Breaking Bharat (Gold) : কথায় আছে সোনার আংটি আবার বাঁকা? আগে বলা হতো সোনা মূল্যবান ,এখন কি একই কথা বলা হয়? সোনা থেকে সাবধান!
যত দিন যাচ্ছে প্রতিদিন বদলে যাচ্ছে জীবন ধারণের নানা ধারণা। আজকে যেটা সঠিক বলে মনে করা হতো, কালকে সেটা একেবারেই বেঠিক হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে বদলে যাওয়া চিন্তাভাবনার সাক্ষী থাকছে সমাজ। আর সেই সমাজের নিয়মগুলো আবার পরিবর্তন করছে জীবন বাঁচার স্টাইল কে।
যুগ যুগ ধরে যে ধারণা নিয়ে বেঁচে উঠেছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সমাজ আর সেটাই ভুল কিভাবে ? সন্ধান করবো আমরা।
তাহলে কি সোনায় বিনিয়োগ করা ভুল?
আজকের প্রতিবেদনে এক বিশেষ ধাতুকে নিয়ে কথাবার্তা। সেই ধাতু যত বেশি থাকবে তত আপনার অর্থনৈতিক অবস্থা কতটা শক্তিশালী তার প্রমাণ মিলবে। এতক্ষণে অসুবিধা নেই সোনার কথা বলা হচ্ছে। এমনিতেই সোনা বিত্তবান মানুষের পরিচয়ক।
যার ঘরে যত সোনা সে ততো বড়লোক – এভাবেই ভেবে এসেছে সমাজ। টাকা একটু বেশি থাকলে অনেকেই বলেন সোনা কিনে বিনিয়োগ করতে। কারণ সোনা শুধু অলংকার নয় ভবিষ্যতের নিরাপত্তার কারণও বটে। এ ভাবনায় মহিলারা বিশেষভাবে বিশ্বাসী।
কিন্তু জানেন আজকের যুগের বিনিয়োগকারীরা যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন সোনাই বিনিয়োগ করে কোন লাভ নেই এর থেকে নাকি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করলে আপনার নিরাপত্তা নিশ্চিন্ত থাকবে অনেক বেশি করে। ব্যাপারটা কি বলুন তো? তাহলে কি সোনায় বিনিয়োগ করা ভুল (Investing in gold is wrong)?
ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বছর বছর যেভাবে সুদের হার কমেছে তাতে সাধারণ মানুষের সোনার দিকে মন দেওয়া অস্বাভাবিক কিছু নয়। বেশিদূর যেতে হবে না আজ থেকে প্রায় এক যুগ আগে যে সোনার দাম ছিল ১০ হাজারেরও কম, এখন প্রতি ১০ গ্রাম সোনার দাম পঞ্চাশ হাজার পেরিয়ে গেছে। অথচ বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন সোনাই ৯ স্টক মার্কেটের বিনিয়োগ করে রাখুন।
সোনা কিনে বাড়িতে রেখে দিলে টাকা পাবেন?
সোনার গুরুত্ব এতটুকু খাটো করে দেখা হচ্ছে না কারণ যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে যে সোনার দাপট টা আজও রয়ে গেছে। ইজিপ্ট সভ্যতা থেকে শুরু করে সোনা ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আমেরিকা জুড়ে সম্পদের প্রতীক হয়ে উঠেছে। ভারতেও বিভিন্ন রাজার আমুলে স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দেওয়ার রীতি ছিল।
হয়তো সেই কারণের জন্যই সোনা আজও সম্পদ হিসেবেই গণ্য করা হয়, এটি ভরসার প্রতীক বটে। কিন্তু ভেবে দেখুন তো যদি সোনা কিনে রেখে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে তা বেশ কিছু বছর পর বিক্রি করতে যান তাহলে হয়তো আজকের টাকা পাবেন এটা ঠিক, কিন্তু এতগুলো বছর ধরে সোনা কিনে বাড়িতে রেখে দিলে এতগুলো বছরের টাকাটা কি পাবেন?
আরো পড়ুন – Draupadi Murmu : দ্রৌপদী মুর্মু – দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতির সম্বন্ধে জানেন?
একটু গুরুত্ব দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলে সহজেই এই ছবিটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনি যদি ভাল অঙ্কের লাভ আশা করেন এবং ভবিষ্যতের দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করার চিন্তাভাবনা করে থাকেন তবে সোনা কখনই সঠিক বিনিয়োগ নয়। একটি সমীক্ষার রিপোর্ট বলছে যাঁরা আধুনিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং সম্পর্কে ওয়াকিবহাল তাঁরা সোনায় বিনিয়োগ করেন না।
তবে অনেক ক্ষেত্রে গৃহবধূদের ব্যাপারটা আলাদা। আপনাকে বুঝতে হবে যে পরিমাণ টাকা খরচ করে সোনা কিনছেন, ওই একই অর্থ যদি বুদ্ধি খাটিয়ে ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে কুড়ি বছর ধরে লাভ পাবেন কুড়ি বছর পরেও তা চালু থাকবে।
আরো পড়ুন – Benefits of corn : পপকর্ণ ভালোবাসেন? আর রাস্তার ধারে বিক্রি হওয়া ভুট্টা? কত গুন আছে জানেন?
সেখানে দাঁড়িয়ে ঘরে সোনা কিনে রেখে দিলে একদিকে আশঙ্কা ,ঝুঁকি বাড়বে, নিরাপত্তা জড়িত সমস্যা হবে অন্যদিকে কুড়ি বছর ধরে সোনা তো আর বাড়বে না তাই যখন সেই সোনা বিক্রি করবেন বা কোনও কাজে লাগাবার চেষ্টা করবেন সেই সময় অনুযায়ী টাকাটাই পাবেন। মাঝের এতগুলো দিন ধরে শোনা রাখার কোন দাম পাবেন না।
আরো পড়ুন – Home loan : সংসারের প্রয়োজনে, বাড়ির দরকারে ঋণ নেওয়া ছাড়া আর কোন গতি থাকে কি?
এ প্রসঙ্গে বলে রাখা দরকার আজও যে চিন্তা ভাবনায় সমাজবিশ্বাসী তাতে সোনা মানেই ভবিষ্যতের সুরক্ষা। অনেকে গোল্ড লোনের বিষয়টিও উল্লেখ করে থাকেন। এখানে বলে রাখা দরকার প্রয়োজনের সময় গোল্ড লোন (Gold Loan) কাজে আসে ঠিকই কিন্তু তার সুদের বোঝা সামলাতে সামলাতে ঘরবাড়ি বিক্রি করার যোগাড় হয়।
আর এখন বাজারে বিনিয়োগের নানা উপায় এসে গেছে, একটু আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিন তাতে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই সুরক্ষিত থাকবে। এই মতামত অত্যন্ত ব্যক্তিগত আপনি ভাবনা চিন্তা করে আপনার সিদ্ধান্ত নিন।