Breaking Bharat: চ্যাটজিপিটি স্মার্টফোন আনছে Infinix? বিস্তারিত জানলে চমকে উঠবেন! Samsung, Apple-দের টেক্কা দিয়ে সবার আগে বিশ্বের প্রথম ChatGPT স্মার্টফোন আনছে Infinix।
ফোন মানেই যখন অ্যান্ড্রয়েড আর আইফোনের মধ্যে তর্ক বাড়ে তখন হয় স্যামসং নয় অ্যাপেল নিয়ে আলোচনা আর তুলনা হয়। সেই বাজারে সকলকে অবাক করে দিয়ে এসে গেল সম্পূর্ণ অন্য একটা নাম যা হয়তো আপনি এর আগে সার্চ করে দেখেন নি।
শিরোনামে ঝলক জেনেই গেছেন, হ্যাঁ এটাই সত্যি যে Samsung, Apple-দের টেক্কা দিয়ে সবার আগে বিশ্বের প্রথম ChatGPT স্মার্টফোন আনছে Infinix। আজকে এই প্রতিবেদনে আমরা এই সংক্রান্ত কিছু আপডেট দেব আপনাকে।
ChatGPT স্মার্টফোন আনছে Infinix?
আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স চালিত চ্যাট বট, ChatGPT-এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এর দক্ষতায় অবাক সারা বিশ্বের ইউজাররা। তাই নতুন ফোন মডেলে infinix এই ব্যাপারে প্রাধান্য দিতে চাইছে।
আসলে এআই-এর প্রতি বহু মানুষ আগ্রহী হয়ে উঠেছেন। টেক স্যাভি মানুষেরা চ্যাটজিপিটি-এর অনন্য বুদ্ধিমত্তা দ্বারা অভিভূত হয়েছেন, সেটা বলাইবাহুল্য। ।
আপনাদের জানিয়ে দেব যে পারদর্শিতার পরিপ্রেক্ষিতে, ChatGPT এই মুহূর্তে Apple-এর Siri এবং Google Voice-এর ওপরে নিজের জায়গা পাকা করেছে । তাই প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এবার একাধিক স্মার্টফোন নির্মাতা তাদের ডিভাইসগুলিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে ChatGPT যুক্ত করার কথা ভাবনা চিন্তা করছে।
ইনফিনিক্স স্মার্টফোনে ChatGPT:
এবার স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স -এর লেটেস্ট Note 30 সিরিজটি খুব দ্রুত বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে এবং এতে ChatGPT-এর ওপর ভিত্তি করে একটি অত্যাধুনিক ভয়েস হেল্পার রাখা হবে বলেই জানা যাচ্ছে। আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরো পড়ুন – টেলিপাড়ার মন খারাপ? বন্ধের মুখে এতগুলো জনপ্রিয় সিরিয়াল?
যেখানে বাজারের অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডগুলি এখনও ChatGPT-এর সাথে কোনও স্মার্টফোন লঞ্চ করেনি, অথচ সেই জায়গায় ইনফিনিক্স এই পদক্ষেপ করে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে। তাহলে আপনাকে জানাতে চাইবো যে Infinix এর জন্মদাতা ট্রান্সশন আফ্রিকার নম্বর ওয়ান ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
আরো পড়ুন – 100MP ক্যামেরা? Realme ফোন এত সস্তায় এত ফিচারস দিচ্ছে? ব্যাপারটা কী?
ইনফিনিক্সের এর মূল কোম্পানি হল শেনঝেন ট্রানজ়িয়ন হোল্ডিংস লিমিটেডের অধীনে ইনফিনিক্স ছাড়াও, টেকনো এবং আইটেল এর মতো সুপরিচিত স্মার্টফোন ও ট্যাবলেট ব্র্যান্ড। এই ব্র্যান্ড এবার নতুন ভাবনা চিন্তা করে তাঁদের বিশেষ সংস্করণ আনছে বাজারে আর এতে একটি বিশেষ অবতার সহ একটি নতুন ভয়েস অ্যাসিসট্যান্ট রয়েছে বলে জানা গেছে।
আরো পড়ুন – Nokia phone problem: আপডেট করতে গিয়ে নোকিয়া ফোনে সমস্যা? কী করবেন?
এই কোম্পানিকে হালকা ভাবে নেওয়া যাবে না। ইনফিনিক্সের মোবাইল ফোনে যে অত্যাধুনিক ও প্রয়োজনীয় ফিচার আছে তাই নয় তার সঙ্গে আছে আকষর্ণীয় ডিজাইন । ইনফিনিক্স ফোনগুলি অ্যান্ড্রয়েড ভিত্তিক ইউআই এবং এক্সওএস কাস্টম স্কিনে রান করে ।
এটি স্মার্ট নেটওয়ার্কিং সরঞ্জাম এবংঅ্যাপ ডুপ্লিকেশন-এর সঙ্গে মেলে। এছাড়াও, এক্সওএস-এর ফোল্যাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র ইনফনিক্স ফোনের ইউজারদের পরিষেবা দেয়।