Breaking Bharat: ভারতীয় রেল আপনাকে দিচ্ছে একগুচ্ছ সুযোগ সুবিধা, জানেন কি? রেল গাড়ি চড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ভিড় প্রত্যেক দিন বাড়ছে। কম সময়ে নিজের গন্তব্যে পৌঁছে যেতে ট্রেনে সফর করতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই ট্রেন সম্পর্কে বা ট্রেনের পরিসীমা সম্পর্কে নিত্যযাত্রীদের অনেকেই সঠিকভাবে অবগত নন।
এই প্রতিবেদনে আপনাদেরকে এমন কিছু সুযোগ-সুবিধার কথা বলব যা ভারতীয় রেল ইতিমধ্যেই দিয়ে রেখেছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে রোগী এবং সাধারণ মানুষের জন্য। কিন্তু সঠিক তথ্য জ্ঞানের অভাবে আমরা সেই সুবিধাগুলো উপভোগ করতে পারি না। চলুন তাহলে দেখে নেওয়া যাক।
ভারতের ট্রেনে কি কি সুবিধা পাওয়া যায়?
ভারতীয় রেল আপনাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য একাধিক পরিষেবা দিয়ে থাকে। পূর্ব হোক বা উত্তর-পূর্ব কিংবা দক্ষিণ-পূর্ব এমন কি পশ্চিমেও সর্বত্রই রেল যোগাযোগের মাধ্যমে দেশের জনসংখ্যার অনেকটা অংশ নির্ভর করে থাকে। বিশেষ করে মধ্যবিত্তদের এক শহর থেকে অন্য শহর বায়াকে রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হলে ট্রেনের চেয়ে সস্তা আর কোন পরিবহনের মাধ্যম মেলেনা।
ঠিকই কারণেই ভারতের রেল পরিষেবা কে দেশের লাইফ লাইন বলা হয়। এই যে প্রতিদিন টিকিট কাটছেন বা মান্থলি করছেন আপনি কি জানেন এর ওপরও ভারতীয় রেল ডিসকাউন্টের সুবিধা দিয়ে রেখেছে? ট্রেনে সফর করতে গেলে অবশ্যই টিকিট কেটে ভ্রমণ করা উচিত কিন্তু বিশেষ কিছু নিয়মের মাধ্যমে টিকিটের নির্ধারিত মূল্য থেকে অনেক সময় ছাড় পাওয়া যায়।
আবার অনেক ক্ষেত্রে টিকিট কাটার পর কিছু অতিরিক্ত পরিষেবা দেখে ভারতীয় রেল দেয় যেগুলো সম্পর্কে আপনি অবগত না থাকার জন্য তা উপভোগ করতে পারেন না। যদিও ট্রেনের টিকিট সংক্রান্ত ছাড় পেতে গেলে অবশ্য আপনাকে রেলের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে অনলাইন এই সুবিধা মিলবে না।
মনে রাখবেন যাত্রীরা এক বারে শুধু মাত্র যে কোনও এক ধরনের ছাড় পেতে পারবেন। এক্ষেত্রে শর্ত হচ্ছে কোন ব্যক্তি যদি ৩০০ কিলোমিটারের বেশি দূরত্ব ভ্রমণ করেন তবে তিনি সফরকালে টিকিটের ওপর ছাড় পাবেন। এত ডিসকাউন্ট এর কথা শুনে নিশ্চয়ই কত টাকা ছাড় পেতে পারেন এই প্রশ্ন মনে জাগছে?
আরো পড়ুন – প্রেমের মরশুমে প্রেমিকাকে দেখে আপনার হাঁটু কাঁপে? এই যাহ! তাহলে প্রপোজ করবেন কী ভাবে?
তাহলে উত্তর হল ভারতীয় রেল আপনাকে প্রায় ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে। কিন্তু সাধারণ সফরে বা নিত্য যাতায়াতে আপনি এই ডিসকাউন্ট পাবেন না। এই সুবিধাটি শুধুমাত্র তাদের জন্য যারা এক শহর থেকে অন্য শহরে সরকারি হাসপাতালে রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। এই বিভাগে রোগী AC বা স্লিপার ক্লাসে টিকিট বুক করলে অবশ্যই তাকে ডিসকাউন্ট দেওয়া যেতে পারে ।
আরো পড়ুন – আপনি কি যখন তখন ভয় পান? গায়ের লোম খাড়া হয়ে যায় কি?
এছাড়া বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরাও এই ক্যাটাগরির আওতায় পড়েন। সেক্ষেত্রে সঠিক প্রমাণ দিতে পারলে বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ট্রেনের টিকিটে প্রায় ২৫% পর্যন্ত ছাড় পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য ট্রেনে বিশেষ ডিসকাউন্ট দেয়া হয়। যদি অন্য রাজ্যে কেউ পড়াশোনা করতে যায় তাহলে তাকে সমস্ত প্রমাণ নিয়ে টিকিট কাউন্টারে হাজির হতে হবে সঙ্গে রাখতে হবে পরিচয় পত্র।
আরো পড়ুন – সম্পর্কের রং কি লাল? মাঙ্গলিক অনুষ্ঠানে বিয়ের কনেকে লাল বেনারসি দেওয়া হয় কেন?
তাহলে দেখলেন তো কত কিছুই না জানার জন্য আমাদের হাত থেকে মিস হয়ে যায়। পরে আফসোস করেই কোনও লাভ হয় না। তাই এইভাবেই সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ব্রেকিং ভারতের পেজে।