Infinix InBook X2: নতুন ল্যাপটপ কিনতে চান? মেটাল বডির হাল্কা ল্যাপটপ নিয়ে এল Infinix, জানুন বিস্তারিত! এসে গেল Infinix InBook X2 সিরিজের নতুন ল্যাপটপ। অবিশ্বাস্য কম দামি পেয়ে যাবেন প্রিমিয়াম লুক।
আজকালকার দিনে কাজের জন্য প্রতিমুহূর্তে ল্যাপটপ কিংবা কম্পিউটারের প্রয়োজনীয়তা বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে পকেটে কুলোবে এরকম দামের মধ্যে ল্যাপটপ কি আজকের বাজারে পাওয়া যায়? যদিও বা কিছু মেলে তাহলে প্রশ্ন জাগে সেই ল্যাপটপ কতটা কার্যকরি হবে (Infinix inbook x2 review)।
অনেকে আবার ল্যাপটপের লুক নিয়েও একটু সন্দেহ প্রকাশ করেন। কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা একদম সাধ্যের মধ্যে সাধ পূরণের খবর দেবো আপনাকে। আপনার সুবিধার জন্য এসে গেল Infinix InBook X2 সিরিজের নতুন ল্যাপটপ। অবিশ্বাস্য কম দামি পেয়ে যাবেন প্রিমিয়াম লুক। এর কী কী ফিচারস রয়েছে সেটা এবার জেনে নেবার পালা।
Infinix নিয়ে এল মেটাল বডির হাল্কা ল্যাপটপ:
করোনা পরবর্তী সময়ে বেশিরভাগ মানুষকেই বাড়ি থেকে কাজ করতে হয়। এটা করতে গিয়ে মোবাইল কিংবা ল্যাপটপের চাহিদা আগে থেকে অনেক বেড়েছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ বাড়ি থেকে যদি আপনাকে কাজ করতে হয় সে ক্ষেত্রে মেশিন সঙ্গ না দিলে বেশিরভাগ জায়গায় অপ্রস্তুতির মধ্যে পড়তে হবে আপনাকে।
তবে সব সময় যে খুব বেশি বাজেট হাতে থাকে তেমনটা নয়। আর কম দামি এসব জিনিস কিনতে গেলে পরবর্তীতে প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হবে আপনাকে। এই ভেবে অনেকেই পিছিয়ে যান। কিন্তু আজকে আমরা যে ল্যাপটপের কথা বলছি আপনাকে সেটিতে রয়েছে IPS ডিসপ্লে, যা ফুল HD রেজ়োলিউশন সাপোর্ট করে।
আর অবশ্যই বলে দেবার দরকার যে Infinix InBook X2 ল্যাপটপে 65W অ্যাডাপ্টার দেওয়া হচ্ছে এবং একটি টাইপ-সি পোর্ট মানে যা দিয়ে আপনি মোবাইলে চার্জ করে অভ্যস্ত সেই একই পদ্ধতি ব্যবহার করে ল্যাপটপটি চার্জ করা হবে।
আরো পড়ুন – ChatGPT: চ্যাটজিপিটি স্মার্টফোন আনছে Infinix? বিস্তারিত জানলে চমকে উঠবেন!
কোম্পানির তরফে বলা হয়েছে লেটেস্ট ল্যাপটপ সিরিজ়ে রয়েছে 11th Gen Core i7 প্রসেসর। আপনি নিশ্চয়ই ভাবছেন এর অনেক দাম তাহলে জানিয়ে দিই এর দাম ৩০ হাজার টাকারও কম। আর এত কম দামে আপনি পেয়ে যাবেন এমন একটা ল্যাপটপ যার মধ্যে রয়েছে মেটাল বডি। মানে একদিকে প্রিমিয়াম লুক, আর অন্যদিকে দাম মাত্র 27,990 টাকা।
আরো পড়ুন – 100MP ক্যামেরা? Realme ফোন এত সস্তায় এত ফিচারস দিচ্ছে? ব্যাপারটা কী?
সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে অল্প ব্যবহারে ল্যাপটপ গরম হয়ে যাওয়ার মত সমস্যায় আপনাকে পড়তে হবে না। 1.0 কুলিং সিস্টেম রাখা হয়েছে এই ল্যাপটপে। তিনটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। যার মধ্যে একটি 11th-Gen Intel Core i3 এবং বাকি দুটি i5 এবং i7 প্রসেসরের।
আরো পড়ুন – Hero HF Deluxe: হিরো ক্যানভাস ব্ল্যাক এডিশন মোটরসাইকেল এবার প্রকাশ্যে! কী চমক যুক্ত হল?
এতে ইন্টিগ্রেটেড GPU রয়েছে। তাই ভারি গেম খেলার পরেও আপনার ডিভাইস কোনোভাবেই স্তব্ধ হবেনা। এটি PCle 3.0 SSD ফাস্ট স্টোরেজ সার্টিফায়েড এবং LPPDR4X RAM-এর সাপোর্ট রয়েছে ল্যাপটপটিতে। ভাবতে অবাক লাগে যে সবথেকে কম দামের এই ল্যাপটপ লাইনআপ Infinix InBook X2 Slim i3 এডিশনে রয়েছে 8GB RAM এবং 256GB স্টোরেজ।
আরো পড়ুন – দিদি নম্বর ১ শুটিং চলাকালিন রচনা ব্যানার্জীর এই জিনিস গুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়
জুন মাসের ৯ তারিখ থেকে ফ্লিপকার্টের সেলে হাজির হবে এই ল্যাপটপ।লাল, সবুজ, সিলভার ও নীল এই চারটি কালার অপশন পাবেন কাস্টমাররা, এর সঙ্গে একাধিক ব্যাঙ্ক অফারও পেয়ে যেতে পারেন।Windows 11 OS সফটওয়্যার দেয়া রয়েছে যার সময় বিশেষে আপনি আপডেট করতে পারবেন।