Breaking Bharat: বিয়ের আগে কিছু জিনিস সম্পর্কে পরিস্কার হওয়া দরকার। আজ সেই নিয়েই কথা হবে আপনাদের সাথে এই প্রতিবেদনে। বিয়ে মানেই নতুন সম্পর্ক (Marriage a new relationship), এক নতুন বন্ধন। তাই কোনও লুকোচুরি নয় বরং সব সত্যি কথা একে অপরকে বলে তবেই তো নতুন জীবন শুরু করা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই খোলামেলা সম্পর্কে বিশ্বাসী। খুব একটা সম্পর্কের বন্ধনে (a new relationship) আজকাল অনেকেই নিজেদের জড়াতে চান না।
তবে সমাজ আজও মানে যে সিথির সিন্দুর (Sithir Sindur) সম্পর্কের শেষ কথা বলে। তাই তো এত বিবাহ বিচ্ছেদ এর খবর শিরোনামে উঠে এলেও, বিয়ের মরসুমে (In the wedding season) একটাও বিয়ে বাড়ি ফাঁকা মেলে না। তাহলেই ভাবুন কত বিয়ে হয়! অথচ জিজ্ঞেস করলেই আজকের প্রজন্ম বলে বিয়ে করব না।
কাউকে বিয়ে করার আগে কী কী বিষয়ে জানা উচিত?
আজকাল ডাক্তারেরা বলেন বিয়ের আগে কিছু মেডিক্যাল টেস্ট করানো জরুরি (important to get medical tests done before marriage)!আজকালকার প্রজন্ম এই বিষয়টা বেশ ভালোই বোঝে। এমনকি মা বাবারাও এই নিয়ে যথেষ্ট সচেতন। তাই কোন কোন টেস্ট করা দরকার সেই নিয়ে কিছু তথ্য দেব আপনাদের (to be clarified before marriage)।
প্রথমেই যে টেনশন থাকে তা হল যৌন সংক্রমণ, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজ়িজ় (STD)। অনেকেই বিয়ের আগেই নানা রকমের যৌন সম্পর্কে লিপ্ত হন সেক্ষেত্রে নানা রকমের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
অনেকেই বিয়ে এবং পরবর্তীতে শারীরিক সম্পর্কে লিপ্ত হন
এই বিষয়ে সম্পূর্ণ না জেনে অনেকেই বিয়ে এবং পরবর্তীতে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পাত্র/পাত্রী HIV, গনোরিয়া, সিফিলিসের মতো যৌনরোগে আক্রান্ত কি না বলা কঠিন। তাই সেক্ষেত্রে আগে পরীক্ষা করে পরবর্তীতে এগোনো উচিত। এবার সমস্যা দাঁড়াতে পারে সন্তান হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি পুরুষের শুক্রাণু পরীক্ষা করে নেওয়া যায় তাহলে সমস্যা আগে থেকে বোঝা যায়।
বাসে বা ট্রেনে ভ্রমণ করেও ক্লান্ত হয়ে পড়ছেন তাড়াতাড়ি? অবহেলা করবেন না!
তীব্র গরমের হাঁসফাঁস থেকে রেহাল মিলতে হাতপাখার জুড়ি মেলা ভার।
Love Relation: প্রেম করছেন? রাতের ঘুম উড়েছে, খিদে কমেছে কি?
সেক্ষেত্রে বিয়ের পর মেয়েদের অপ্রীতিকর অসুবিধার বিষয়টা নিয়ন্ত্রণে থাকে। আরও একটা বিষয় মাথায় রাখা দরকার, তা হল রক্ত পরীক্ষা। এক্ষেত্রে শরীরে রোগ আছে কিনা যেমন জানা যায় তেমনই রক্তের গ্রুপ জানাটাও দরকার। যদি পারেন মানসিকরোগ পরীক্ষা বা সাইকোলজিক্যাল টেস্ট করাতে পারেন, যদি মনে হয় মানসিক দাম্পত্যে আপনার নিশ্চিন্ত থাকা দরকার।
- বিয়ের আগে কিছু জিনিস সম্পর্কে পরিস্কার হওয়া দরকার।
- বিয়ের আগে এই ৪ টি মেডিক্যাল টেস্ট করানো জরুরি !
- সমাজ আজও মানে যে সিথির সিন্দুর সম্পর্কের শেষ কথা বলে
তাহলে বিয়ের পিঁড়িতে বসার আগে আমাদের এই প্রতিবেদনটি পড়ে এক্কেবারে মুখস্থ করে নিন। তাহলে দেখবেন আগাম সিদ্ধান্ত নিয়ে কোনও কাজ এগিয়ে রাখলে আখেরে ভবিষ্যতে আপনার সুবিধাই হবে।