Corporate Sector: কর্পোরেট দুনিয়ার মিস্টার পারফেক্ট হওয়া যায় কী করে? আজ বলব আপনাকে । আজকালকার যুগে তরুণ প্রজন্ম কর্পোরেট লাইফ স্টাইল (Corporate life style) এর দিকে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে বিদেশি কোম্পানির আমদানি-রপ্তানির কাজ (Import-export work of foreign companies),আজকাল প্রায় সবারই লেগেছে কর্পোরেট তকমা।
এই দুনিয়ায় একবার প্রবেশের সুযোগ পেলেও তা টিকিয়ে রাখা কিন্তু যথেষ্ট পরিশ্রমসাধ্য। তবে এর সঙ্গে তাল মেলাতে গেলে আপনাকে কিন্তু কর্পোরেটের উপযুক্ত করে তুলতে হবে নিজেকে (Must be made suitable for corporate)। আজ সেই নিয়ে কিছু কথা।
কর্মক্ষেত্রে মালিক এবং শ্রমিক এরা কখনোই বন্ধু হতে পারে?
কর্মক্ষেত্রে মালিক এবং শ্রমিক এরা কখনোই বন্ধু হতে পারেনা (Owners and workers cannot be friends)। তবে হ্যাঁ একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ না থাকলে কাজ করা সম্ভব হয় না। তাই শুধু কাজের জায়গাকেই প্রাধান্য দিন, বাকি দিকে মন দেবেন না।
আপনি যদি আপনার কাজটা ঠিকঠাক জানেন তাহলে কারো মুখাপেক্ষী হওয়ার কোন প্রয়োজন পড়বে না। এই অযাচিত কোন সাহায্য বা উপকার করার বা নেওয়ার দরকার নেই ।
তোষামোদ নয়, বরং নিজেকে উপযুক্ত করে তুলতে হবে:
নিজের যোগ্যতা প্রমাণ করবেন (Prove your worth) কাজে তোষামোদে আখেরে কোনও লাভ হবে না। আপনার টিম লিডার বা ম্যানেজার যিনি, থাকছেন তাকে অন্ধ বিশ্বাস বা ভরসা করবেন না। অফিস প্রটোকল অবশ্যই বজায় রাখুন (Office Protocol must be maintained) কিন্তু ঊর্ধ্বতনের কাছে পৌঁছতে সব সময় অন্যের সাহায্য নেবেন না (Don’t take help from others)।
নিজে ততটাই স্মার্ট হোন। কোম্পানির কাছে ২৪ ঘন্টা “জি হুজুরি” হওয়ার কোন প্রয়োজন নেই। আপনার কাজের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেকে আবদ্ধ রাখুন আর চেষ্টা করুন কাজটুকু যথাযথ করে তুলতে।
আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখা দরকার।
এই সমস্ত ক্ষেত্রে দর্শনধারী বলে একটা বিষয় থাকে। আপনার মধ্যে কী গুণ রয়েছে বা আপনার যোগ্যতা (Your qualifications) কতটা তার বিচার পরে হয়। আগে দেখে নেওয়া হয় আপনার আউটলুক। এটা খুব একটা ভুল নয়। ধরুন আপনাকে একটা বিদেশী কোম্পানির (Foreign companies) কাছে যদি পাঠানো হয়, সেখানে যদি আপনি ঠিকঠাক পোশাক পরে না যান ,তাহলে প্রথমেই আপনাকে নাকচ করে দেওয়া হবে।
আরো পড়ুন- জীবনে স্বার্থপর হওয়ার কি কোনো প্রয়োজন আছে ? Breaking Bharat
আরো পড়ুন- বিয়ে করতে চান? সাবধান! এই বিষয়গুলো না জেনে একদম এগোবেন না।
তখন আপনার যোগ্যতা প্রমাণের কোন সুযোগই পাবেন না। কখনো কখনো একটু খরচ করতে জানতে হয় । সব সময় অন্যের ওপর দিয়ে চালিয়ে নেবেন এই মানসিকতায় কর্পোরেট সেক্টরে উন্নতি (Improvements in the corporate sector) করতে পারবেন না।
যদি কোম্পানির সেরা কর্মী হন, মনে রাখবেন আরও একটি কোম্পানি আপনার জন্য অপেক্ষা করছে এবং আরও ভাল সম্মান এবং ভাল অবস্থান রয়েছে৷ আর হ্যাঁ একই অফিসের কোনও ব্যক্তি বা কারও কাজের সমালোচনা করবেন না।
আরো পড়ুন- Smart Phone: মোবাইল ফোন কোথায় বেশি নিরাপদ ও স্বাস্থ্য ঝুঁকি কম হয়? পকেটে নাকি হাতে?
- আজকালকার যুগে তরুণ প্রজন্ম কর্পোরেট লাইফ স্টাইল
- আপনার কাজের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেকে আবদ্ধ রাখুন
- তোষামোদ নয়,নিজের যোগ্যতা প্রমাণ করবেন
সাফল্য সহজে আসে না আবার সাফল্য ধরে রাখাও সহজ নয়। তাই জলের মতো হতে শিখুন,যেখানে যেমন সেখানে তেমন।