেন।
এখনকার দিনে কোন একটা বড় ঘটনা কভারেজ এর জন্য চিত্র সাংবাদিকদের আর ক্যামেরার প্রয়োজন হয় না যদি হাতে থাকে অ্যাপলের মোবাইল। আইফোনের ছবি ভিডিও কিংবা রেকর্ডিং কোয়ালিটি নিয়ে কারো মনে কোন প্রশ্ন নেই। সেই কারণে জনপ্রিয়তার শীর্ষে এই ফোন। এবার আসছে আইফোনের নয়া সিরিজ আইফোন ১৬।
আরো পড়ুন – ভাইরাল উরফি জাভেদের জীবনযাত্রা নিয়ে কৌতুহল আছে? কত টাকা উপার্জন করেন মডেল?
Apple জানিয়েছে, নতুন সিরিজে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স এই চারটি মডেল থাকবে। আর এর সঙ্গে যুক্ত হবে আরও উন্নত মানের এবং নতুন সুবিধা-যুক্ত আইপড এবং অ্যাপল ওয়াচও। এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলের ডিসপ্লে পুরনো ভার্সনের তুলনায় বড়ই হবে।
যদিও ফোনের আকারে খুব একটা পরিবর্তন হচ্ছে না। চারটি মডেলেই থাকতে পারে ‘ক্যাপচার’ বোতাম। ফলে ফোনের লক না খুলে সরাসরি ‘ক্যাপচার’ বাটনে ক্লিক করলেই ক্যামেরা অন হয়ে যাবে।উচ্চমানের ব্যাটারি ব্যবহার করা হবে।
আরো পড়ুন – কখনো গাড়ির চেন টেনে ট্রেন থামিয়েছেন? জরিমানা হয়েছে নিশ্চয়ই? কেন চেন টানলে গাড়ি থামে বলুন তো?
ঠিক যখন ফোন নিয়ে এতো আলোচনা তখন মনে প্রশ্ন জাগে নতুন iphone সিক্সটিন এর কত দাম হতে চলেছে? এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো ঘোষণা হয়নি অ্যাপল সংস্থার তরফে।সমীক্ষা অনুযায়ী, নতুন এই সিরিজের বেস মডেলের দাম ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে শুরু হতে পারে। এর পরের মডেলগুলির দাম আরও বেশি হবে। তবে সবটাই অনুমান সাপেক্ষ।