Indian millionaires: ভারতীয় কোটিপতিরা কি দেশ ছাড়ছেন? এবং আশ্চর্যের বিষয় হলো এই তালিকায় ধনওকুবের মানে যারা কোটিপতি, তাদের সংখ্যাটা বেশি। কী ব্যাপার বলুন তো?
ভারতবর্ষ সূর্যের এক নাম কারণ এই সূর্যের আলোয় ১৪০ কোটি ভারতবাসী হেসে খেলে বসবাস করে। কিন্তু সাম্প্রতিককালের তথ্য পরিসংখ্যান বলছে এই ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছেন প্রচুর ভারতীয়।ব্যাপারটা কী দাঁড়ালো বলুন তো?
ভারতবর্ষ এমনিতেই গরিবের দেশ আর সেই দেশে যে কজন বড়লোক রয়েছেন তারা যদি ক্রমাগত দেশ ছাড়তে শুরু করেন তাহলে কী কখনো উন্নতির পথে এগিয়ে যাওয়ার পথে সমৃদ্ধির পথে আমরা মসৃণ ভাবে পা ফেলতে পারব?
আপনি জানেন এই বছর মানে 2023 সালে প্রায় 6500 ভারতীয় কোটিপতি দেশ ছাড়বেন? চাঞ্চল্যকর রিপোর্ট রীতিমতো অবাক করে দিচ্ছে (Indian millionaires are leaving the country)।
ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছেন প্রচুর ভারতীয়?
ভারতবর্ষে অনেক মানুষের বাস এবং সেই সংখ্যাটা প্রতিদিন বেড়েই চলেছে। মানুষ নিজের মতো করে এই দেশটাকে সাজিয়ে নিচ্ছে আর সেই কারণেই বৈচিত্রের মধ্যে ঐক্য যেমন ফুটে উঠছে নানা বিচিত্র ঘটনা চোখে আসছে। করোনা মহামারী কালে ভারতবর্ষ লড়াই করেছে এবং বিশ্বের বড়লোক দেশগুলোকে হারিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে রেকর্ড গড়েছে।
কিন্তু এখন যখন সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে তখন কেন এত মানুষ দেশ ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন?হেনলি প্রাইভেট ওয়েল্থ মাইগ্রেশন যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে চিন্তা বাড়ছে। ভারতীয় কোটিপতিদের দেশ ছাড়ার হিড়িক যে আজ থেকে তৈরি হয়েছে এমনটা নয়।
মানে গত বছরের রিপোর্ট যদি দেখেন তাহলে বুঝবেন চোখ কপালে ওঠার মতো পরিসংখ্যান 2022 সালেও ছিল। আর হ্যাঁ এই বছরের থেকে গত বছরে দেশ ছাড়ার সংখ্যাটা বেশি ছিল। রিপোর্ট বলছে 2022 সালে মোট 7,500 জন ভারতীয় মিলিয়নার দেশ ছেড়ে বিদেশে চলে যান।
আরো পড়ুন – দেশের প্রথম গিয়ারড ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে রেকর্ড ভিড় কেন?
ভারতীয় মিলিয়নার মানে হল যাদের এক মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় আট কোটি একুশ লক্ষ টাকার বেশি অর্থ রয়েছে। অবাক করার মতো তথ্য হলো বর্তমানে বিশ্বে দ্বিতীয় সব থেকে বেশি মিলিয়নার ভারত থেকে চলে যাচ্ছেন।
এর ঠিক আগে রয়েছে চিন। তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে চিন থেকে 13,500 মিলিয়নার অন্য দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র আর চতুর্থ স্থানে রাশিয়া।
আরো পড়ুন – অতিরিক্ত চুল পড়ার সমাধান!ছেলেদের টাক মাথায় চুল গজানোর উপায়। রইল ঘরোয়া টোটকা!
ভারতীয় কোটিপতিরা কেন দেশত্যাগ করছেন?
এই বিষয়ে অনেকগুলো সমীক্ষা হয়েছে সেখান থেকে যে তথ্য উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে শিক্ষা সুরক্ষা স্বাস্থ্য এই সুবিধা গুলো ভারতের থেকে অন্য দেশে বেশি আছে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি পরিবেশ পরিবর্তন ও ক্রিপ্টো বিনিয়োগের সুবিধাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে।
আরো পড়ুন – হঠাৎ করে টিসিএস এ কেন মহিলাদের গণ ইস্তফা? ঠিক কি ব্যাপার বলুন তো?
দেখা গেছে যে আইন জনিত সমস্যা ও অন্য জটিলতার জন্যও দেশ ছেড়ে চলে যাচ্ছেন বহু মিলিয়নার। কিন্তু এনারা যাচ্ছেন কোথায়? ভারতীয় ধনুকুবেদের দুবাই ও সিঙ্গাপুর হল অন্যতম পছন্দের জায়গা। একে চিন্তার কিছু নেই কারণ তথ্য অনুযায়ী 2031 সালে ভারতীয় মিলিয়নারের সংখ্যায় 80 শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা যাবে। ভারতবর্ষ সূর্যের মতোই তার দেশের মানুষকে সব ধরনের শুধু সুবিধার আলো পৌঁছে দেবেই।